এই মুহূর্তে




প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘Hollywood Walk of Fame’-এ জায়গা পেলেন দীপিকা




নিজস্ব প্রতিনিধি: তিনি সত্যিই গ্লোবাল স্টার! বিতর্কের মধ্যে আবারও আন্তর্জাতিক স্তরে ভারতকে একধাপ এগিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন। গড়লেন ইতিহাস। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ২০২৬ সালের হলিউড ওয়াক অফ ফেম (Hollywood Walk of Fame in 2026) ক্লাসের জন্য মোশন পিকচার্স বিভাগে সম্মানিতদের একজন হিসেবে মনোনীত হলেন দীপিকা পাড়ুকোন। অর্থাৎ হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এ স্মারক তারকা প্রাপ্তি হল ‘পিকু’ অভিনেত্রীর। বৃহস্পতিবার (৩ জুলাই) হলিউড চেম্বার অফ কমার্স ওয়াক অফ ফেম ক্লাসের জন্যে মনোনীত হওয়া সম্মানিত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে। যেখানে ডেমি মুর, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, এমিলি ব্লান্ট, রামি মালেক, টিমোথ চালামেট, স্ট্যানলি টুচির মতো একাধিক আন্তর্জাতিক তারকাদের সঙ্গে স্থান পেয়েছেন দীপিকা পাড়ুকোন। গত ২০ জুন অনুষ্ঠিত এক সভায় একটি প্যানেল শত শত মনোনয়ন থেকে সম্মানিতদের বেছে নিয়েছেন। পরে চেম্বার অফ কমার্স এর পরিচালনা পর্ষদ এই নির্বাচন অনুমোদন করেছেন।

সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে টেলিভিশনের প্রাক্তন সিইও ওয়ার্নার ব্রাদার্স এবং ওয়াক অফ ফেম নির্বাচন কমিটির চেয়ারম্যান পিটার রথ জানিয়েছেন, “আমরা ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ক্লাসের অংশ হিসেবে ওয়াক অফ ফেমে স্থান পাওয়া ৩৫ জন সম্মানিত ব্যক্তির নতুন নির্বাচন ঘোষণা করতে পেরে আনন্দিত। এই প্রতিভা বান ব্যক্তিরা বিনোদন জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা তাদের এই প্রাপ্য স্বীকৃতি দিতে পেরে রোমাঞ্চিত।” জানা গিয়েছে, দীপিকা যে স্মারক পুরস্কার পাবেন, তার দাম ৭৩ লক্ষ টাকা। মনোনয়ন আবেদনেও খরচ হয়েছে ২৭৫ ডলার, অর্থাৎ ২৩,৫৩০ টাকা। দীপিকাকে দীর্ঘদিন ধরেই ভারতের বাইরে একজন ট্রেন্ডসেটিং ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০১৮ সালে, তিনি TIME ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন। মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং চলচ্চিত্র প্রচারণার উপর তার কাজের জন্য তিনি TIME100 ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। কাতারে ২০২২ সালের ফাইনালে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের আরেকটি বড় মাইলফলক ছিল। অভিনয়ের বাইরেও, পাড়ুকোন বিশ্ব ফ্যাশন জগতে ভারতীয় সেলিব্রিটিদের উপস্থিতিকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন। তিনি হলেন উচ্চমানের ব্র্যান্ড কার্টিয়ার এবং লুই ভ্যুঁইতোর প্রথম ভারতীয় মুখ।

এছাড়াও ২০২৩ সালে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে তিনি উপস্থাপিকা হওয়ার সুযোগ পেয়েছিলেন অস্কারের মঞ্চে। আন্তর্জাতিকভাবে তাঁর মর্যাদা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দীপিকা পাড়ুকোন ভারতীয় চলচ্চিত্রেরও সবচেয়ে শক্তিশালী এবং সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত মহিলা অভিনেত্রীদের মধ্যে একজন। একাধিক সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি বলিউডকে। বর্তমানে আট ঘন্টা কাজের শিডিউলের জন্যে বিতর্কে রয়েছেন অভিনেত্রী। যে কারণে তিনি সন্দীপ ভাঙার ছবি এবং কল্কি 2 থেকে বাদ পড়েছেন। যদিও বর্তমানে পরিচালক অ্যাটলির সঙ্গে আরও একটি বড় প্রকল্পে হাত দিয়েছেন তিনি। যেখানে আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধবেন দীপিকা পাড়ুকোন।গতবছর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এখন মাতৃত্বকে আলিঙ্গন করার জন্য বিরতির পর আবারও কাজে ফিরতে প্রস্তুত তিনি। এর মধ্যেই হলিউড ওয়াক অফ ফেমে দীপিকা পাড়ুকোনের অন্তর্ভুক্তি বিশ্বব্যাপী বিনোদন মঞ্চে ভারতীয় প্রতিভার জন্য আরও একটি মাইলফলক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৭ বছরের ছোট জসলিনের সঙ্গে প্রেমের গুজব, অবশেষে মুখ খুললেন ভজন সম্রাট

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

‘কী করছ এটা’, বাড়ির বাইরে ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বিগ বি, জোর ধমক পাপারাজ্জিদের

বলিউডে শোকের ছায়া, প্রয়াত অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির পরিচালক চন্দ্র বারোট

‘সন্তানদের মানুষ করতে পারছিনা’, চরম দারিদ্র্যে ইন্দর কুমারের প্রাক্তন স্ত্রী, হাত পাতলেন সলমানের কাছে

টাকার অভাবে হল না কিডনি প্রতিস্থাপন, অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ