এই মুহূর্তে




তিস্তা সেতুর ওপর ভয়াবহ সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু ৩ জনের, বাইক থেকে ছিটকে নদীতে পড়ল দেহ

নিজস্ব প্রতিনিধিঃ তিস্তা সেতুর উপর মর্মান্তিক দুর্ঘটনা! বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু তিনজনের। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। কিন্তু ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না আরেক বাইক আরোহীর। দুর্ঘটনার আট ঘন্টা পর তিস্তা নদী থেকে উদ্ধার হয় নিখোঁজ আরোহীর দেহ। অর্থাৎ দুর্ঘটনার পর তিস্তা নদীতে ছিটকে পড়ে দেহ। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৪ নভেম্বর) জলপাইগুড়ির তিস্তা সেতুর উপরে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তবে কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা জানার চেষ্টা করছেন পুলিশ। তবে প্রাথমিক অনুমান, বাইকটি দ্রুত গতিতে ছিল, আচমকাই মুখের সামনে পিকআপভ্যান চলে আসায়, নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

সূত্রের খবর, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ জলপাইগুড়ির বালাপাড়া সংলগ্ন তিস্তা সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার একদিক থেকে বাইকে চেপে তিনজন গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন, অন্যদিক থেকে ধেয়ে আসে একটি পিক আপভ্যান। তখনই দুটি গাড়ি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। তবে সবথেকে ক্ষতিগ্রস্ত হয় বাইকটি, পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে পড়ে, এবং বাইক থেকে ছিটকে পড়ে তিনজন। কিন্তু ঘটনাস্থলে চালক আর এক আরোহীর মৃত্যু হল, বাকি আরোহী তিস্তা ব্রিজ থেকে ছিটকে পড়ে যায়।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুজনকে দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঘটনার পর থেকেই বাকি বাইক আরোহীর খোঁজ মিলছিল না। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অবশেষে শনিবার সকালে তিস্তা সেতুর নিচে নদী থেকে উদ্ধার করা হয় ওই আরোহী কে। প্রায় আট ঘন্টা পর উদ্ধার হয়েছে তাঁর দেহ। তাঁর নাম বাপ্পা বর্মন, তিনি জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্ত নগরের বাসিন্দা ছিলেন। তবে অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের দাবি, দুই গাড়ির মধ্যে অভিঘাত এতটাই বেশি ছিল যে, দুর্ঘটনার পরেই একেবারে ব্রিজের উপর থেকে ছিটকে পড়ে যায় বাপ্পার দেহ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পেলেন ২০,৫০০ চাকরিপ্রার্থী

মাটি বোঝাই ডাম্পারে NKDA স্টিকার লাগিয়ে শীত পড়তেই রমরমিয়ে চলছে পুকুর ভরাট

হাওড়া কর্পোরেশনে দুর্নীতি অভিযোগ, ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

গাছের গুঁড়িতে বা বারান্দার ধুলোয় বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা

মদ ও জোয়ার ঠেক বন্ধ করার দাবিতে বালুরঘাটে প্রশাসনের দ্বারস্থ গ্রামের প্রমিলা বাহিনী

শীতের কলকাতাকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ