নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের কনভয় পিষে দিল দুই কৃষককে। ঘটনায় আহতও আর আট। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে উপমুখ্যমন্ত্রীর কনভয়ের তিনটি গাড়িতে কৃষকেরা আগুন লাগিয়ে দেয়। বিক্ষোভ-অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ।
দুর্ঘটনাটি ঘটে রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরি অঞ্চলে। জানা গিয়েছে, রবিবার সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। একই অনুষ্ঠানে থাকার কথা ছিল উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের । উপমুখ্যমন্ত্রীকে আনতে তাঁর কনভয় নিয়ে যাচ্ছিলেন ছেলে। ওই রাস্তাতেই কৃষকেরা আগে থেকেই ধর্না-বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল। সূত্রের খবর, উপমুখ্য়মন্ত্রীর কনভয় সেই বিক্ষোভ সমাবেশে ঢুকে পড়ে। কনভয়ের চাকায় পিষ্ট হন আন্দোলনরত দুই কৃষক। আর এই দুর্ঘটনা বিক্ষোভের আগুনে ঘি ঢালে।
বিক্ষোভরত কৃষকেরা কনভয়ের ওপর চড়াও হয়। পরপর তিনটি গাড়িতে তারা আগুন লাগিয়ে দেয়। প্রতিবাদ-বিক্ষোভ-অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে তাদের রীতিমতো বেগ পেতে হয়। কৃষকদের তরফ থেকে তাদের দুই আন্দোলনকারীর মৃত্য়ু হয়েছে বলে দাবি করা হলেও প্রশাসন এই খবর লেখা পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি।
সংযুক্ত কিষাণ মোর্চা টুইট করে জানিয়েছে, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সফরের প্রতিবাদে কৃষকেরা এদিন প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয়। উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের কনভয় ওই বিক্ষোভ সমাবেশে ঢুকে পড়ে। কনভয়ের চাকায় পিষ্ট হয়েছেন দুই কৃষক। আহত আরও আট।’
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি এখনও বেশ থমথমে।