এই মুহূর্তে

আইসি-তে আস্থা নেই উদয়নের, অস্বস্তিতে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: এক মহিলা বিজেপি(BJP) কর্মীর অশালীন মন্তব্যের জেরে এবার প্রকাশ্যে চলে এল রাজ্যের শাসক শিবিরের বিধায়কের সঙ্গে স্থানীয় থানার আইসির(IC) দ্বন্দ্ব। আর এই ঘটনায় যতটা না অস্বস্তি শাসক শিবিরে ছড়িয়েছে, তার ঢের অস্বস্তি ছড়িয়েছে পুলিশ(Police) মহলে। কেননা বিধায়ক নিজেই সোশ্যাল মিডিয়ায় বুঝিয়ে দিয়েছেন পুলিশে তাঁর কোনও আস্থা নেই। খোদ শাসক দলের বিধায়ক পুলিশ সম্পর্কে এহেন নেতিবাচক মন্তব্য করায় বিষয়টি নিয়ে জলঘোলাও হতে শুরু করে দিয়েছে। ঘটনাস্থল উত্তরবঙ্গের কোচবিহার(Coachbehar) জেলার দিনহাটা(Dinhata)। এখানকার তৃণমূল(TMC) বিধায়ক উদয়ন গুহ(Udayan Guha) ফেসবুকে সাফ বুঝিয়ে দিয়েছেন, স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের ওপর তাঁর বিন্দুমাত্র আস্থা নেই। আর তা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।  

ঘটনার সূত্রপাত এক মহিলা বিজেপি কর্মীর কয়েক দিন আগের এক ফেসবুক পোস্ট ঘিরে। সাবানা খাতুন নামে এক মহিলা বিজেপি কর্মী কয়েক দিন আগে ফেসবুকে পোস্ট করে জানান, দিনহাটা পুরসভার এক মহিলা কর্মী স্থানীয় বিধায়কের সুপারিশে চাকরি পেয়েছেন। সেই কর্মীর নাম তিনি পুরোটা না জানালেও সেই কর্মীর নামের আদ্যক্ষত তুলে ধরেন তিনি। সেই সঙ্গে স্থানীয় তৃণমূলের নেতাদের সম্পর্কে অশালীন মন্তব্য করেন সেই পোস্টে। সাবানা খাতুনের অশালীন মন্তব্যের তীব্র নিন্দা করে তাঁর গ্রেফতারির দাবি তুলে তৃণমূল কর্মী-সমর্থকেরা দিনহাটা থানায় অভিযোগ জানান। তাঁদের দাবি, বিধায়কের নামে ওই মহিলা বিজেপি কর্মী যে কুরুচিকর মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করতে হবে। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত ওই মহিলা বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়নি। আর তার পরে পরেই রবিবার রাতে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ফেসবুকে পুলিশ নিয়ে তাঁর মতামত জানিয়ে দেন।

উদয়নবাবু ফেসবুকের পোস্টে লেখেন, ‘দিনহাটা থানার আইসির কাছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে কোনও লাভ নেই।’ এই ঘটনায় দিনহাটার যুব তৃণমূল নেতা তাপস দাসের দাবি, দিনের পর দিন এক মহিলাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। অথচ পুলিশ কোনও পদক্ষেপ করছে না। মেজবাবু এবং অন্য পুলিশ আধিকারিকেরা সক্রিয় হলেও আইসি কোনও কাজ করছেন না। তবে পুলিশিমহলে উদয়নবাবুর পোস্ট ঘিরে বেশ অস্বস্তি ছড়িয়ে পড়েছে। যদিও প্রকাশ্যে তাঁরা এই বিষয়ে কিছু জানাতে চাইছেন না। তবে দিনহাটা থানার আইসি জানিয়েছেন, তিনি নিরপেক্ষ ভাবেই কাজ করে যাচ্ছেন ও যাবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাঁচড়াপাড়ার মুকুলের বাড়িতে আশীর্বাদ নিতে গেলেন অর্জুন সিং

‘অমৃতা রায়কে দেখলে বোঝা যায় মেকলের উদ্ধৃতি কত দামী’, দাবি ব্রাত্যের

‘একসঙ্গে জ্বালাবে’ লিখে আত্মঘাতী দম্পতি

বিজেপিকে বিপাকে ফেলে জঙ্গলমহলের একাধিক আসনে প্রার্থী কুড়মিদের

শ্যামনগরে পুকুর ভরাট রুখতে ছুটে গেলেন বিএলআরও

ভোটের ডিউটি থেকে ছাড়, খাদ্য দফতরের আধিকারিকদের একাংশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর