-273ºc,
Friday, 9th June, 2023 4:33 am
নিজস্ব প্রতিনিধি: সামনেই রয়েছে পয়লা বৈশাখ। রয়েছে ঈদ উল ফিতর। সেই আবহে বাংলাদেশে সোনার (Gold) দাম (Price) প্রায় এক লাখ টাকা ছুঁয়ে ফেলল। যা এ যাবত কালের সর্বোচ্চ রেকর্ড বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা।
রবিবার ২ এপ্রিল থেকে সোনার নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। উল্লেখ্য এর আগে গত ২৪ মার্চ সোনার দাম বাড়ানো হয়। তার আগে ২২ মার্চ ও ২৩ মার্চ দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছিল। তার আগে ১৮ মার্চ এক লাফে সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ে বাংলাদেশে। কিন্তু অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে বর্তমানে ৯৯ হাজার ১৪৪ টাকা।
অন্যদিকে সোনার দাম বৃদ্ধি ঘিরে সেদেশের মধ্যবিত্ত মানুষের কপালে চিন্তার ভাঁজ। উৎসবের সময় অনেকে সোনা কেনার পরিকল্পনা রাখেন। কিন্তু দামের এমন বৃদ্ধিতে কার্যত দু বার ভাবতে বসেছেন সোনা কিনতে আগ্রহীরা।