এই মুহূর্তে




ফের জাতীয় সংসদে লড়বেন হিরো আলম, কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন?

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ব্যক্তিগত হোক বা পেশাগত, বরাবরই বিতর্কিত আবার মজার ব্যক্তিত্ব হলেন বাংলাদেশের জনপ্রিয় আলোচিত-সমালোচিত ইউটিউবার আশারফ হোসেন ওরফে হিরো আলম। দিন কয়েক আগেই তৃতীয় স্ত্রী রিয়ামণিকে জনসমক্ষে তালাক দিয়ে দুধস্নান করে শিরোনামে এসেছিলেন তিনি। এছাড়া মাঝে মধ্যেই মজার মজার ভিডিও বানিয়ে বিতর্কের সম্মুখীন হন তিনি। এছাড়াও বেশ কয়েকবার দেশের নির্বাচনে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।

একাধিক দলের হয়ে নির্বাচনের প্রার্থী হয়ে ছিলেন তিনি। কিন্তু কোনবারেই নির্বাচনে জয়লাভ করেননি হিরো আলম। বরং আইনি বিপাকেও পড়েছিলেন তিনি। ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশের শাসনভর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাংসদ নির্বাচন। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। এবারেও সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচনে অংশ করতে চলেছন হিরো আলম। তবে এবার বগুড়া নয়, ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন তিনি। এই আসনে তাঁর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারেন আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি থেকে লড়বেন। এ ছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপিসহ আরও বেশ কয়টি দলেরও প্রার্থীরা। তবে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন বলে জানিয়েছেন তিনি। 

এ প্রসঙ্গে হিরো আলম জানিয়েছেন, ‘নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় না, এটা একটা প্রতিবাদের মাধ্যমও। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশে এখন একটা সুষ্ঠু নির্বাচন হোক এটা সবার প্রত্যাশা। আমিও তাই চাই। কিন্তু নির্বাচন নিয়ে নানা টালবাহানা চলছে। সেজন্যই নির্বাচন করব। আমি ১০০ ভোট পেলেও কোনও সমস্যা নেই। অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। আমি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। দলগুলো যেসব প্রস্তাব দিচ্ছে সেগুলি আমি মানতে পারব কি না সেটা ভেবে দেখছি। তবে ব্যাটে-বলে মিললে কোনও দলে যাব। নইলে স্বতন্ত্র প্রার্থী হব। আমি সংসদে যেতে চাই গরিব, প্রান্তিক আর অবহেলিত মানুষদের প্রতিনিধি হয়ে। কারণ আমি বিশ্বাস করি এই দেশের আসল শক্তি ওই পরিশ্রমী মানুষের মধ্যেই আছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে বলুন’, ঢাকায় ভারতীয় দূতকে ডেকে ধমক ইউনূস সরকারের  

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

বাংলাদেশের মাটিতে ৬০ জঙ্গি শিবির চালাচ্ছেন মাসুদ আজহার, অর্থ জোগাচ্ছেন ইউনূসের ছোট কন্যা

‘যব মেট জয়-বীরু’, একাই গাড়ি চালিয়ে বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে গেলেন অমিতাভ

মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে হাঁটা, সরকারি অনুষ্ঠানে যোগদান, তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন রাজা-মধুবনী?

‘বিয়েতে মেয়াদ এবং পুনর্নবীকরণের বিকল্প থাকা জরুরি’, কাজলের বিতর্কিত মন্তব্যে তোলপাড় নেটপাড়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ