-273ºc,
Saturday, 3rd June, 2023 3:38 am
নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তের খবরই সত্যি হল। বারবার হাওয়া অফিসের তরফে পুজোর সময় যে ভারী বৃষ্টির কথা বলা হচ্ছিল তা সত্যি হয়নি। বরং আগামী রবিবার থেকে কোজাগরী লক্ষ্মীপুজো পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই জানিয়েছিল এই মুহূর্তে ডট কম। আজ দিল্লির মৌসম ভবনও সেই কথাই জানিয়েছে। বৃহস্পতিবার দিল্লির মৌসম ভবন জানিয়েছে, পূর্ব বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি ক্রমশ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে সরছে। তাই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে হাওড়া, হুগলি, কলকাতা ও উপকূলের জেলাগুলিতে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে নবমী ও দশমীতে।
বৃষ্টি বাড়বে একাদশী থেকে। কারণ মায়ানমারের কোলে জন্ম নিয়েছে আরও একটি নিম্নচাপ। যার ফলে রবিবার বৃষ্টিপাত বেশি হবে দক্ষিণবঙ্গে যা সোমবার সর্বোচ্চ আকার ধারণ করবে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা এবং দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় নবমী থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। মূলত মৌসুমি বায়ুর বিদায় প্রক্রিয়ায় এটাই শেষ বড় বৃষ্টি বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কোজাগরী লক্ষ্মীপুজোর পর রাজ্যে কমতে শুরু করবে তাপমাত্রা। ধীরে ধীরে শীতের আমেজ চলে আসবে বঙ্গে।
জানা গিয়েছে, আগামী পাঁচ দিন কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। রবিবার থেকে বাড়বে সেই বৃষ্টির পরিমাণ। যার মধ্যে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে।