এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘অপদার্থ সাংসদ’র ‘ঔদ্ধত্যের পতন অনিবার্য’, সৌমিত্রকে চ্যালেঞ্জ সুজাতার

নিজস্ব প্রতিনিধি: ঠিক যেন ছোট গল্প। শেষ হয়েও হচ্ছে না শেষ। ডিভোর্স হয়ে গিয়েছে, দুইজনের চলার পথও আলাদা হয়ে গিয়েছে। তা সত্ত্বেও দুইয়ের মাঝে কিছু না কিছু হয়েই চলেছে। বলা যেতেই পারে কাদা ছোঁড়াছুঁড়ি হচ্ছে। কিন্তু সেই বিবাদের অন্দরে ডুব দিলে টের পাওয়া যাবে ভালবাসার হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে ডিভোর্সের ঘোষণায়। আর তাই ক্ষুব্ধ বাঘিনী একের পর হানা চালিয়ে যাচ্ছেন। এদিনও যেমন তা তিনি চালালেন ফেসবুক পেজে। সাফ জানিয়ে দিলেন, ‘যে অপদার্থ সাংসদকে ‘জনতা জনার্দন’ জিতিয়ে MP বানিয়েছে বলে পেটে খাবার জুটছে সেই ‘জনতা ভগবান’কেই ‘কুকুর’ বলে সম্বোধন করে তাড়িয়ে দিলেন, তাঁরা প্রাপ্য চাইতে গেছিল বলে। অপেক্ষা করুন সময় আপনাকে খুব তাড়াতাড়ি রাস্তার আবর্জনা বানিয়ে ছুঁড়ে ফেলে দেবে। ঔদ্ধত্যের পতন অনিবার্য।’ যিনি এই পোস্ট করলেন তাঁর নাম সুজাতা মণ্ডল(Sujata Mondol)। আর যাকে উদ্দেশ্য করে লিখলেন তিনি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান(Soumitra Khan)। একইসঙ্গে সুজাতার প্রাক্তন স্বামী।

গতকাল অর্থাৎ সোমবার ঘটে গিয়েছে একটা ঘটনা। সৌমিত্র খাঁয়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন কিছু মানুষ। তাঁদের অভিযোগ, সাংসদ(Bishnupur MP) বছর ৭ আগে তাঁদের চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। কারও কাছ থেকে ১০ লক্ষ, তো কারও কাছ থেকে ৭ লক্ষ। কিন্তু চাকরি কেউই পাননি। তাই তাঁরা গতকাল সাংসদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। টাকা ফেরত চেয়েছিলেন। কিন্তু সৌমিত্র কোনও কথা শুনতে চাননি। উল্টে তাঁদের উদ্দেশে কটুক্তি করেন সাংসদ। তাতেই ক্ষিপ্ত হয়ে যান তাঁরা। তাই সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সৌমিত্রের নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সরিয়ে সাংসদের গাড়ি বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েক জন যুবক তাড়া করে যান। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বঙ্গ বিজেপি(BJP) এই ঘটনার সঙ্গে নিজেদের জড়াতে চায় না। তাঁদের দাবি, ৭ বছর আগে সৌমিত্র ছিলেন তৃণমূলে(TMC)। তাই টাকার বিনিময়ে চাকরি পাওয়ার ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। তবে দল সাংসদের ‘কুকুর’ মন্তব্য সমর্থন করে না।  

সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জেলা পরিষদে জয়ী হয়েছেন সুজাতা। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ শুনে মোটেই বিচলিত নন সুজাতা। বরং প্রাক্তন স্বামীর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ এনেছেন তিনি। এই সময় ডিজিটালকে সুজাতা বলেন, ‘নিশ্চয়ই উনি প্রতারণা করেছেন, নইলে মানুষ তো আর এমনি এমনি বলবে না। নিশ্চয়ই উনি লাখ-লাখ কোটি-কোটি টাকা নিয়েছেন। নইলে রাতারাতি তাঁর এত সম্পত্তি হল কী করে? হঠাৎ করে দুর্গাপুর সিটি সেন্টারে ওঁর বিশাল বাড়ি হয়ে গেল। দিল্লি, বাঁকুড়া, কলকাতাসহ বিভিন্ন জায়গার ওঁর সম্পত্তি রয়েছে। আগে কিছুই ছিল না। বিভিন্ন জনের নামে সম্পত্তি কিনেছেন। মা-বাবা সহ অনেককে গাড়ি কিনে দিয়েছেন। এত টাকা সৎপথে তো আসতে পারে না।’

সৌমিত্রর সঙ্গে সম্পর্ক থাকাকালীন কোনও ‘দুর্নীতি’-র হদিশ পাননি সুজাতা? তৃণমূলের এই নেত্রীর অভিযোগ, ‘ওঁর অগাধ সম্পত্তি। ওঁর সঙ্গে যখন ছিলাম, তখন আমাকে সম্পূর্ণ অন্ধকারে রাখতেন। আমাকে দেখাতেন ওঁর লোভ নেই। লোককে ধাপ্পা দেওয়ার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। একদিন আমি সবটা বুঝতে পারি। ভগবানকে অশেষ ধন্যবাদ যে সময় থাকতে আমি ওই অশুভ শক্তির হাত থেকে বেরিয়ে আসতে পেরেছি। নইলে এই কালিমা আমার গায়ে লেগে যেত। উনি যে পাপ করেছেন, নিরাপত্তারক্ষী ছাড়া এক পা বাড়ির বাইরে বেরতে পারবেন না। উনি সাংসদ হিসেবে বিষ্ণুপুরের মানুষের জন্য কোনও কাজ করেননি। মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। এমপি ল্যাডের টাকাও যথাযথভাবে খরচ করেননি। সামনে লোকসভা ভোট, তাই মানুষকে টুপি পরিয়ে উনি সমর্থন আদায়ের চেষ্টা করছেন। কিন্তু এতে কোনও লাভ হবে না।’

গতকাল, দুপুরে গাড়ি নিয়ে কোতুলপুর থেকে লাউগ্রাম যাচ্ছিলেন সৌমিত্র। সেই সময়েই মিলমোড় এলাকায় ঘটে বিক্ষোভের ঘটনা। সেই ঘটনায় বিজেপি সাংসদের বক্তব্য, ‘রাস্তার কুকুররা কী বলল, তা দেখে আমার লাভ নেই। যারা বিক্ষোভ দেখিয়েছে, তাদের আমি চিনি না। এলাকায় কাজ হচ্ছে। সেই রাগে তৃণমূলের লোকজন এই নোংরা রাজনীতি করছে। ওদের একটাই কাজ— চুরি করা। এটা তৃণমূলের চক্রান্ত।’ যদিও তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এই বিক্ষোভের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। সাধারণ মানুষকে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা করার ফল পেতে হয়েছে সৌমিত্রকে। ওই দুর্নীতির জন্যই ওঁকে দলে রাখা হয়নি। এখন বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে উনি সাধু সাজার চেষ্টা করছেন।’ রাজনীতির এই চাপানউতোর চলবে। কিন্তু প্রাক্তনীর বাণে বিদ্ধ সাংসদ আগামী দিনে কী আর জিতে আসতে পারবেন? প্রশ্ন উঠে গেল ২৪’র যুদ্ধের মাস ৬ আগেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Per Day Income ৩-৪ কোটি, শাহজাহান কাণ্ডে দাবি CBI’র

পুরুলিয়ায় তৃণমূলের জেলা পরিষদ সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার ৩

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর