-273ºc,
Friday, 2nd June, 2023 8:32 pm
নিজস্ব প্রতিনিধি: বলিউড তো বটেই গোটা ভারতে এই মুহূর্তে এক নম্বর অভিনেত্রী হিসেবেই বিবেচনা করা হয় দীপিকাকে। শ্রীদেবীর পর যদি কোনও অভিনেত্রীর কপালে ‘সুপারস্টার’ তকমা জোটে তাহলে সেটা দীপিকাই। কিন্তু সেই সফলতা একদিনে আসেনি। দীর্ঘ পরিশ্রম ও লড়াই-এর ফসল আজ কেটে খাচ্ছেন দীপিকা পাডুকোন। একসময় তাঁকেও স্বীকার হতে হয়েছিল বডি শেমিং-এর। বলিউডে বহু নায়িকাকে সেই পরিস্থিতির বা প্রস্তাবের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যা থেকে বাদ পড়েননি রণবীর ঘরনিও। এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, ‘আমাকে দেখে একবার এক বিজ্ঞ ব্যক্তি বলেন তোমার স্তনে সার্জারি করতে হবে। তাহলে ভালো হয়। আমি নাকি খুবই রোগা ও আমার চেহারা নাকি ফ্ল্যাট। স্তন দেখাই যায় না। তখন শুনে আমার অবাক লাগে, কারণ আমার বয়স ছিল ১৮ বছর। কিন্তু সেই ব্যক্তির বক্তব্য কর্নপাত করিনি। এখন ভেবে অবাক লাগে, ওই কম বয়সেও কীভাবে এতটা বুদ্ধি এবং বিবেচনা ছিল, এই ধরনের পরামর্শে কান না দেওয়ার!’
বলিউডে শাহরুখ খানের বিপরীতেই ডেবিউ হয় দীপিকার। বাবা দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় হলেও সিনেমা জগতে স্ট্রাগল ছিলই। সেই সময় খারাপ-ভালো মানুষ ছিল। কিন্তু সবচেয়ে যিনি সাহায্য করেছিলেন পরামর্শ দিয়ে, তিনি হলেন শাহরুখ খান। সেই বিষয়ে দীপিকা জানিয়েছেন, ‘শাহরুখের আমাকে দেওয়া সেরা পরামর্শ ছিল এমন মানুষদের সঙ্গে কাজ করা যাঁদের আমি চিনি। যাঁদের সঙ্গে কাজ করে ভালো সময় কাটবে। কারণ একটা ছবির শ্যুটিংয়ের সময় শুধু কাজ করি না আমরা, জীবনও বাঁচি, স্মৃতির বাক্স পূর্ণ করি, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করি।’
দীপিকার হাতে এই মুহূর্তে রয়েছে একাধিক প্রজেক্ট। আপাতত শাহরুখ খানের আগামী ছবি ‘পাঠান’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত দীপিকা। সঙ্গে তাল মিলিয়ে চলছে প্রভাসের ‘প্রজেক্ট কে’ ছবির কাজ। এছাড়াও জুন থেকে শুরু হবে ‘ফাইটার’ ছবির শ্যুটিং। দীপিকা এই ছবিতে অভিনয় করবেন হৃত্বিকের বিপরীতে। এছাড়াও হলিউডের জনপ্রিয় ছবি ‘দ্য ইন্টার্ন’ নিয়েও কাজ করার কথা প্রকাশ কন্যার।