এই মুহূর্তে




বাবরি মসজিদ ভাঙার সময়ে ছিলেন নীরব দর্শক, সেই কল্যাণ সিংহের নামে গঠিত হচ্ছে নয়া জেলা

নিজস্ব প্রতিনিধি, লখনউ: তাঁর পরোক্ষ ইন্ধনেই চোখের নিমিষে মোঘল স্থাপত্যের নিদর্শন বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল ধর্মান্ধ করসেবকরা। মুখ্যমন্ত্রীর কুর্সিতে থেকে ‘রাজধর্ম’ ভুলে ইতিহাস গুঁড়িয়ে দেওয়ার ধ্বংসলীলায় সামিল হয়েছিলেন বিজেপির কট্টর হিন্দুত্ববাদী নেতা কল্যাণ সিংহ। এবার তাঁর নামেই উত্তরপ্রদেশে নয়া জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে হিন্দুত্বের পোস্টার বয় হিসাবে পরিচিত যোগী আদিত্যনাথের সরকার। বিরোধীরা অবশ্য বলছেন, ‘বাবরি মসজিদ ভাঙার অন্যতম নায়ককে পুরস্কৃত করা হচ্ছে।’

উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ‘আলিগড় জেলার আত্রৌলিতে জন্মগ্রহণকারী কল্যাণ সিংহ নিজের যোগ্যতাতেই দেশের সবচেয়ে বড় রাজ্যে বিজেপির অন্যতম দাপুটে নেতা হয়েছিলেন। দু’দুবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারেও বসেছিলেন। বিজেপির রামমন্দির নির্মাণ আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন। তাই তাঁর অবদানকে স্মরণ করতেই আলিগড় এবং বুলন্দশহরকে ভেঙে নতুন জেলা গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। নতুন জেলায় আলিগড়ের আত্রৌলি (কল্যাণ সিংহের জন্মস্থান) এবং গাঙ্গিরি তহসিল এবং বুলন্দশহরের দিবাই তহসিল অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে। প্রাক্তন বিজেপি সাংসদ এবং কল্যাণ সিংয়ের পুত্র রাজবীর সিংয়ের অনুরোধের প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।ইতিমধ্যে উত্তরপ্রদেশের রাজস্ব পরিষদের তরফে  আলিগড় এবং বুলন্দশহরের জেলাশাসকদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশাসনিক সুবিধা, জনসংখ্যার আকার, অবকাঠামোগত চাহিদা এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা মূল্যায়ন করে সম্ভাব্য প্রতিবেদন প্রস্তুত করার নির্দেশ দিয়েছে। স্থানীয় বিজেপি নেতারা ওগী প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটি কল্যাণ সিংহের জন্য একটি প্রাপ্য সম্মান।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

ছেলের মৃত্যু হলেই মিলবে ১ কোটি, অবৈধ সম্পর্ক টেকাতে পুত্রঘাতী মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ