এই মুহূর্তে




নিজের হাতের রান্না প্রিয়াঙ্কা গান্ধিকে খাওয়ালেন নীতিন গড়কড়ি, চেখে কি বললেন সোনিয়া তনয়া?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপির যে কয়জন হাতেগোনা নেতার সঙ্গে বিরোধী নেতাদের সুসম্পর্ক রয়েছে তাদের মধ্যে অন্যতম নীতিন গড়কড়ি। সংসদের ভিতরে হোক কিংবা বাইরে-গান্ধি পরিবারকে লক্ষ্য করে অশালীন আক্রমণ করতে কখনও দেখা যায়নি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাঁর বেনজির রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল সংসদ ভবন। নিজের হাতে রান্না করা খাবার চাখতে দিলেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি। আর সেই খাবার চেখে ‘রাঁধুনি’ গড়কড়ির প্রশংসাও করলেন সোনিয়া তনয়া।

নিজের সংসদীয় কেন্দ্র ওয়ানাড সহ কেরলের ছয়টি সড়ক প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আর্জি নিয়ে এদিন সংসদ ভবনেই কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন আর এক কংগ্রেস সাংসদ দীপেন্দ্র হুডা। ওয়ানাডের সাংসদের হাত থেকে নথিপত্র নিয়ে তাতে চোখ বুলিয়ে গড়কড়ি জানান, যে সমস্ত প্রকল্পের কথা বলা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি কেরলের সিপিএম সরকারের অধীনস্ত। ফলে সেখানে কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের কিছু করার নেই। বাকি প্রকল্পগুলির কাজ যাতে দ্রুত শেষ হয়, সেদিকে নিশ্চিত নজর দেওয়া হবে।

এর পরেই গড়কড়ি ওয়ানাডের সাংসদের উদ্দেশে বলেন, ‘আপনার দাদা ও লোকসভার মাননীয় বিরোধী দলনেতা রাহুল গান্ধিও সম্প্রতি তাঁর নির্বাচনী কেন্দ্রের বেশ কয়েকটি সড়ক প্রকল্প নিয়ে আমার সঙ্গে দেখা করেছিলেন। দাদার কাজ করে দিয়েছি। যদি বোনের কাজ না করি, তাহলে তো বলবেন, কাজ করল না।’ ওই কথা শুনে হেসে ফেলেন প্রিয়াঙ্কা-সহ কক্ষে হাজির অন্যান্যরা।

এর পরেই সোনিয়া তনয়ার উদ্দেশে গড়কড়ি বলেন, ‘ইউটিউব দেখে আমি বেশ কিছু রান্না শিখেছি। আজও কিছু রান্না করে এনেছি। আমি চাই আপনি তা একটু চেখে দেখুন। বলুন, কেমন রাঁধুনি।’ ওই কথা শুনে ছোট্ট শিশুর মতো খিলখিলিয়ে হেসে উঠে প্রিয়াঙ্কা বলেন, ‘অবশ্যই চেখে দেখব’। এর পরেই একটি প্লেটে সিদ্ধ সাদা ভাত ও চাটনি তুলে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে দেন গড়কড়ি। সেই খাবার চেখে দেখে কেন্দ্রীয় মন্ত্রীর রান্নার প্রশংসাও করেন সোনিয়া তনয়া।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর ‘‌চায়ে পে চর্চা’‌, কী নিয়ে আলোচনা হল?‌

স্বস্তিতে মহুয়া, ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় লোকপালের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

দুই পরিবারের বিবাদে খুন ব্যক্তি, শরীরে মিলল ৬৯টি গুলি, সুপারি কিলার দিয়ে হত্যাকাণ্ডের অভিযোগ

‘‌ইন্ডিয়া তেরা বাপ হ্যায়!‌’‌, দুবাইতে উত্তপ্ত বাদানুবাদে জড়ালেন ভারতীয় বক্সার নীরজ গোয়াট

সোয়েটার–টুপি পরে শীতের রাতে ধর্নায় তৃণমূল সাংসদরা, মনরেগায় মহাত্মার নাম মোছার প্রতিবাদ

একডজন লিভ–ইন সম্পর্কে থাকা প্রাপ্তবয়স্কদের সুরক্ষা দিতে নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ