এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাঘ বাড়ছে সুন্দরবনে, বাড়ছে হামলায় মানুষের মৃত্যুর ঘটনাও

নিজস্ব প্রতিনিধি: সোঁদরবনের কালো হলুদ ডোরাকাটাদের দেখে মুগ্ধ হয়ে লর্ড ক্যানিং তাদের নাম রেখেছিলেন রয়্যাল বেঙ্গল টাইগার(Royal Bengal Tiger)। সেই রয়্যাল বেঙ্গলরা এখন ক্রমশই সংখ্যায় বাড়ছে সোঁদরবন বা সুন্দরবনের(Sundarban) বুকে। তাদের এই সংখ্যাবৃদ্ধি যেমন সুন্দরবনের পক্ষে মঙ্গল তেমনি কিছুটা হলেও বিপদ বাড়ছে সেখানে মীন ধরতে যাওয়া মৎস্যজীবীদেরও(Fishermen)। কেননা খাদ্যের অভাবে ডোরাকাটারা তাঁদের ওপর চড়াও হচ্ছে। বাড়ছে বাঘের হামলায় মৎস্যজীবীদের মৃত্যুর ঘটনাও। গোটা দেশে ব্যাঘ্র শুমারির চূড়ান্ত রিপোর্ট এখনও প্রকাশ করেনি কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government)। তবে রাজ্য বনদফতরের আধিকারিকদের আশা, এবারের সুমারিতে সুন্দরবনের বাঘ বাড়তে পারে খুব কম করেও ২৭টি। ২০১৮ সালে শেষ ব্যাঘ্র সুমারি রিপোর্টে সুন্দরবনে বাঘের সংখ্যা জানানো হয়েছিল ৯৬। সেক্ষেত্রে এবারে সুন্দরবনের বাঘের সংখ্যা সেঞ্চুরি অতিক্রম করে যাবে বলে একপ্রকার নিশ্চিত বনদফতরের(Forest Department) আধিকারিকেরা। ঘটনাচক্রে এদিনই আবার সামনে এসেছ বাঘের হামলায় এক মৎস্যজীবীর মৃত্যুর ঘটনা।

আরও পড়ুন মমতার সরকারের নয়া মাইলফলক ‘স্বজল গ্রাম’, কটাক্ষ বিজেপির

বাঘ গণনা প্রক্রিয়ায় যেসব তথ্য পাওয়া গিয়েছে তা নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে রাজ্য বনদফতর থেকে। দেশের বিভিন্ন রাজ্য থেকে পাওয়া রিপোর্টগুলি বিশ্লেষণ করে কেন্দ্রীয় সরকার গোটা দেশের বাঘের সংখ্যা ঘোষণা করে। বিভিন্ন রাজ্য থেকে যে তথ্য সংগৃহীত হয় তা বিশ্লেষণ করে চূড়ান্ত রিপোর্ট তৈরি করে উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত কেন্দ্রীয় সরকারি ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া। সুন্দরবনের বাঘ গণনা সম্পর্কিত সব তথ্য মাস চারেক আগে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। গণনার জন্য জঙ্গলে বসানো ক্যামেরার ছবিও সংগ্রহ করা হয়। চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে সেসব সংগৃহীত তথ্য বিশ্লেষণ করেই।

আরও পড়ুন স্টেম সেল থেরাপিতে মধ্য বয়স্ক ব্যক্তির পা বাঁচিয়ে নজীর কলকাতায়

গণনার রিপোর্ট এখনও সরকারিভাবে প্রকাশ করা না-হলেও সুন্দরবনে বাঘের সংখ্যা যে আগের তুলনায় বেড়েছে তার ইঙ্গিত ইতিমধ্যেই পেয়েছেন রাজ্য বনদফতরের আধিকারিকেরা। কেননা পর্যটকদের সুন্দরবনের বাঘ দেখার ভাগ্য আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। এখন এমন অনেক জায়গায় বাঘের দেখা মিলছে যেখানে আগে দেখা পাওয়া যেত না। সেই থেকেই আধিকারিকদের এই অনুমান। আর তার জেরে সুন্দরবনের আরও কিছু এলাকাকে মূল অভয়ারণ্যের ‘কোর জোনের’ আওতায় আনার প্রস্তাব দিয়েছে রাজ্য বনদফতর। রাজ্য সরকারের অনুমোদনের পর বিষয়টি কেন্দ্রের কাছে যাবে। তারপর কোর জোনের এলাকা বাড়বে। কোর জোন ঘোষিত হলে সেখানে পর্যটক, মৎস্যজীবীসহ অন্যদের প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে। তবে বাঘ বাড়ার জেরে বিপদ বাড়ছে সুন্দরবনে যাওয়া মৎস্যজীবীদের পাশাপাশি সুন্দরবন লাগোয়া গ্রামীণ এলাকার মানুষদেরও।

আরও পড়ুন বাংলায় ব্রাত্য, বীরভূমে স্বাগত, নজরে আয়ুষ্মান ভারত

শনিবারই সামনে এসেছে সুন্দরবনের বুকে বাঘের হামলায় এক মৎস্যজীবীর মৃত্যুর ঘটনা। গত সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা ব্ল;কের কাঁটামারি গ্রাম থেকে ৬জন মৎস্যজীবীর একটি দল দুইটি ডিঙি নৌকায় করে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয়। গভীর জঙ্গলে এই ক’দিন ধরে কাঁকড়া ধরে তাঁরা এদিন ভোরেই বাড়ি ফেরার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু তার আগেই ঘটে যায় অঘটন। গতকাল রাতে তাঁরা বিদ্যা নদীর চরের খালের কাছে ডিঙি ভিড়িয়েছিলেন। এদিন ভোরের আলো ফুটতে তাঁরা যখন চা বানাচ্ছিলেন সেই সময়েই অতর্কিতে তাঁদের ওপর আক্রমণ করে একটি বাঘ। নৌকায় লাফ দিয়েই সে দিলীপ সর্দার নামে এক মৎস্যজীবীর ঘাড়ে কামড় বসায়। মুহূর্তে তাঁকে টেনে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায় বাঘটি। সঙ্গে সঙ্গে লাঠিসোটা ও বৈঠা নিয়ে জঙ্গলের ভিতরে বাঘটিকে তাড়া করেন বাকি মৎস্যজীবীরা। কিছুটা গিয়ে দিলীপ সর্দারের মৃতদেহ উদ্ধার করেন তাঁরা।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দাদা ইউসুফের নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভাই ইরফান

সন্দেশখালিকাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

‘পরিসংখ্যানের লড়াই হোক, শ্বেতপত্র প্রকাশ করুন’, মোদিকে চ্যালেঞ্জ অভিষেকের

সন্দেশখালিকাণ্ডে রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘সন্দেশখালির বেলুন আলপিন ফুটেছে, চক্রান্ত এখন জনসমক্ষে’, বিজেপিকে নিশানা অভিষেকের

প্রচারের শেষলগ্নে চণ্ডীপাঠের মন্ত্র বিকৃত করার অভিযোগে বিদ্ধ অসীম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর