এই মুহূর্তে

নতুন বছরে দর্শকদের উপহার, ফের জুটিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, পরিচালক কে?

নিজস্ব প্রতিনিধি: টলিউডের হিট জুটি তাঁরা। উত্তম-সুচিত্রার পর বাংলা ইন্ডাস্ট্রির টপ জুটি তাঁরা। এক সময় বাংলা ইন্ডাস্ট্রি দাঁড়িয়েই ছিল তাঁদের ছবির জন্যে। টলিউডে তাঁদের অবদান অনস্বীকার্য। এখনও তাঁদের জুটি সিনেমায় এলে দর্শকদের ভিড় জমবেই প্রেক্ষাগৃহে। মোট কথা, পর্দায় তাঁদের উপস্থিতি একটা আলাদা মাত্রা যোগ করে। তাঁরা আর কেউ নন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০০১ সালে ‘জামাইবাবু’ ছবি মুক্তির ১৪ বছর পর ‘প্রাক্তন’ দিয়ে আবারও টলিউডে প্রত্যাবর্তন ঘটেছে এই জুটির। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের বয়স বাড়লেও রোমান্সে কোনও ঘাটতি পড়েনি। তাঁদের এই ছবি এক কথায় হিট হয়েছিল। পছন্দের জুটির ‘রিইউনিয়নে’ যারপরনাই খুশি হয়েছিলেন তাঁদের ভক্তরা।

২০১৭ সালে উইন্ডোজের প্রযোজনায় ‘প্রাক্তন’ ছবিতে তাঁদের অভিনয় ফের উস্কে দিয়েছিল নস্ট্যালজিয়া। তবে প্রাক্তনের পর আর হারিয়ে যাননি এই জুটি। পরপর ‘দৃষ্টিকোণ’ থেকে শুরু করে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অযোগ্য’ ছবিতে ফের একসঙ্গে জুটি বেঁধেছিলেন। সেই ছবি গুলিও সুপারডুপার হিট হয়েছিল। মোট কথা, এই জুটি এভারগ্রীন। কিন্তু ‘অযোগ্য’র পর আর মূল ভূমিকায় পর্দায় দেখা যায়নি তাঁদের। টলিপাড়ার এই হিট জুটিকে ফের কবে দেখা যাবে পর্দায়, তা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন ছিল। শোনা যাচ্ছে, আবারও নাকি কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনাতেই পর্দায় ফিরছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি।

সূত্রের খবর, মঙ্গলবার ‘বিজয়নগরের হীরে’র ডাবিংয়ে গিয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল প্রসেনজিতের। একই জায়গায় নিজের ছবির পোস্ট প্রোডাকশনের কাজে গিয়েছিলেন পরিচালক। সেখানেই তাঁদের মধ্যে নতুন ছবি নিয়ে আলোচনা হয়। সেই ছবিতে প্রসেনজিতের সঙ্গে জুটি বাঁধবেন ঋতুপর্ণা, আপাতত এটাই খবর। যদিও আজ সকালেই কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডলে ঋতুপর্ণা, প্রসেনজিৎ ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের বেশকিছু ছবি পোস্ট করেছেন।

প্রথম একটি ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে। এরপর তাঁদের সঙ্গে আলোচনাতে ভিডিও কলে যোগ দেন টলি ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। যা ভক্তদের জল্পনাকে আরও তীব্র করেছে। তবে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণাকে নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় নতুন ছবির প্রথম পর্যায়ের আলোচনা সেরে ফেলেছেন। সব কিছু ঠিক থাকলে চলতি বছরে গ্রীষ্মকালেই শুটিং শুরু হবে। যদিও এই নিয়ে মুখ খোলেননি কেউই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

WPL 2026: মেয়েদের প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন হানি সিংহ, জ্যাকলিনরা

‘নগ্ন’ ফটোশ্যুটে ইন্টারনেটে ঝড় তুললেন সিডনি সুইনি, তুলনা মেরিলিন মনেরোর সঙ্গে

প্রকাশ্যে ভিকি-ক্যাটরিনার ছেলে, নাম কী রাখলেন…

‘আমিও দুটো বিয়ে করেছি’, সুদীপার হঠাৎ পোস্ট নিয়ে হইচই, অভিনেত্রীর প্রথম স্বামীর নাম কী?

‘সকালে প্রাতঃরাশ নয়, ১০ ঘন্টা ঘুম’, ৫০-এও চির তরুণ থাকার রহস্য ফাঁস করলেন অক্ষয় খান্না

সামনেই মাধ্যমিক, শুটিংয়ের ফাঁকে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পর্দার কুসুম, লাজবন্তী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ