এই মুহূর্তে




ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকেই ফর্ম বিলি করছেন বিএলও

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: ফের বি এল ও’র বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ। ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকেই ফর্ম বিলি করছেন বিএলও। যার ফলে অনেকেই এখনও এস আই আর এর ফর্ম পাননি। তাই ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি মালদার চাঁচলের (Chachal)মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুরে। কমিশনে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির।মালদার মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামের ২০৮ নং বুথের বিএলও(BLO) জাফর ইকবাল।

তার বিরুদ্ধে গাফিলতি এবং দায়িত্ব হীনতার অভিযোগ তুলেছেন গ্রামবাসী। গ্রামবাসীদের অভিযোগ এসআইআর শুরু হওয়ার পর থেকে BLO বাড়ি বাড়ি যাচ্ছেন না। ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকে ফর্ম দিচ্ছেন, অধিকাংশ গ্রামবাসী এখনো সেই ফর্ম হাতে পায়নি। যার কারনে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা। BLO র বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতা ও গাফিলতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিএলআর অপসরণের দাবি জানালেন তারা।যদিও নিজের বিরুদ্ধে ওঠার সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত বি এল ও।

তিনি বলেন, এটা গ্রাম্য বিবাদ। আমাকে বদনাম করার চেষ্টা।গ্রামবাসীদের অভিযোগ কোন বাড়ি বাড়ি যাচ্ছেন না বিএল ও জাফর ইকবাল। তিনি কখনো জেরক্সের দোকানে বসে কখনো বা কম্পিউটারের দোকানে বসে ফর্ম বিলি করছেন। এদিকে দিল্লি থেকে আসা এক ব্যক্তি জানান তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। হাতে সময় নেই। ফর্ম হাতে না পেলে,পূরণ না করলে কবে জমা দেবেন তারা। অনেক ভোটারের অভিযোগ বি এল ওকে ফোন করলে তিনি ফোনে কোন উত্তর দিচ্ছেন না। ফোন ধরছেন না। বাধ্য হয়ে সকল গ্রামবাসীরা জড়ো হয়ে ওই বিয়ে লোকে অবিলম্বে বদলি করতে হবে এই দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পেলেন ২০,৫০০ চাকরিপ্রার্থী

মাটি বোঝাই ডাম্পারে NKDA স্টিকার লাগিয়ে শীত পড়তেই রমরমিয়ে চলছে পুকুর ভরাট

হাওড়া কর্পোরেশনে দুর্নীতি অভিযোগ, ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

গাছের গুঁড়িতে বা বারান্দার ধুলোয় বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা

মদ ও জোয়ার ঠেক বন্ধ করার দাবিতে বালুরঘাটে প্রশাসনের দ্বারস্থ গ্রামের প্রমিলা বাহিনী

শীতের কলকাতাকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ