26ºc, Mist
Monday, 27th March, 2023 8:58 am
নিজস্ব প্রতিনিধি: গুলমার্গে স্কি করতে গিয়ে তুষারঝড়ে (Avalanche) প্রাণ হারালেন দুই বিদেশি পর্যটক। বুধবার জম্মু ও কাশ্মীরের গুলমার্গের বিখ্যাত স্কি রিসর্টে (Ski Resort) তুষারঝড়ের (Avalanche) কবলে পড়ে দুই পোলিশ নাগরিকের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বারামুলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলমার্গের বিখ্যাত রিসর্ট হাপাথখুদ আফারওয়াতে তুষার ধস নামে বুধবার। এর জেরে বরফের তলায় চাপা পড়েন বিদেশি পর্যটকরা। পরে তাঁদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা গেলেও মৃত্যু হয় পোল্যাণ্ডের দু’ই নাগরিকের (Polish nationals)। বারামুলা পুলিশের তরফে জানানো হয়েছে, গুলমার্গের তুষারপাতের ঘটনায় উদ্ধার অভিযানে নেমেছে বারামুলা পুলিশের দল এবং অন্যরা। ১৯ বিদেশী নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। দু জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে উদ্ধারকারী দুল। উদ্ধার হওয়া পোল্যাণ্ডের দুই নাগরিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য এর আগে গত ২৯ জানুয়ারি, লাদাখের (Ladakh) কারগিল (Kargil) জেলায় তুষারধসের নিচে পড়ে এক মহিলা ও এক কিশোরীর মৃত্যু হয়।
প্রসঙ্গত বুধবার শ্রীনগরে ব্যাপক তুষারপাত হয়। ঘরের চালে বরফের স্তূপ জমে ভেঙে পড়ে। বরফ চাপা পড়ে মৃত্যু হয় কাশ্মীরে কুপওয়ারা জেলার বাসিন্দা ৭২ বছর বয়সী রানি বেগম নামে এক বৃদ্ধার। গত শনিবার থেকে ভয়াবহ তুষারপাতের জেরে কাশ্মীরে ৭০টিরও বেশি ঘরের চাল ভেঙে গিয়েছে। তুষারপাতের ফলে শুধু ঘরের চাল ভেঙে যাওয়া নয়, আহত হয়েছেন অনেকেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাশ্মীরের বেশকিছু এলাকা এখনও বিদ্যুৎহীন।