এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গনির জেলায় জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে তৃণমূল, রোড-শো থেকে সভা মমতা-অভিষেকের

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: মালদা(Malda)। শুধু আমের জন্য নয় বিখ্যাত। এ বি এ গনি খান চৌধুরীর(A B A Gani Khan Chowdhury) জেলা বলেও বিখ্যাত জাতীয় স্তরের রাজনীতিতে। দীর্ঘদিনের কংগ্রেসি জেলা। তবে বাম জমানায় সেখানে মাঝে মধ্যেই ছড়ি ঘুরিয়েছে লাল ঝান্ডা। কিন্তু কংগ্রেসকে(INC) দাবিয়ে রাখতে পারেনি। এমনকি কংগ্রেস ভেঙে তৃণমূল(TMC) তৈরি হলেও মালদায় দীর্ঘদিন ধরে জমি তৈরি করতে পারেনি জোড়াফুল। জেলার জনতা তৃণমূল অপেক্ষা কংগ্রেসকেই কাছে ধরে রেখাছিলেন। কিন্তু দিল্লির রাজনীতিতে বিজেপির দাপট এবং বাংলার মাটিতে বিজেপির উত্থান এই জেলার সব সমীকরণ বদলে দিয়েছে। উনিশের লোকসভা ভোটে এই জেলার দুটি আসনের মধ্যে একটি আসন কংগ্রেস ধরে রাখতে সমর্থ হলেও অপরটি চলে যায় বিজেপির দখলে। সেই নির্বাচনে মালদা থেকে তো বটেই, উত্তরবঙ্গ থেকেও খালি হাতে ফিরতে হয় তৃণমূলকে। কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত জেলায় বিজেপির জয় জেলাবাসীকে বাধ্য করে তৃণমূলকে নিয়ে ভাবতে। যার নিট রেজাল্ট একুশের ভোটে জেলার ১২টি আসনের মধ্যে ৮টিতেই তৃণমূলের জয় এবং জেলা থেকে তো বটেই রাজ্যের বিধানসভা থেকেও বাম-কংগ্রেসের বিদায়। একুশের ভোটের সেই সাফল্যকে আঁকড়ে ধরে ২৪’র ভোটে(Loksabha Election 2024) ঝাঁপিয়েছে তৃণমূল। 

মালদায় ২টি লোকসভা কেন্দ্র। মালদা উত্তর ও মালদা দক্ষিণ। উনিশের ভোটে মালদা উত্তরে জিতেছিল বিজেপি(BJP)। জিতেছিলেন খগেন মুর্মু। এবারেও বিজেপির তরফে তিনিই সেখানে প্রার্থী হয়েছেন। মালদা দক্ষিণে জিতেছিলেন গণির ভাই আবু হাসেম খান চৌধুরী। কংগ্রেস এই আসনে এবার প্রার্থী করেছে তাঁরই ছেলে ইশা খান চৌধুরীকে। গণির ভাগ্নী মৌসম নুর একুশের ভোটের আগেই তৃণমূলে চলে এসেছেন। এখন তিনি দলের রাজ্যসাভার সাংসদ। তবে দল তাঁকে লোকসভায় প্রার্থী করেনি বলে, কিছুটা অভিমানে তিনি প্রচার থেকে দূরেই সরে সরে থাকছেন। এই অবস্থায় মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রই দখল করার জন্য তৃণমূলের সব থেকে বড় ভরসা খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এই ২জনের কাঁধে ভর দিয়েই মালদা জয়ের জন্য ঝাঁপাচ্ছে জোড়াফুল। আগামী শনিবার অর্থাৎ ২০ এপ্রিল থেকে মালদার বুকে শুরু হচ্ছে দুই রথীর প্রচার পর্ব। শনিবার জেলায় দুটি জনসভা করবেন মমতা। প্রথমটি হবে মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা গাজোলে। সেখানে তিনি সভা করবেন দলের প্রার্থী প্রাক্তন IPS আধিকারিক প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। পরের সভাটি করবেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মানিকচকে দলের প্রার্থী শাহনাওয়াজ আলি রাইহানের সমর্থনে।

মানিকচকে মমতার সভার করের দুই দিন পরেই ২৩ এপ্রিল মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বৈষ্ণবনগরে শাহনাওয়াজ আলি রাইহানের সমর্থনে একটি রোড-শো করবেন অভিষেক। ২৮ এপ্রিল রবিবার ফের মালদসার বুকে প্রচারের মাঠে থাকবেন মুখ্যমন্ত্রী। সেদিন তিনি মালদা উত্তর লোকসভা কেন্দ্রের হব্বিবপুর বিধানসভা কেন্দ্রে সভা করবেন প্রথমে। তারপরের সভাটি করবেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সুজাপুরে। তার ২ দিন পরে ৩০ এপ্রিল মমতা সভা করবেন পুরাতন মালদায় যা মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং তারপর তিনি রোড-শো করবেন ইংরেজবাজারে যা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এর ঠিক পরের দিন অর্থাৎ ১ মে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মালতিপুরে রোড-শো করবেন অভিষেক। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে প্রতিটি কর্মসূচি নেওয়া হচ্ছে। এর আগেও বিভিন্ন নির্বাচনে মালদার মাটিতে প্রচারে এসেছেন মমতা। তবে এবার প্রথম তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় এত বেশি নির্বাচনী সভা করতে চলেছেন। নেপথ্যে একুশের সাফল্য ২৪’র ভোটে ধরে রাখার কৌশল এবং জেলার ২টি লোকসভা কেন্দ্রই দখল করার লক্ষ্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বন্ধু কাঞ্চনকে সঙ্গে নিয়ে কেশপুরে ভোট প্রচারে দেব

ধারের টাকা ফেরত না দেওয়া নিয়ে বচসা, মা-মেয়েকে পিটিয়ে খুন

৭ দিনের মধ্যে মুখোশ খুলব, টুইটে হুঁশিয়ারি অভিষেকের

‘মায়ের ঝাণ্ডার কি দাম! যে কড়াইয়ে রান্না করেন, তা মাথায় মারলে বুঝবি’

‘চলুন বদলাই, চলুন পাল্টাই’, মালদায় মমতার মুখে পরিবর্তনের ডাক

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর