এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জার্মানির দুর্গাপুজোর বায়না পেলেন বারাসতের পুরোহিত, সৌজন্যে ফেসবুক

নিজস্ব প্রতিনিধি, বারাসত: নিষ্ঠা ও স্পষ্ট সংস্কৃত উচ্চারণের দৌলতে এবার সুদূর জার্মানি থেকে দুর্গাপুজোর জন্য ডাক পেলেন বারাসতের পুরোহিত গোবিন্দ মুখোপাধ্যায়। আগামী ৯ অক্টোবর ফ্র্যাঙ্কফুটের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বারাসতের শালবাগানের বাসিন্দা গোবিন্দের পক্ষে জার্মানির দুর্গাপুজো আয়োজকদের মন কাড়া অত সহজ ছিল না। তবে সবটাই সম্ভব হয়েছে ফেসবুকের জন্যই।

বারাসত কলোনি মোড় সংলগ্ন বজরংবলী মন্দিরের নিত্য-পুরোহিত গোবিন্দ মুখোপাধ্যায় নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই দুর্গাপুজো করেন। তারপর গত দশবছর ধরেই বারসতের তরুছায়া ক্লাবের পুজো করে আসছেন তিনি। গতবছর বারাসতের এক বাড়িতে পুজো করার সময় ফেসবুক লাইভ করেছিলেন ওই পরিবারের সদস্যরা। জার্মানিতে বসে সেই লাইভ দেখেছিলেন প্রবাসী বাঙালিরা। সেই সময়ই গোবিন্দর পুজো ভাল লেগে যায় তাঁদের। তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন ওই পরিবারের সদস্যদের মারফত। সেইসময়ই দুর্গাপুজোর বায়না চলে এসেছিল বারাসতের যুবকের কাছে।

নিষ্ঠার সঙ্গে পুজো করার জন্য ২০১৬ সালে সেরা পুরোহিত হিসাবে পুরস্কৃত করা হয় গোবিন্দবাবুকে। পুজো করা ছাড়াও জ্যোতিষবিদ্যা, বাস্তুশাস্ত্র এবং নিউমেরোলজি নিয়েও পড়াশোনা করেছেন তিনি। দু’বছর আগে একবার মালয়েশিয়া থেকেও দুর্গাপুজো করার জন্য ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু সেবার পারিবারিক কারণে যেতে পারেননি। জার্মানি দিয়ে এবারই প্রথম ভিনদেশে পুজো শুরু করতে চলেছেন গোবিন্দ মুখোপাধ্যায়। এবিষয়ে তিনি বলেন, ‘ফেসবুক লাইভে আমার পুজো দেখেই ফ্র্যাঙ্কফুটের প্রবাসী বাঙালিরা আমার সঙ্গে যোগাযোগ করেন। সেখানকার অধিকাংশ বাঙালি হলেও এখন তাঁরা জার্মানির নাগরিক।’ তবে পুজোর সময় কলকাতা ছেড়ে যেতে তাঁরও মন কাঁদছে, পাশাপাশি তাঁর মতে, ‘আজ আমি যাচ্ছি, কাল আমরা সঙ্গে আরও অনেক পুরোহিতও যেতে পারেন। আমি সেই চেষ্টাই করব।’ তবে শুধু পুরোহিত নয়, জার্মানির ফ্র্যাঙ্কফুটের পুজোর দুর্গাপ্রতিমাও কুমোরটুলির। ইতিমধ্যেই সেই প্রতিমা পৌঁছে গিয়েছে জার্মানিতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বন্দে ভারতের মেনুতে বিরাট বদল! লাঞ্চ-ডিনারে মিলবে সর্ষে-ইলিশ, কাতলা-কালিয়া

নদিয়াতে বৃষ্টির আকাল থাকায়, হাঁস চাষে হতাশা ফার্ম মালিকদের

ব্রিটেনের ধনকুবেরদের তালিকায় ৩০ ধাপ এগোলেন সস্ত্রীক ঋষি সুনক

রাহুলের পা পড়তেই কপাল ফিরল সেলুন মালিকের

বৃষ্টির কামনায় বট-পাকুর গাছের বিয়ে, পাত পেড়ে খেলেন ২,২০০ জন!

মোদির বিরুদ্ধে দাঁড়ানোর স্বপ্নভঙ্গ কৌতুকশিল্পী শ্যাম রঙ্গিলার, বাতিল মনোনয়নপত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর