এই মুহূর্তে




সহায়ক মূল্যে ধান কেনায় অনিয়ম ঠেকাতে রাজ্যের ভরসায় সিসি ক্যামেরা

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: বাম জমানায় রাজ্যের(Bengal) ধান চাষীরা(Paddy Farmers) কার্যত প্রতি বছর অভাবী বিক্রি করতে বাধ্য হতেন। এর সব থেকে বড় ফায়দা লুটতেন মধ্যসত্ত্বভোগীরা। সেই ছবিতে বদল এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি বাংলার ধান চাষীদের কাছ থেকে সরাসরি ধান কেনার প্রক্রিয়া(Paddy Procurement) শুরু করেছেন। এর ফলে ধান চাষীরা নিজ নিজ এলাকাতেই তাঁদের ধান রাজ্য সরকারের আয়োজিত শিবিরে গিয়ে বিক্রি করতে পাচ্ছেন রাজ্য সরকার ঘোষিত সহায়ক দামে(Subsidized Price)। ধান চাষীদের মধ্যে যারা কৃষকবন্ধু প্রকল্পের মধ্যে রয়েছেন তাঁরা সেই ধান বিক্রির সুযোগ যেমন পাচ্ছেন তেমনই বর্গাদাররাও সেই সুযোগ পাচ্ছেন। কিন্তু বিগত কয়েক বছরে চাষীরা অভিযোগ করেছেন যে তাঁদের ওজনে ঠকিয়ে দেওয়া হচ্ছে। সেই অভিযোগ মুখ্যমন্ত্রীর কানেও গিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এবার খরিফ মরশুমে ধান কেনার ক্ষেত্রে রাজ্য সরকার যথেষ্ট কড়াকড়ি করেছে। সেই সঙ্গে প্রতিটি ধান ক্রয় কেন্দ্রে সিসি ক্যামেরা(CC Camera) বসানো বাধ্যতামূলক করেছে।

আরও পড়ুন, সিভিকদের বেতন নিয়ে বড়সড় রদবদলের পথে রাজ্য, লাভবান হবেন কর্মরতরা

চলতি বছরের খরিফ মরশুমে গোটা রাজ্যে মোট ৬৮ লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষমাত্রা নিয়েছে রাজ্য সরকার। খাদ্য দফতর সেই ধান কিনবে। বেনফেড, কনফেড, নাফেড ছাড়াও রাজ্য সরকারের নিজস্ব ক্রয়কেন্দ্র বা সিপিসি এবং ডব্লুবিইসিএসসি ও বিপিএএমসিএল সংস্থার মাধ্যমেও সেই ধান কেনা হবে। এবারে রাজ্য সরকার ধানের সহায়ক মূল্য বাড়ানোর পাশাপাশি সিপিসিতে ধান বিক্রয় করলে চাষিদের কুইন্টাল পিছু অতিরিক্ত ২০টাকা ইনসেনটিভ দেওয়ার কথাও জানিয়েছে। সেই সহায়ক মূল্যে ধান কেনায় অনিয়ম ঠেকাতে প্রতিটি স্থায়ী ক্রয় কেন্দ্রে বা সিপিসি-তে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলকও করে দিল রাজ্য সরকার। সেই সঙ্গে স্বচ্ছতা বজায় রাখতে চাষিদের বায়োমেট্রিক ছাপও নেওয়া হবে। প্রতিটি স্থায়ী ক্রয় কেন্দ্রে ধান চাষীরা ২৩০০টাকা কুইন্টাল দরে ধান বিক্রি করতে পারবেন। শুধু তাই নয়, ধান বিক্রি করতে আসা চাষিদের স্বাচ্ছন্দ্যের জন্য প্রতিটি স্থায়ী ক্রয় কেন্দ্রে পানীয় জল, শৌচালয় এবং বসার পৃথক ব্যবস্থা করা হচ্ছে। ধান ওজনের জন্য ডিজিটাল মেশিন অথবা ওয়ে ব্রিজের ব্যবস্থা থাকবে সেখানে।

আরও পড়ুন, হেরো প্রাক্তন সাংসদ থেকে প্রার্থীদেরই ভোটের মাঠে নামাতে চায় বিজেপি, ক্ষোভ কর্মীমহলেই

গত বছর কুইন্টাল পিছু ধানের সহায়ক মূল্য ছিল ২১৮৩টাকা। এবার তা বাড়িয়ে ২৩০০ টাকা করা হয়েছে। তবে কেবলমাত্র ই-প্যাডি পোর্টালে রেজিস্ট্রিকৃত চাষিদের কাছ থেকেই ধান কেনা হবে। ধান বিক্রি করার ৪৮ ঘণ্টার মধ্যে ধান চাষীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। চাষীরা প্রত্যেকেই অনলাইনেই নিজের আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ধান বিক্রির জন্য শ্লট বুকিং করতে পারবেন। নির্দিষ্ট দিনে ধান নিয়ে গেলে তার ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। চাষিদের কাছ থেকে কেনা ধান রাইস মিলে পাঠানো হবে। ওই ধান চাল তৈরি করে তা গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে রেশন ও মিড ডে মিলের জন্য পাঠানো হবে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সিপিসিতে একজন করে পারচেজ অফিসার ও একজন করে ডিসবার্স অফিসার নিযুক্ত করা হয়েছে। একজন চাষি সর্বাধিক ৯০ কুইন্টাল ধান সহায়ক মূল্যে বিক্রি করতে পারবেন বলেও জানানো হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাতে স্কুলে বন্যপ্রাণীর উৎপাত, ক্লাস রুমে খাঁচা বসানো হল বনদফতরের উদ্যোগে

পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখালেন হিন্দু সমাজকল্যাণ সমিতির কার্যকর্তারা

বন্দুক হাতে ‘পাকিস্তানি ভাইয়া’র সঙ্গে ছবি শেয়ার করে পুলিশি নজরে নদিয়ার যুবক

গরম থেকে মুক্তি পেতে স্নান করতে গিয়ে মৃত ২, প্রায় দু’দিন পর উদ্ধার দেহ

ওয়াকফ থেকে ইস্যু ঘোরাতে কাশ্মীরে এই হামলা বিজেপি’ র পরিকল্পিত : মর্জিনা খাতুন

৩০ এপ্রিল রাজ্যে ‘হিট-স্ট্রোক ট্রিগার ইভেন্ট’ তৈরি হবে, বিশেষ সর্তকতা জারি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর