এই মুহূর্তে




ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

নিজস্ব প্রতিনিধি: আবারও কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায়। যেখানে আয়ুর্বেদিক কাশির সিরাপ খাওয়ার পর একজন ছয় মাস বয়সী শিশু কন্যার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যে খবরটি আবারও নাড়িয়ে দিল রাজ্যের প্রশাসনকে। শুক্রবার (৩১ অক্টোবর) খবরটি নিশ্চিত করেছেন পুলিশ কর্তৃপক্ষ। বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, চলতি সপ্তাহে জ্বরের কারণে সর্দি-কাশি উপসর্গ দেখা দিয়েছিল রোহি মিনোত নামের ওই শিশুটির। এরপর শিশুটির পরিবার কোন ডাক্তারের পরামর্শ না নিয়েই স্থানীয় একটি মেডিকেল স্টোর থেকে ঘাতক আয়ুর্বেদিক কাশির সিরাপটি কিনে শিশুটিকে খাইয়ে দেন। এর চার দিন পর শিশুটির অবস্থার অবনতি হয়। তখনই টনক নড়ে শিশুটির পরিবারের। এরপর তাঁরা তাঁকে দ্রুত সিভিল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসার সময় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎস কেরা। পরিবারের সদস্যরা অভিযোগ করেন যে, লোকাল দোকান থেকে ওই কাশির সিরাপটি খাওয়ানোর পর থেকেই শিশুটির অবস্থার অবনতি হয়।

হাসপাতালের কর্মীরাও শিশুটিকে চিকিৎসা দিতে অবহেলা করেছেন। তার ফলেই ছয় মাস বয়সী তাদের সন্তানকে হারাতে হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে, প্রশাসন এখন ঘটনাটি তদন্তের জন্য ড্রাগ ইন্সপেক্টর, ব্লক মেডিকেল অফিসার এবং অন্য একজন কর্মকর্তার সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে। বর্তমানে শিশুটির ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এর ফলাফলের ভিত্তিতে আরও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আর যে মেডিকেল স্টোর থেকে সিরাপ কেনা হয়েছিল সেটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিল করে দেওয়া হয়েছে। সপ্তাহ কয়েক আগে মধ্যপ্রদেশের একই জেলায় বিষাক্ত কাশির সিরাপ খেয়ে ২৪ জন শিশুর মৃত্যু হয়েছিল, যাদের বেশিরভাগই ৫ বছরের কম বয়সী। এই সপ্তাহের শুরুতে, মধ্যপ্রদেশ পুলিশ ‘দূষিত’ কাশির সিরাপ কোল্ডরিফ সিরাপ প্রস্তুতকারক স্রেসান ফার্মার একজন মেডিকেল প্রতিনিধিকে গ্রেফতার করেছে।

তামিলনাড়ু সরকার দক্ষিণাঞ্চলীয় রাজ্যে অবস্থিত এই কোম্পানির উৎপাদন লাইসেন্স বাতিল করেছে। এছাড়াও এই মামলায় পুলিশ এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে রয়েছেন স্রেসান ফার্মার মালিক জি রঙ্গনাথন, ছিন্দওয়ারার চিকিৎসক প্রবীণ সোনি, রসায়নবিদ কে মহেশ্বরী, পাইকারি বিক্রেতা রাজেশ সোনি এবং মেডিকেল স্টোর ফার্মাসিস্ট সৌরভ জৈন।এই ঘটনার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভারতে উৎপাদিত তিনটি ‘নিম্নমানের’ কাশির সিরাপ – কোল্ডরিফ, রেসপিফ্রেশ টিআর এবং রিলাইফ – সম্পর্কে বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে। মৃত্যুর পর, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, পুদুচেরি, পশ্চিমবঙ্গ এবং দিল্লিতে কোল্ড্রিফ নিষিদ্ধ করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

ছেলের মৃত্যু হলেই মিলবে ১ কোটি, অবৈধ সম্পর্ক টেকাতে পুত্রঘাতী মা

১ কোটি সরকারি চাকরি, পাড়ায় পাড়ায় লাখপতি দিদি, ভোটের আগে ইস্তেহার প্রকাশে আরজেডিকে টেক্কা এনডিএ’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ