এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘রাজনীতির উড়ান’ বয়কট তৃণমূলের, ৮ দিনের টিকিট মাত্র ৯৯৯টাকায়

নিজস্ব প্রতিনিধি: অবশেষে আরও একবার কলকাতা থেকে শুরু হয়ে গেল কোচবিহার যাওয়া ও আসার জন্য বিমান পরিষেবা(Flight Service)। কিন্তু প্রথমদিনের যাত্রাতেই যেন স্বরভঙ্গ হয়ে গেল। ঠিক ছিল এদিন অর্থাৎ মঙ্গলবার কলকাতা(Kolkata) থেকে চালু হবে কোচবিহারের(Coachbehar) বিমান পরিষেবা। সেই সূত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিনের বিমানে কলকাতা থেকে কোচবিহার যাওয়ার কথা ছিল রাজ্যের প্রাক্তনমন্ত্রী তথা কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের(Rabindranath Ghosh)। থাকার কথা ছিল তৃণমূলের(TMC) আরও এক নেতা তথা প্রাক্তন সাংসদ প্রার্থপ্রতিম রায়ের। কিন্তু সেই যাত্রার শুরুর আগেই যেন যাত্রাভঙ্গ হয়ে গেল। সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট করে রবীন্দ্রনাথবাবু জানিয়ে দেন, ‘অনিবার্য কারণবশত আগামী কালকের কলকাতা-কোচবিহার বিমান যাত্রা বাতিল করা হল।’ সেই সূত্রেই জানা গিয়েছিল, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার মোট ৮জন বিজেপি(BJP) বিধায়ক ওই বিমানে কলকাতা থেকে কোচবিহারের যাত্রী হয়েছেন। আর সেই সূত্রেই এই ‘রাজনীতির উড়ান’কে বয়কট করেছে তৃণমূল। সেই হিসাব মিলিয়ে দেখা গেল এদিন তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে বাদ দিয়েই কলকাতা থেকে উড়ে গেল কোচবিহারের বিমান।

আরও পড়ুন ক্যান্সারের ইঞ্জেকশান, দাম ৮০ হাজার, মিলবে বিনামূল্যে

কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ঘোষণা করেছিলেন, ১৫ ফেব্রুয়ারি থেকে কোচবিহার বিমানবন্দরে উড়ান পরিষেবা চালু হবে। তারপর থেকে কোচবিহারে বিমান নামার ব্যাপারে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়। কিন্তু, নির্দিষ্ট দিনে বিমান নামেনি। পরে রাজ্য সরকার জানিয়েছিল, ২১ ফেব্রুয়ারি থেকে বাণিজ্যকভাবে বিমান চলাচল করবে। সেই মতো এদিন থেকেই সেই পরিষেবা চালু হতে দেখা গেল। কিন্তু প্রথম দিনেই যেভাবে যাত্রাভঙ্গ হল তা দেখে অনেকেই মনে করছেন, কিছুদিন চালু রেখে ফের হয়তো এই পরিষেবা বাতিল হয়ে যাবে। যদিও আগামী ৮ দিন এই রুটে কোচবিহার থেকে কলকাতা বা কলকাতা থেকে কোচবিহারের টিকিট মিলবে মাত্র ৯৯৯টাকায়। তার জন্য সোমবার থেকেই অনলাইনে টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে ওই ৮ দিনের পরে টিকিটের দাম দাঁড়াবে ৩৭৪০ টাকা। সেইসঙ্গে জিএসটি-ও যোগ হবে। সব মিলিয়ে প্রায় ৪ হাজার টাকা। কার্যত মনে করা হচ্ছে এই ৮ দিনের সফর নির্বিঘ্নে চললেও ৮ দিন পরেই আদতে বোঝা যাবে এই রুটে বিমান পরিষেবা চালিয়ে যাওয়া সম্ভব কিনা। কেননা ট্রেনে কোচবিহার থেকে কলকাতায় আসতে ১২ ঘন্টা সময় লাগলেও ৪ হাজার টাকা ভাড়া পড়ে না। আর তাই ৪ হাজার টাকা খরচ করে বিমান ধরে নিত্যদিন ঠিক কতজন কলকাতা ও কোচবিহারের মধ্যে যাতায়াত করবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন প্রবাসী বাঙালিদের জন্য ‘আপন বাংলা’ কার্ড আনছেন মমতা

যে বেসরকারি বিমান সংস্থা এই পরিষেবা দিচ্ছে তাঁরা জানিয়েছে, মাত্র ৯টি আসন বিশিষ্ট ওই বিমানটি প্রতিদিন কলকাতা থেকে সকাল ১০টা ১০ মিনিটে বিমানটি ছেড়ে ১২টা ১০ মিনিটে কোচবিহারে নামবে। কোচবিহার থেকে ফের সাড়ে ১২টায় কলকাতার উদ্দেশ্যে উড়ে যাবে। কলকাতায় বিমানটি ২টো ২৫ মিনিটে পৌঁছবে। তবে এদিন এই বিমান পরিষেবা নিয়ে প্রথম থেকেই যেভাবে রাজনীতি শুরু হয়ে গেল তা দেখে এখন অনেকেই মনে করছেন আগামী দিনে এই রুটে বিমান পরিষেবা চালিয়ে যাওয়া নিয়ে বেশ সংশয় থাকছেই। বস্তুত, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এই বিমান পরিষেবা চালু করার পিছনে তৃণমূল ও বিজেপি— দু’পক্ষই নিজেদের কৃতিত্ব তুলে ধরতে চাইছিল। বিজেপির দাবি, রাজ্য সরকার বহু চেষ্টা করেও কোচবিহারে বিমান নামাতে পারেনি। শেষমেশ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগেই তা চালু হচ্ছে। অন্য দিকে, তৃণমূলের দাবি, রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এই বিমান পরিষেবা চালু করা অসম্ভব ছিল। ১৫ ফেব্রুয়ারি কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা চালু হওয়ার কথা ছিল। কিন্তু তা বাস্তবায়িত করা যায়নি। অবশেষে মঙ্গলবার থেকে এই বিমান পরিষেবা চালু হল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুর্শিদাবাদের কোথাও রোদের তাপে ফাটছে বোমা ,কোথাও আবার উদ্ধার সকেট বোমা

‘রাজনীতিতে নেমেও মেকআপ করতে হচ্ছে, নয়তো কালো হয়ে যাব’: রচনা

সন্দেশখালিতে ইডি অফিসারদের ওপর হামলার ঘটনায় ধৃত ৩ জনের জামিন

মালদাতে ভোররাতে রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ স্কুল ছাত্রী, তদন্তে পুলিশ

পুরুলিয়ার মাটিতে জ্যোতির্ময়ের পাশ থেকে সরে দাঁড়ালো আজসুও

ইজরায়েলে থাকা বোনের চিন্তায় ঘুম উবেছে জলপাইগুড়িতে থাকা দুই সহোদরার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর