এই মুহূর্তে




ওড়িশা থেকে কলকাতা আসার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২

নিজস্ব প্রতিনিধি: ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কলকাতাগামী বাস। বাসটি ওড়িশা থেকে কলকাতার বাবুঘাটের দিকে আসছিল। জলেশ্বর থানার অন্তর্গত লক্ষণনাথ টোলগেটের সামনে ওই বেসরকারি যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসের অন্তত ৯ জন যাত্রী গুরুতর আহত হন। মৃত্যু হয়েছে বাসের খালাসী ও চালকের। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার মধ্যরাতে বাসটি ওড়িশা থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে ফিরছিল। তারপর লক্ষণনাথ টোলগেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে আচমকা ধাক্কা মারে। বাসটি এতটাই দ্রুত গতিতে আসছিল যে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের দিকের অংশ। ঘটনাস্থলে মৃত্যু হয় খালাসী ও চালকের। বাসে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন। এর মধ্যে গুরুতর আহত হন ৯ জন যাত্রী। জানা গিয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বাস চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। সেই জন্য বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। তার জন্যই ঘটে যায় দুর্ঘটনা। আরও একটি বিষয় জানা যাচ্ছে। চলতে চলতে আচমকা খারাপ হয়ে যায় ধান বোঝাই করে নিয়ে যাওয়া লরিটি। সেটি রাস্তার মাঝেই আটকে যায়। ঢেঙ্কানল নৃসিংহপুর থেকে কলকাতার দিকে ছুটে যাচ্ছিল ডলফিন নামে একটি যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয় সেটি।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান পুলিশ ও স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকার্য। প্রথমে সামনের অংশ থেকে বাসের খালাসী ও চালকের নিথর দেহ উদ্ধার করা হয়। তারপর একে একে আহত যাত্রীদের দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে নামিয়ে জলেশ্বর জি কে ভট্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় বালেশ্বর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। নিহত চালকের নাম আবদুল রহিম, খালাসী নৃসিংহ কুদুয়া।

এই দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশ মিলে যানজট মুক্ত করে সড়ককে। দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটি বাজেয়াপ্ত করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

ছেলের মৃত্যু হলেই মিলবে ১ কোটি, অবৈধ সম্পর্ক টেকাতে পুত্রঘাতী মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ