28ºc, Haze
Friday, 24th March, 2023 8:29 pm
নিজস্ব প্রতিনিধি: দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) ইডি (ED) হেফাজতের মেয়াদ আরও ৫ দিন বাড়াল দিল্লির আদালত। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় শুক্রবার সিসোদিয়াকে আদালতে আরও এক সপ্তাহের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল ইডি। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক ৫ দিনের জন্য ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
শুক্রবার মণীশ সিসোদিয়াকে আদালতে তোলা হয়। এদিন শুনানি শুরু হলে আম আদমি পার্টির নেতা আদালতে বলেন, তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ‘প্রতিদিন মাত্র ৩০ মিনিট থেকে এক ঘন্টার জন্য’ জিজ্ঞাসাবাদ করেন। তাই তাঁকে আর জেলে রাখার দরকার নেই। সিবিআই এর হাতে গ্রেফতার হওয়ার পর গত ২৬ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন মণীশ সিসোদিয়া। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মণীশ সিসোদিয়ার আইনজীবী এদিন আদালতে আরও বলেন, সাত মাস ধরে মামলাটির তদন্ত করার পরে তারা যদি আরও হেফাজত চায়, তবে তাদের দেখাতে হবে তারা কী পেয়েছে।
আপ নেতার আইনজীবী এদিন আদালতে আরও বলেন, ‘আমি হেফাজতের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করছি কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআইয়ের তদন্ত চালাচ্ছে। ইডি কেবল অপরাধের প্রক্রিয়ার তদন্ত করতে পারে, অপরাধ নয়।’ এটি সিবিআইয়ের কাজ বলে আদালতে দাবি করেন তিনি। পাশাপাশি মণীশ সিসোদিয়ার ইডি হেফাজতের মেয়াদ বাড়ানোর প্রয়োজন নেই বলে দাবি করেন তিনি।