এই মুহূর্তে




লিলুয়াতে বাড়ি বাড়ি গিয়ে নয়, গাছের ছায়ায় টেবিল চেয়ার পেতে ফর্ম বিলি করছেন BLO

নিজস্ব প্রতিনিধি,লিলুয়া: নির্বাচন কমিশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে BLOকে রাস্তার মাঝে গাছের ছায়ার মধ্যে টেবিল চেয়ার নিয়ে ফর্ম বিলি করতে দেখা গেল। আর সেই ছবি উঠে এল শনিবার দুপুরে সংবাদ মাধ্যমের ক্যামেরাতে। আর এই নিয়ে বিরোধ করলেন বিরোধী নেতা BJP র উমেশ রায়। এক মাসে যদি এস আই আর এর কাজ সঠিকভাবে না হয় তাহলে দরকার পড়লে দুমাস চলবে। ছমাস চলবে ।কিন্তু এই সময় চলে যাবার পর রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে যাবে। বলে দাবি করেছেন বিজেপি নেতা উমেশ রায়। বালি বিধানসভার লিলুয়া (Lilua)মিরপাড়া অঞ্চলে দেখা গেল রাস্তার মাঝখানে গাছের ছায়ায় টেবিল চেয়ার নিয়ে BLO ও রাজ্যের TMC র BLA সহ বাকি সদস্যরা ঘিরে রেখেছে এলাকাকে এবং সাধারণ মানুষকে ওই টেবিল চেয়ারে বসে থাকা BLO র কাছে গিয়ে SIR এর ফর্ম গ্রহণ করতে হচ্ছে এবং রেজিষ্টারে ফর্ম গ্রহণের পর নিজের স্বাক্ষর দিতে হচ্ছে। এই দৃশ্য সংবাদ মাধ্যমের ক্যামেরাতে ফুটে উঠেছিল। এই নিয়ে যখন BLOকে প্রশ্ন করা হয় তিনি তার উত্তর না দিয়ে প্রাথমিকভাবে তার ঊর্ধ্বতন অফিসারকে ফোন করে আগে জিজ্ঞেস করেন যে কি উত্তর দেবেন।

তার উত্তর অনুযায়ী এক্ষুনি এই টেবিল চেয়ার থেকে উঠে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন অফিসার। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে BLO রীতিমতো তোতলা ছিলেন।ঠিকভাবে উত্তর দিতে পারছিলেন না। তবে শেষমেষ তিনি বললেন যে এই নির্দেশ ঊর্ধ্বতন অফিসারই দিয়েছিলেন তাকে। কিন্তু আমরা গিয়ে পৌঁছতে এই কাজ এখানেই বন্ধ করে বাড়ি বাড়ি ফ্রম বিলি করার কাজ আবার শুরু করছেন তিনি। BLA প্রাথমিকভাবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর চড়াও হবার চেষ্টা করলেও যেহেতু সাংবাদিকদের প্রশ্নে নাজেহাল হয়ে সঙ্গে সঙ্গে সেই জায়গা ছেড়ে তাদেরকে বাড়ি বাড়ি ফর্ম বিল করতে যেতে হয়। তারা নানা অজুহাত দেখানোর চেষ্টাও করেন। একজন সমর্থক নিজেকে সাধারণ মানুষ বলে ক্যামেরার সামনে বলেন যে আমি এখন অন্য জায়গায় থাকি তাই আমরা কোথায় গিয়ে BLO কে পাবো তাই তিনি এখানে বসে আছেন। আমরা তার কাছে এসে SIR এর ফর্ম গ্রহণ করছি।

এমতো অবস্থায় বিজেপি নেতা উমেশ রায় বলেন, হাওড়া জেলাতে SIR এর যে নির্দিষ্ট নিয়ম রয়েছে তা ERO ও RO যাতে লন্ডভন্ড হয়ে যায় তার সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়ে রেখেছেন বলে অভিযোগ করেছেন। তিনি আরো বলেন বিশ্বস্ত ভাবে খবর পেয়েছেন যে গত 13 ই নভেম্বর বিকেল চারটের মধ্যে সমস্ত ফর্ম বিলি করে দিতে হবে এবং ECI নেটে যে লোক মারা গেছেন ও যারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন তাদের সব খবর আপলোড করে দিতে হবে। তিনি আরো অভিযোগ করেছেন হাওড়া প্রশাসন ইলেকশন কমিশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডিএম অফিস এখন TMC র পার্টি অফিস হয়ে গেছে। আর ভোটের আগেই সাইন্টিফিক রিগিং এর কাজ DM ও RO র সাহায্যে হাওড়া জেলাতে এখন থেকেই শুরু হয়ে গেছে তিনি মনে করছেন। এপ্রিল মাসে ভোট নয়, এখনই হাওড়াতে ভোটের দামামা বেজে গেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পেলেন ২০,৫০০ চাকরিপ্রার্থী

মাটি বোঝাই ডাম্পারে NKDA স্টিকার লাগিয়ে শীত পড়তেই রমরমিয়ে চলছে পুকুর ভরাট

হাওড়া কর্পোরেশনে দুর্নীতি অভিযোগ, ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

গাছের গুঁড়িতে বা বারান্দার ধুলোয় বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা

মদ ও জোয়ার ঠেক বন্ধ করার দাবিতে বালুরঘাটে প্রশাসনের দ্বারস্থ গ্রামের প্রমিলা বাহিনী

শীতের কলকাতাকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ