এই মুহূর্তে




SIR নিয়ে চালু হচ্ছে তৃণমূলের লিগ্যাল সেল

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে চালু হচ্ছে তৃণমূলের এসআইআর লিগ্যাল সেল। এসআইআর আবহে আইনি সহায়তা কেন্দ্র গঠন করছে তৃণমূল। কেউ অসুবিধায় পড়লে আইনি সাহায্য দেওয়া হবে। আইনজীবীদের বিশেষ দল গঠনের জন্যই তৈরি হচ্ছে লিগাল সেল। সব জেলায় ১১ থেকে ২০ নভেম্বর হবে সভা। ১১ নভেম্বর ডোরিনা ক্রসিংয়ে টিএমসির প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই মাঠে নামছে তৃণমূলের লিগ্যাল সেল। একাধিক কর্মসূচির ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। SIR নিয়ে জেলায় জেলায় বিশেষ সভা করবে তৃণমূল। উত্তরবঙ্গ ও পূর্ব মেদিনীপুরেরর দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষ বা দলীয় কর্মীদের আইনি সহায়তা প্রদানের জন্য প্রত্যেকটি জেলায় একটি করে সভা করা হবে। প্রথম দিন ডোরিনা ক্রসিংয়ে সভা হবে। পূর্ব মেদিনীপুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক। আবার উত্তরবঙ্গেও বিজেপির যে ভালই দাপট হয়েছে তা বিগত নির্বাচিনগুলির প্রেক্ষীতে বলা যায়।

এই লিগ্যাল সেল চালু করার মাধ্যমে বিজেপি যে এজেন্সির অপব্যবহার করছে বলে দাবি করছে তৃণমূল তার বিরুদ্ধে দলীয় কর্মীদের যেমন সহায়তা দেওয়া হবে। তেমনই যদি কোনও দলীয় কর্মীর SIR নিয়ে আইনি সহায়তা প্রয়োজন হয় তাও দেওয়া হবে। তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ এই কর্মসূচি গুলিই গৃহীত হয়েছে।    

SIR NRC আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে পানিহাটি, বীরভূম, ব্যারাকপুর, ডানকুনি থেকে মৃত্যুর খবর এসেছে।  তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ