এই মুহূর্তে




‘মারাত্মক চাপ দিচ্ছে’, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ BLO-দের

নিজস্ব প্রতিনিধি : অনবরত চাপ দেওয়া হচ্ছে কাজ করার জন্য। অতিরিক্ত কাজের চাপে সমস্যায় পড়ছেন বিএলও-রা। অতিরিক্ত চাপ দেওয়ার অভিযোগ তুলে শনিবার শিলিগুড়ি থেকে হাওড়ায় বিক্ষোভ দেখিয়েছেন বিএলওরা। ক্রমশ অভিযোগের পারদ চড়ছে। কম সময়ের মধ্যে একাধিক কাজের টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে বিএলওদের। ফর্ম বিলি করা থেকে শুরু করে ফর্ম ফিল আপ, প্রশিক্ষণ, অনলাইনে ডেটা এন্ট্রি সব কাজেই একা হাতে করতে হচ্ছে তাঁদের। এরপরেই ক্ষোভে ফেটে পড়েছেন বিএলওরা।

স্কুল করে সারাদিন এই কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানাচ্ছেন বিএলওরা। শনিবার শিলিগুড়িতে ডেটা আপলোড প্রশিক্ষণ শিবিরে বিক্ষোভ দেখিয়েছেন বিএলওদের একাংশ। শুধু শিলিগুড়িতেই নয়, হাওড়া টিকিয়াপাড়া, নদিয়ার আড়ংঘাটা, কান্দীতে বিক্ষোভ দেখানো হয়েছে। তাঁদের অভিযোগ, একসঙ্গে এত চাপ দিলে কাজের ভুল হয়ে যাবে। কিন্তু তার দায় কে নেবে? শিলিগুড়ি বিধানসভা এলাকায় বিএলওদের একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখানেই নির্বাচন কমিশনের আধিকারিকরা শেখাচ্ছিলেন, কিভাবে নথি ডিজিটাইজ করতে হবে। সেই সময় ক্ষোভে ফেটে পড়েন বিএলওদের একাংশ। সভা বয়কট করে বাইরে বেরিয়ে যান অনেকেই। পরে সকলেই বিক্ষোভে শামিল হন।

তাদের অভিযোগ, প্রথমে বলা হয়েছিল বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিতে হবে। এখন বলা হচ্ছে, অনলাইনে ডিজিটাল ফর্ম ফিলআপ করে দিতে হবে। বিএলওদের কাছে এত সময়ে নেই। এই কাজের জন্য আলাদা করে ছুটির ব্যবস্থা পর্যন্ত করা হয়নি। তাহলে এইভাবে চাপ দেওয়ার কোনও অর্থই হয় না। তাদের অভিযোগ, একটা ফর্ম ডিজিটাইজ করতে ১৫ মিনিট সময় লাগে। তাহলে সারাদিনে কত সময় লাগবে। সমস্ত দায়িত্ব বিএলওদের উপর দিলে ভুল হলে তার দায়িত্ব কে নেবে? একাধিক প্রশ্ন উঠলেও তার উত্তর নেই। ১০-১২ দিন ধরে ফর্ম বিলির কাজ চলেছে। এবার বাড়িতে বাড়িতে ঘুরে ফর্ম সংগ্রহ করতে হবে। তারপরে আবার রয়েছে ডেটাএন্ট্রির কাজ। সব কাজ এত তাড়াতাড়ি করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। এটা অমানবিক অত্যাচার ছাড়া আর কিছুই নয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পেলেন ২০,৫০০ চাকরিপ্রার্থী

মাটি বোঝাই ডাম্পারে NKDA স্টিকার লাগিয়ে শীত পড়তেই রমরমিয়ে চলছে পুকুর ভরাট

হাওড়া কর্পোরেশনে দুর্নীতি অভিযোগ, ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

গাছের গুঁড়িতে বা বারান্দার ধুলোয় বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা

মদ ও জোয়ার ঠেক বন্ধ করার দাবিতে বালুরঘাটে প্রশাসনের দ্বারস্থ গ্রামের প্রমিলা বাহিনী

শীতের কলকাতাকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ