33ºc, Clear
Saturday, 21st May, 2022 9:14 am
নিজস্ব প্রতিনিধি, লখনউ: শাসকদলের নির্দেশ মোতাবেক না চলায় বুধবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া হল উত্তরপ্রদেশ পুলিশের মহানির্দেশক (ডিজি) মুকুল গোয়েলকে। রাজ্য পুলিশের শীর্ষ পদ থেকে তাঁকে হঠিয়ে দিয়ে কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয়েছে। এদিন রাত পর্যন্ত অপসারিত ডিজির জায়গায় কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। রাজ্য পুলিশের শীর্ষ পদ থেকে মুকুল গোয়েলকে অপসারণ করার পিছনে যোগী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘কাজ করার বিষয়ে আগ্রহী ছিলেন না ডিজি এবং সরকারি নির্দেশ উপেক্ষা করছিলেন। সেই কারণেই অপসারিত করা হয়েছে।’ তবে বিদায়ী ডিজির ঘনিষ্ঠরা দাবি করেছেন, ‘বিজেপি নেতাদের কথামতো গেরুয়া শিবিরের দাসত্ব করতে রাজি হননি বলেই রাজ্য পুলিশের শীর্ষ পদ খোয়াতে হয়েছে মুকুল গোয়েলকে।’
আইআইটি থেকে ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করা মুকুল গোয়েল ১৯৮৭ সালে আইপিএস হিসেবে কর্মজীবন শুরু করেন। পুলিশ সুপার হিসেবে আলমোড়া, ঝালাউন, মৈনপুরী, হাথরস, গোরখপুর, বারাণসী, আজমগড়, মেরঠ ও শাহরানপুরের আইনশৃঙ্খলা সামলেছিলেন। দীর্ঘ কেরিয়ারে বরাবরই মেরুদণ্ড সোজা রেখে কাজ করার চেষ্টা করেছেন। আর তার ফলে বার বার রাজরোষে পড়তে হয়েছে। শাসকদের কথা শুনে না চলায় বেশ কয়েকবার সাসপেন্ডও হতে হয়েছে। গত বছরের জুলাই মাসেই উত্তরপ্রদেশের ডিজি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
সূত্রের খবর, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা রাখতে কঠোর হলেও বুলডোজারের অপপ্রপ্রয়োগের বিরুদ্ধে সরব হয়েছিলেন অপসারিত ডিজি। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক বাড়াতে জনসংযোগের উপরে জোর দিয়েছিলেন। দ্বিতীয়বার রাজ্যে বিজেপি ক্ষমতায় ফেরার পরেই বেশ কয়েকজন মন্ত্রীর অনৈতিক নির্দেশ পালন করতে অস্বীকার করেছিলেন মুকুল গোয়েল। আর তা মোটেও পছন্দ হয়নি গেরুয়া শিবিরের। যার ফলে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে মুকুল গোয়েলকে হঠানোর জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপরে চাপ সৃষ্টি করেছিলেন বিজেপি নেতারা। এদিন রাজ্য পুলিশের ডিজির পদ থেকে প্রবীণ আইপিএসকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ ডিজি অসামরিক প্রতিরক্ষা পদে পাঠানো হয়েছে।