এই মুহূর্তে




যৌন নির্যাতনের পর মহিলাকে বাড়িতে নামিয়ে দিল বাইক চালক, চেন্নাইয়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি: চেন্নাইয়ের মত শহরে মহিলাদের নিরাপত্তা কোথায়? সাম্প্রতিক এক ঘটনায় এই প্রশ্ন উঠেছে। চেন্নাইয়ে বাইক ট্যাক্সি চালক হিসেবে কর্মরত এক ব্যক্তির বিরুদ্ধে উঠেছে ২২ বছরের এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ। মহিলার করা অভিযোগের পরেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিবকুমার নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার আদালতে হাজির করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। শিবকুমারের মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তকারীরা জানয়েছেন, সোমবার গভীর রাতে চেন্নাইয়ের পাক্কিকরানাইতে বন্ধুর সঙ্গে দেখা করার জন্য নির্যাতিত মহিলা একটি বাইক ট্যাক্সি বুক করেছিলেন। মহিলা গন্তব্যস্থলে যাওয়ার পর বাইক ট্যাক্সি ড্রাইভার শিবকুমারকে অপেক্ষা করতে বলেছিলেন, জানিয়েছিলেন কাজ হয়ে গেলে তাঁর সঙ্গেই তিনি বাড়ি ফিরে যাবেন। তবে মঙ্গলবার সকালে শিবকুমার মহিলাকে বাড়ি নামানোর সময়, নির্জন পথ বেছে নিয়ে হুমকি দেন এবং যৌন নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। এই সমস্ত ঘটনা ঘটানোর পরে গাড়ির চালক মহিলাকে তার বাড়িতে নামিয়ে দেন। বাড়ি ফিরেই মহিলা ঘটনাটি তাঁর স্বামীকে জানান। তারপর মহিলার অভিযোগের ভিত্তিতে, পুলিশ তদন্ত শুরু করে ও অভিযুক্তকে গ্রেফতার করে।

ঘটনা প্রসঙ্গে পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “টি ৫ ভানাগ্রাম পুলিশ অভিযোগের তদন্ত করে এবং এটি সত্য বলে প্রমাণিত হয়। একটি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তকে শিবকুমার হিসেবে শনাক্ত করা হয়।” এই ঘটনার পরেই তামিলনাড়ুর সরকার বিরোধীরা শহরে মহিলাদের নিরাপত্তা এবং যৌন অপরাধের বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও রাজ্য পুলিশ এবং ক্ষমতাসীন ডিএমকে অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে, এই সমস্ত ঘটনার কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাম্প্রতিক মামলাগুলির দ্রুত বিচার করার কাজ চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

ছেলের মৃত্যু হলেই মিলবে ১ কোটি, অবৈধ সম্পর্ক টেকাতে পুত্রঘাতী মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ