এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাজ্যের ৫ পুরনিগমে ২জন করে ডেপুটি মেয়র, আসছে বিল

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) এখন মোট পুরনিগমের(Municipal Corporation) সংখ্যা ৭। এগুলি হল কলকাতা, হাওড়া, বিধাননগর, চন্দননগর, আসানসোল, দুর্গাপুর ও শিলিগুড়ি। এদের মধ্যে কলকাতা ও হাওড়া বাদে বাকি ৫টি পুরনিগমেই রাজ্য সরকার(West Bengal State Government) ২জন করে ডেপুটি মেয়র(Deputy Mayor) রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর তার জেরে রাজ্য বিধানসভায় খুব শীঘ্রই বিল আনতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার। যদিও ইতিমধ্যেই আসানসোল পুরনিগমে ২জন ডেপুটি মেয়র রয়েছেন। এই বিলটি ছাড়াও বিল্ডিং প্ল্যান ও মিউটেশন সংক্রান্ত বিষয়েও একটি বিল আনতে চলেছে রাজ্য সরকার।  

আরও পড়ুন শুধু নয় কলকাতা, বাংলাজুড়েই এবার 5G পরিষেবা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের পুরনিগমগুলিতে কাজের ক্ষেত্রে আরও গতি আনার জন্যই মুখ্যমন্ত্রী কলকাতা ও হাওড়া বাদ দিয়ে বাকি ৫টি পুরনিগমের ক্ষেত্রে ২জন করে ডেপুটি মেয়র নিয়োগ করতে চাইছেন। ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে আসানসোল পুরনিগমের ক্ষেত্রে। এবার দুর্গাপুর, চন্দননগর, বিধাননগর ও শিলিগুড়ির ক্ষেত্রেও এই পদ্ধতির প্রয়োগ ঘটাতে চাইছেন মুখ্যমন্ত্রী। তবে কলকাতা ও হাওড়ার ক্ষেত্রে কেন এই নীতি প্রয়োগ করা হবে না তা জানা যায়নি। একই সঙ্গে হুগলি শিল্পাঞ্চল ও ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় নতুন ৪টি পুরনিগম গঠন করার বিষয়ে যে সব জল্পনা চলছিল তা নিয়েও রাজ্য সরকার এখনই কোনও পদক্ষেপ করতে চাইছে না।

আরও পড়ুন মঙ্গলবার ডায়মন্ডহারবারে রিভিউ মিটিংয়ে সাংসদ অভিষেক

উত্তরপাড়া-কোতরং, কোন্নগর এবং রিষড়াকে নিয়ে ১টি পুরনিগম, শ্রীরামপুর বৈদ্যবাটী ও চাঁপদানীকে নিয়ে ১টি পুরনিগম এবং চুঁচুড়া ও বাঁশবেড়িয়াকে নিয়ে ১টি পুরনিগম গঠন করার জল্পনা ছড়িয়েছিল। একই সঙ্গে ভদ্রেশ্বর পুরসভাকে চন্দননগর পুরনিগমের সঙ্গে মিশিয়ে দেওয়ার কথাও ছিল। কাজ শুরু হয়ে গিয়েছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলে ১টি পুরনিগম গঠন করার বিষয়েও। কিন্তু এখনই এই সব বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে চাইছে না রাজ্য সরকার। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে। একইসঙ্গে জানা গিয়েছে এতদিন অনলাইনে বিল্ডিং প্ল্যান ও মিউটেশন সংক্রান্ত বিষয় ৬০ দিনের মধ্যে ছাড়পত্র দেওয়ার নিদান ছিল। এবার তা কমিয়ে ১৫ দিনে নিয়ে আসছে রাজ্য সরকার তার জন্যও বিল আনা হবে। তবে এই দুটি বিষয় নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। তাঁদের দাবি, পুরনিগমে ডেপুটি মেয়রের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দল মেটানোর জন্য। পদ দিয়ে দলে ধরে রাখার পাশাপাশি গোষ্ঠীকোন্দল মেটাতেই এই পদক্ষেপ করা হচ্ছে। সেই সঙ্গে বিল্ডিং প্ল্যান ও মিউটেশন সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে প্রমোটারদের হাত শক্ত করতে। যদিও এই দুটি বিষয়ে শাসকদলের কোনও নেতা এখনও মুখ খোলেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালি কাণ্ডের কিনারায় এখন শেখ শাহজাহানের ভাই আলমগীরই মূল ভরসা সিবিআইয়ের?

মালদায় নির্বাচনী প্রচারে খগেন মুর্মুকে গরু – ভেড়ার সঙ্গে তুলনা করলেন ফিরহাদ হাকিম

নাম বিভ্রাটের জেরে নিরাপরাধ গৃহবধূকে গ্রেপ্তার করে আদালতে এনে বাড়ি পৌঁছে দিল পুলিশ

তীব্র তাপপ্রবাহের মধ্যে কোথাও পুলিশ লাগালো গাছ, কোথাও আবার ডিউটির ফাঁকে করলেন রক্তদান

তীব্র দাবদাহ থেকে বাঁচতে শান্তিপুরে ব্যাঙের বিয়ে দিলেন গ্রামবাসীরা

কৃষ্ণনগরের দর্জি তাক লাগিয়ে দিলেন ১৪৪ বর্গফুটের লুডো তৈরি করে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর