এই মুহূর্তে




মাত্র ₹5,698 টাকায় Amazon-এ কিনে নিন নতুন Lava Bold N1 Lite! জানুন স্পেসিফিকেশন ও ফিচার্স

নিজস্ব প্রতিনিধি: ভারতের নিজস্ব স্মার্টফোন ব্র্যান্ড Lava আবারও বাজারে হাজির করেছে এক দুর্দান্ত বাজেট ফোন- Lava Bold N1 Lite। এই ফোনটি এখন Amazon India-তে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়ে মাত্র ₹5,698 টাকায়! সংস্থাটি এই ফোনের তথ্য তাদের X হ্যান্ডেলে শেয়ার করেছে, যা ইতিমধ্যেই টেকপ্রেমীদের মধ্যে চর্চায়।

ডিজাইন ও লুক
Lava Bold N1 Lite এসেছে একটি স্লিক ও হ্যান্ডি ডিজাইনে। ফোনটির ওজন 193 গ্রাম, ব্যাক প্যানেলে রয়েছে ফ্ল্যাট ডিজাইন ও স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল। সেখানে দেওয়া হয়েছে দুটি ক্যামেরা সেন্সর ও একটি LED Flash। ক্যামেরা মডিউলে লেখা আছে – “13MP AI Camera”। ফোনটি দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে – ক্রিস্টাল ব্লু এবং ক্রিস্টাল গোল্ড

ডিসপ্লে ও পারফর্মেন্স
ফোনটিতে রয়েছে বড়সড় 6.75-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে, যেখানে 90Hz Refresh Rate এবং 269 PPI Pixel Density পাওয়া যাবে। ডিসপ্লের উপরে আছে একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। পারফর্মেন্সের দিক থেকে, ফোনটিতে ব্যবহার করা হয়েছে Octa-Core Unisoc Processor, সঙ্গে থাকছে 3GB RAM এবং 64GB Storage, যা 6GB ভার্চুয়াল RAM পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা সেকশন
ফোনটির পেছনে রয়েছে 13MP AI Dual Rear Camera Setup, যা দিনের সময় ভালো ছবি তুলতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে আছে 5MP ক্যামেরা, যা 1080p ভিডিও রেকর্ডিং (30fps) সাপোর্ট করে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার
Lava Bold N1 Lite এসেছে 5000mAh Battery সহ, যা 10W Charging সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে আছে Rear Fingerprint ScannerFace Unlock। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS, USB Type-C Port, ও 3.5mm Headphone Jack। ফোনটি IP54 Rating সহ আসে, ফলে ধুলো ও হালকা জলের ছিটে থেকে এটি সুরক্ষিত। এছাড়াও এতে রয়েছে কল রেকর্ডিং ফিচার, যা নিরাপত্তা বাড়ায়।

সফটওয়্যার
ফোনটি চলছে নতুন Android 15 OS-এ, ফলে ব্যবহারকারীরা পাবেন একদম আপডেটেড সফটওয়্যার এক্সপেরিয়েন্স। যারা ₹6,000 টাকার মধ্যে একটি ভাল স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা বিকল্প।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

Jio-র স্পেশাল রিচার্জ: ১৯৫ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ৩৪৯ টাকার সুবিধা

তেল ছাড়াই চলবে রয়্যাল এনফিল্ড, প্রথম বৈদ্যুতিক মোটর বাইক কবে আসছে?

২০০ মেগাপিক্সেলের জাদু নিয়ে ২ ডিসেম্বর আসছে স্মার্টফোনের নতুন রাজা Vivo X300 Pro

বাজার মাতাতে এল Samsung Galaxy Tab A11+, চমকপ্রদ ফিচার আর 7 বছরের সফটওয়্যার আপডেট

SBI-তে অ্যাকাউন্ট রয়েছে? সাবধান হোন, বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা

Grand Vitara-য় বড় ধরণের ত্রুটি, ৩৯,০০০-এরও বেশি গাড়ি ফিরিয়ে নিল মারুতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ