নিজস্ব প্রতিনিধি: রবি সকালেই সুখবর। পুত্র সন্তানের জন্ম দিলেন নেহা ধুপিয়া। দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন নেহা।
সম্প্রতি এই খবর শেয়ার করে অঙ্গদ লিখেছেন, ‘আজ ভগবান একটা পুত্র সন্তান দিয়ে আমাদের কোল আলো করল। নেহা আর সন্তান দু’জনেই ভালো আছে। মেহরও তৈরি আছে ওর ‘বেবি’ টাইটেল এবার ভাইকে দিয়ে দিতে। ভগবান আমাদের সকলের ভালো করুন। নেহা অনেক ধন্যবাদ এই জার্নিতে একজন লড়াকু হিসেবে থাকার জন্য। আমাদের চারজনের জন্য একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাক আজকের দিনটা।’
অঙ্গদ এই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই একে একে শুভেচ্ছা বার্তা আসতে থাকে সকলের। নেহা ও অঙ্গদকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরাও।
বিয়ের ৬ মাসের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দেন নেহা। তবে প্রথমে এই নিয়ে কথা বলতে না চাইলেও, পরবর্তীতে তাঁরা মেনে নেন সন্তানের জন্ম দেওয়ার আগেই গর্ভবতী ছিলেন নেহা।