এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দিনহাটায় রেকর্ড ভোটে জিতবে তৃণমূল, মনোনয়ন দিয়ে দাবি উদয়নের

নিজস্ব প্রতিনিতি, কোচবিহার: দিনহাটা কেন্দ্রের মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী উদয়ন গুহ। মনোনয়ন জমা দিয়ে দুই হাত তুলে হাসি মুখে বেড়োলেন তৃণমূল কংগ্রেসের দিনহাটার প্রার্থী উদয়ন গুহ। এদিন সস্ত্রীক দিনহাটায় শিব-কালী মন্দিরে পুজো দিয়ে পায়ে হেঁটে মনোনয়নপত্র জমা দিতে যান মহকুমা শাসকের দফতরে।

গত বিধানসভা নির্বাচনে দিনহাটায় মাত্র ৫৭ ভোটে পরাজয় হয়েছিল উদয়ন গুহর। জয়ী বিজেপির নিশীথ প্রামাণিক সাংসদপদ ধরে রাখতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তারপর অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয় তাঁকে। এদিকে দিনহাটায় উপনির্বাচন হতে চলেছে আগামী ৩০ অক্টোবর। প্রার্থী হিসাবে উদয়ন গুহকেই বেছে নেয় তৃণমূল। এদিন করোনা-বিধি মেনে জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মণ, দিনহাটা ২-এর সভাপতি বিষ্ণুকুমার সরকারকে সঙ্গে মহকুমা শাসকের দফতরে গেলেন তৃণমূল প্রার্থী। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে এসে উদয়ন গুহ বলেন, ‘আজকে আমি আমার মনোনয়ন পত্র জমা দিলাম। ইলেকশনের প্রসেস চালু হয়েছে। আমরা আমাদের প্রচার চালাচ্ছি। আমার বিরুদ্ধে কে দাঁড়াল তা নিয়ে আমরা বিচলিত নই। দিনহাটায় তৃণমূল রেকর্ড ভোটে জিতবে।’

অন্যদিকে দিনহাটায় বিজেপি প্রার্থী করেছে তৃণমলত্যাগী অশোক মণ্ডলকে। তাঁর দাবি, ‘বামফ্রন্টের আমলে, ২০০৬ সালে আমি দিনহাটা উদয়ন গুহকে হারিয়ে জয়লাভ করেছিলাম। এবার তার পুনরাবৃত্তি ঘটবে। দল যখন আমাকে প্রার্থী ঘোষণা করেছে, তখন আমি আশাবাদী এই উপনির্বাচন কেন্দ্রে জয়ী হবই।’ উল্লেখ্য, বাম জমানায় ২০০৬ সালের বিধানসভা ভোটে তৎকালীন ফরওয়ার্ড ব্লক প্রার্থী উদয়ন গুহকে হারিয়ে উত্তরবঙ্গ থেকে তৃণমূলের প্রথম বিধায়ক হয়েছিলেন অশোক মণ্ডল। পরবর্তীতে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২০১১ সালের নির্বাচনে ফরওয়ার্ড ব্লক উদয়ন গুহ নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থীর ডা. মহম্মদ ফজল হককে পরাজিত করেছিলেন। ওই বছরেরই ১ অক্টোবরে দিনহাটা ফরওয়ার্ড ব্লকের বিধায়ক উদয়ন গুহ তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপর ২০১৬-র নির্বাচনে ২১ হাজার ৭৯৩ ভোটে হারিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থীকে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ১০০,৭৩২৷ দ্বিতীয় স্থানে ছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী অক্ষয় ঠাকুর৷ তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৭৮,৯৩৯৷ তৃণমূল প্রার্থী উদয়ন গুহ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরওয়ার্ড ব্লক প্রার্থী অক্ষয় ঠাকুরকে ২১,৭৯৩ ভোটে পরাজিত করেন। এদিন উদয়ন গুহর মনোনয়নে হাজির ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গিরিন্দ্রনাথ বর্মণ, রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়, বিনয়কৃষ্ণ বর্মণ-সহ অন্যান্য নেতৃত্বরা। গিরিন্দ্রনাথ বর্মণ বলেন, ‘তৃণমূল কংগ্রেস বাংলায় ছিল, আছে থাকবে। আর এখন তৃণমূল কংগ্রেস এখন সর্বভারতীয় দল। আমাদের একমাত্র লক্ষ্য দিল্লি দখল করা। তাই আমরা দিল্লির দিকে এগোচ্ছি। আর দিনহাটা উপনির্বাচনে তৃণমূলই জয়ী হবে। আমরা শুধু সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায় আছি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে হাতা- খুন্তির লড়াই, হুঁশিয়ারি মমতার

মালদায় পুলিশি অভিযানে উদ্ধার ২৮ কোটির মাদক, ৩২ লাখ টাকা, গ্রেফতার ১

মহিলাদের অপমান করেছে বিজেপি, সন্দেশখালি নিয়ে সুর চড়ালেন অভিষেক

কনে যাত্রী নিয়ে যাওয়ার পথে শিলিগুড়িতে গাড়ি উল্টে মৃত্যু দু’জনের,আহত অন্তত ২৮

বহরমপুরের কিছু বুথে পুনরায় ভোটের দাবি কংগ্রেসের

বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন, জানালেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর