এই মুহূর্তে




‘বউ ফিরিয়ে..’, স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে শাশুড়ির পা ধরে কান্নাকাটি জামাই বাবাজীবনের, রইল ভিডিও  

নিজস্ব প্রতিনিধি, আলিগড়: দাম্পত্য কলহের জেরে গোঁসা করে স্বামী ও ছোট তিন সন্তানকে শ্বশুরবাড়িতে ফেলে রেখে বাপের বাড়ি ফিরে গিয়েছেন স্ত্রী। শুধু তাই নয়, স্বামীকে সবক শেখাতে পুলিশের কাছে গার্হস্থ্য হিংসারও অভিযোগ দায়ের করেছেন। আর ওই খবর জানতে পেরে বিপদের গন্ধ পেয়েই ‘পরিত্রাণ’ পেতে শাশুড়ির দ্বারস্থ হলেন স্বামী। পায়ে পড়ে কাকুতি-মিনতি করতে লাগলেন, ‘বউকে ফিরিয়ে দিন মা। আমি ওকে ছাড়া বাঁচব না।’ বেচারি শাশুড়ি বহু চেষ্টা করেও জামাইকে নিরস্ত করতে পারলেন না। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে জামাই বাবাজীবনের কীর্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয় বছর আগে গোন্ডার বাসিন্দা এক তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল মথুরার রায়ার বাসিন্দা এক যুবকের। ভালই কাটছিল দুজনের দাম্পত্য জীবন। সুখেই ঘর-সংসার করছিলেন। তিন-তিনটি ছোট সন্তানও রয়েছে। তবে ইদানিং সুখের সংসারে চিড় ধরেছিল। ফলে রাগ করে বাপের বাড়ি চলে যান স্ত্রী। পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) কাউন্সিলিংয়ের জন্য স্ত্রীকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। মাকে সঙ্গে নিয়ে আলিগড় পুলিশ লাইনসে পৌঁছে যান অভিযোগকারিণী। আর ওই কবর জানতে পেরেই হাজির হন জামাই বাবাজী।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ লাইনস থেকে বের হওয়ার সময়েই শাশুড়ির পায়ে পড়ার চেষ্টা চালাচ্ছেন যুবক। এক পর্যায়ে দু’ পা ঝাপটে ধরে বলতে থাকেন, ‘মেয়েকে বলুন আমার বাড়িতে ফিরতে।’ অপ্রস্তুত অবস্থায় পড়া শাশুড়ি জামাইয়ের হাত থেকে নিস্তার পেতে চেষ্টা করতে থাকেন। কিন্তু নাছোড়বান্দা জামাই পা ছাড়তে মোটেও রাজি নন। শেষ পর্যন্ত পুলিশ কর্মীরা পরিত্রাতা হয়ে আবির্ভূত হয়ে নাছোড়বান্দা জামাইকে সরিয়ে দেয়। অভিযুক্ত যুবকের দাবি, শ্বশুরবাড়ির লোকজনই তাঁর স্ত্রীকে ভড়কেছেন। মিথ্যা অভিযোগ দায়ের করতে প্ররোচিত করেছেন।

দেখে নিন ভিডিও-

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর ‘‌চায়ে পে চর্চা’‌, কী নিয়ে আলোচনা হল?‌

স্বস্তিতে মহুয়া, ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় লোকপালের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

দুই পরিবারের বিবাদে খুন ব্যক্তি, শরীরে মিলল ৬৯টি গুলি, সুপারি কিলার দিয়ে হত্যাকাণ্ডের অভিযোগ

‘‌ইন্ডিয়া তেরা বাপ হ্যায়!‌’‌, দুবাইতে উত্তপ্ত বাদানুবাদে জড়ালেন ভারতীয় বক্সার নীরজ গোয়াট

সোয়েটার–টুপি পরে শীতের রাতে ধর্নায় তৃণমূল সাংসদরা, মনরেগায় মহাত্মার নাম মোছার প্রতিবাদ

একডজন লিভ–ইন সম্পর্কে থাকা প্রাপ্তবয়স্কদের সুরক্ষা দিতে নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ