এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দলেই কড়া পরীক্ষার মুখে বঙ্গ বিজেপির ১৩ সাংসদ

নিজস্ব প্রতিনিধি: জনতার দরবারে পরীক্ষা বাকি এখনও দেড় বছর। কিন্তু তার আগেই দলীয় নেতৃত্বের দরবারে কড়া পরীক্ষার মুখে বসতে হচ্ছে বাংলার(Bengal) ১৭জন বিজেপি সাংসদকেই(BJP MP)। সেই পরীক্ষায় পাশ মার্কস পেলে তবেই মিলবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের(General Election 2024) টিকিট। সবাই যে পাশ করবেন এমন নয়, আবার সবাই যে ফেল করবেন এমনটাও নয়। কিন্তু পরীক্ষায় সবাইকেই বসতে হবে। যদিও বাংলার থেকে নির্বাচিত ৪ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী(Central Minister) কিছুটা হলেও নিশ্চিত যে দল তাঁদের বসিয়ে দেবে না। তাঁরা নিজ নিজ কেন্দ্রেই টিকিট পাবেন। কিন্তু বাকি ১৩জন সাংসদ রীতিমত আশঙ্কায় রয়েছেন। মুখে তাঁরা বলছেন বটে, তাঁরা দলের সৈনিক, দল তাঁদের যে দায়িত্ব দেবে তা তাঁরা হাসিমুখে মেনে নেবেন। কিন্তু বাস্তবে তাঁদের সকলেরই বুকেই চাপ বেশ বেড়ে গিয়েছে। কেননা সাংসদ হিসাবে বেতন তো তাঁরা কিছু কম পান না। এখন ভোটে হেরে গেলে তবু একটা আফশোসের জায়গা থাকে। কিন্তু তার আগে যদি ভোটের টিকিটটাই না মেলে তখন লোককে মুখ দেখাবেন কী করে!   

আরও পড়ুন স্কুলে স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বেতন বাড়ছে

২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে সম্পূর্ণ শঙ্কামুক্ত নন নরেন্দ্র মোদি(Narendra Modi), অমিত শাহ(Amit Shah), জে পি নাড্ডারা(J P Nadda)। কারণ, সাম্প্রতিক দলীয় মূল্যায়নে ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে মেরেকেটে ২০০ থেকে ২১০টা আসন পেতে পারে বিজেপি। দেশের মোট ১৬০টি লোকসভা আসনে বিজেপির পরাজয় একপ্রকার নিশ্চিত। এই পরিস্থিতিতে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে বাকি আসনগুলিতে প্রচুর রদবদল করতে পারে বিজেপি। অর্থাৎ, বহু ক্ষেত্রেই দলীয় টিকিট বণ্টনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এটা ২০১৯ সালের নির্বাচনেও করা হয়েছিল। ২০১৪ সালের লোকসভা ভোটে জিতেও অনেকেই ২০১৯ এর ভোটের টিকিট পাননি। এবারেও সেই একই ছবি দেখা যেতে পারে। তাই কারা টিকিট পাবেন আর কারা পাবেন না সেই পরীক্ষা কার্যত বিজেপির অন্তত ২৫০জন সাংসদকে দিতেই হবে। বাকি সাংসদরা ওজনদার হওয়ায় তাঁদের টিকিট প্রাপ্তির সম্ভাবনাই বেশি। যেমন বাংলার ৪ সাংসদ কেন্দ্রের প্রতিমন্ত্রী। ধরেই নেওয়া হচ্ছে বিজেপি এবারেও তাঁদের নিজ নিজ আসনেই টিকিট দেবে। কিন্তু বাকিদের দলীয় পরীক্ষার মুখোমুখি হতেই হবে।

আরও পড়ুন গরীব কল্যাণ যোজনা আসলে এটা কেন্দ্রীয় রেশন দুর্নীতি : কুণাল ঘোষ

তা কী থাকছে সেই পরীক্ষায়? পদ্মশিবিরের সাংসদদের ক্ষেত্রে মূলত যেটা দেখা হবে তা হল বিগত পাঁচ বছরে এলাকায় কে কতটা সময় দিয়েছেন, নিজের কেন্দ্রের উন্নয়নে কী পদক্ষেপ নিয়েছেন, সাংগঠনিক শক্তি মজবুত করতে পেরেছেন কী পারেননি ইত্যাদি। কিন্তু পরীক্ষায় বসতেই হবে কেন বঙ্গ বিজেপির সাংসদদের? পদ্ম শিবিরের নেতাদের দাবি, ২০১৯ সালে বাংলা থেকে বিজেপি ১৮জন সাংসদ পেলেও এখন আর সেই পরিস্থিতি নেই। একে একুশের বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই নিত্যদিন দলের নেতা থেকে কর্মী মায় বিধায়ক থেকে সাংসদরা দল ছাড়ছেন। আমজনতাও মুখ ফিরিয়ে নিয়েছেন। তারওপর মোদি সরকারের ওপর আমজনতার ক্ষোভ। সব মিলিয়ে এবারে বাংলা থেকে বিজেপি ১টি আসনও বার করতে পারবে কিনা সন্দেহ! দলের কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত বুঝতে পেরে গিয়েছেন যে, ২০১৯ সালে বাংলায় যে ১৮টি আসনে বিজেপি জিতেছিল তার মধ্যে এমন বহু আসন রয়েছে, যেগুলিতে বিগত পাঁচ বছরে দলের সংগঠন একেবারেই মজবুত হয়নি। বরং মাথাচাড়া দিয়েছে মাত্রাছাড়া গোষ্ঠীকোন্দল। পাশাপাশি একেকটি লোকসভা কেন্দ্রের আওতায় যেসব বিধানসভা আসন রয়েছে, এবং সেগুলির অধীনে যেসব মণ্ডল এবং ওয়ার্ড বা অঞ্চল কমিটি আছে সেগুলির সাংগঠনিক দুর্বলতাও দলকে হারের মুখে দাঁড় করাচ্ছে। তাই কাঁটছাঁট ছাড়া গতি নেই। নতুন মুখ তুলে আনারই সিদ্ধান্ত নিয়েছেন মোদি-শাহ-নাড্ডারা। পরীক্ষা হবে সেই কথা মাথায় রেখেই। যারা পাশ করবেন তাঁরা টিকিট পাবেন, আর যারা ফেল করবেন তাঁরা আর টিকিট পাবেন না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যপাল নিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনকে নালিশ সুকান্তের

ভোট মিটলেই বাংলায় ১৩৪টি সেতু নির্মাণের পরিকল্পনা রাজ্যের

সন্দেশখালি কাণ্ডের কিনারায় এখন শেখ শাহজাহানের ভাই আলমগীরই মূল ভরসা সিবিআইয়ের?

মালদায় নির্বাচনী প্রচারে খগেন মুর্মুকে গরু – ভেড়ার সঙ্গে তুলনা করলেন ফিরহাদ হাকিম

নাম বিভ্রাটের জেরে নিরাপরাধ গৃহবধূকে গ্রেপ্তার করে আদালতে এনে বাড়ি পৌঁছে দিল পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর