এই মুহূর্তে




গরম হলে নিজে থেকেই রং পাল্টে ফেলছে Realme-র নতুন ফোন! থাকছে ‘গেম অফ থ্রোনস’ থিম

নিজস্ব প্রতিনিধি: টেকপ্রেমীদের জন্য একেবারে সিনেমার মতো চমক নিয়ে এল Realme! সংস্থাটি লঞ্চ করেছে তাদের লেটেস্ট স্মার্টফোন Realme 15 Pro 5G ‘গেম অফ থ্রোনস লিমিটেড এডিশন, যা শুধুমাত্র লুকেই নয়, প্রযুক্তির দিক থেকেও অনন্য। এই ফোনের ব্যাক প্যানেল গরম হলে নিজে থেকেই রঙ বদলে যায়-ঠিক যেন জাদু!

ওয়ার্নার ব্রস-এর সঙ্গে পার্টনারশিপে তৈরি এই ফোনকে Realme দাবি করছে বিশ্বের প্রথম ‘Heat-Sensitive Color-Changing Smartphone’। অর্থাৎ, ফোনের ব্যাক প্যানেল যখন গরম হয়, তখন এর কালো কণাগুলি লাল কণায় রূপান্তরিত হয়, ফলে পুরো ব্যাক প্যানেলই বদলে যায়! সিরিজের নামের মতোই ফোনটিতে রয়েছে এক রহস্যময় গেম অফ থ্রোনস ভাইব, যা সিরিজপ্রেমীদের জন্য একদম পারফেক্ট আইটেম।

এই ফোনের ডিজাইন পুরোপুরি তৈরি হয়েছে গেম অফ থ্রোনস থিমে। ব্যাক প্যানেলে রয়েছে ড্রাগনের স্কেল প্যাটার্ন, সঙ্গে তীব্র কালার ট্রান্সফরমেশন এফেক্ট। আর ফোনের পুরুত্ব মাত্র 7.84 মিমি, ফলে একদম লাইটওয়েট এবং আরামদায়ক।

স্পেসিফিকেশন: পারফরম্যান্সেও একদম ‘King of Thrones’

এই ফোনে শুধু স্টাইল নয়, স্পিড এবং পারফরম্যান্সেও কোনো কমতি নেই।

  • ডিসপ্লে: 6.8-ইঞ্চি বড় AMOLED ডিসপ্লে, 144Hz Refresh Rate আর 6500 nits Brightness — ফলে গেমিং হোক বা আউটডোর ভিউ, সবই থাকবে ক্রিস্টাল ক্লিয়ার। Gorilla Glass 7i প্রটেকশন রয়েছে স্ক্রিনে।
  • প্রসেসর: শক্তিশালী Qualcomm Snapdragon 7 Gen 4 (4nm) চিপসেট ও Adreno 722 GPU। ফলে গেমিং বা মাল্টিটাস্কিংয়ে একটুও ল্যাগ হবে না।
  • RAM ও স্টোরেজ: 12GB RAM এবং 512GB UFS 3.1 Storage — হাজার ছবি, ভিডিও, গেম সহজেই রাখা যাবে।
  • ক্যামেরা: পিছনে আছে ডুয়াল 50MP Sony 50MP Ultra-wide Lens (4K 60FPS ভিডিও)। সামনে রয়েছে 50MP সেলফি ক্যামেরা যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
  • ব্যাটারি: বিশাল 7000mAh Battery সঙ্গে 80W Fast Charging — একবার চার্জেই দুই দিন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।
  • অন্য ফিচার: IP68 + IP69 Rating (জল ও ধুলো প্রতিরোধী), অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর গেমারদের জন্য বিশেষ গেমিং অপ্টিমাইজেশন

দাম কত কোথায় পাবেন

এই স্পেশাল লিমিটেড এডিশনের দাম রাখা হয়েছে ₹44,999 (12GB + 512GB ভ্যারিয়েন্ট)। লঞ্চ অফারে পাওয়া যাচ্ছে ₹3,000 ব্যাংক ডিসকাউন্ট এবং EMI অফার। ফোনটি কেনা যাবে অফিসিয়াল Realme Website ও সিলেক্টেড পার্টনার স্টোরে।

যদি আপনি গেমিং, ফটোগ্রাফি বা লং-লাস্টিং ব্যাটারির খোঁজে থাকেন, তাহলে এই ফোনটি আপনার জন্য সেরা চয়েস হতে পারে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

Jio-র স্পেশাল রিচার্জ: ১৯৫ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ৩৪৯ টাকার সুবিধা

তেল ছাড়াই চলবে রয়্যাল এনফিল্ড, প্রথম বৈদ্যুতিক মোটর বাইক কবে আসছে?

২০০ মেগাপিক্সেলের জাদু নিয়ে ২ ডিসেম্বর আসছে স্মার্টফোনের নতুন রাজা Vivo X300 Pro

বাজার মাতাতে এল Samsung Galaxy Tab A11+, চমকপ্রদ ফিচার আর 7 বছরের সফটওয়্যার আপডেট

SBI-তে অ্যাকাউন্ট রয়েছে? সাবধান হোন, বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা

Grand Vitara-য় বড় ধরণের ত্রুটি, ৩৯,০০০-এরও বেশি গাড়ি ফিরিয়ে নিল মারুতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ