নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন! আকাশ বাতাস বলছে মা আসছে! মায়ের আগমনের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে, তবে বাংলায় দুর্গা পুজোর প্রাক মরসুম কিন্তু শুরু হয়, রাখি, ঝুলন, জন্মাষ্টমী এবং বিশ্বকর্মা পুজোর মাধ্যমে। শুরু হয়ে যায় দুর্গা ঠাকুর আগমনের জোরকদমে প্রস্তুতি। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো। তবে কারিগরি, প্রযুক্তির দেবতা বেশিরভাগ পূজিত হন কারখানা, অফিস-কাছালিতে। মানুষের বাড়িতে তেমন এই পুজোর প্রচলিত নেই। চলচ্চিত্র মহলে প্রোডাকশন হাউসগুলিতেও চলছে বিশ্বকর্মার পুজোর প্রস্তুতি। যদিও ইতিমধ্যেই সব জায়গায় পুজো শেষও হয়ে গিয়েছে। পুজো শেষে জমিয়ে চলে পেট পুজো, বিশেষত কারিগর এবং ইঞ্জিনিয়ারদের কাছে বিশ্বকর্মা পুজো বিশেষ।
তাই এই পুজোর জন্যে প্রচুর পরিকল্পনাও থাকে, আর যারা এই পুজোয় অংশ গ্রহণ করতে পারেন না, তাঁরা এদিন জমিয়ে আকাশে কাটাকাটি খেলেন ঘুড়ির মাধ্যমে। হ্যাঁ, বিশ্বকর্মা পুজোর একটি বিশেষ রীতি ঘুড়ি ওড়ানো। যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই এদিন সকাল থেকেই শুরু করেন ঘুড়ি ওড়ানো। আকাশ যদি মেঘমুক্ত থাকে, তাহলে তো কোনও কথাই নেই! আর মেঘযুক্ত আকাশেও অনেকে ঘুড়ি ওড়ানোর নেশায় মাতেন। আগামী অক্টোবরেই দুর্গাপুজোর শুভক্ষণে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’। এই প্রথম একই ফ্রেমে ধরা দিচ্ছেন টলিউডের একাধিক দাপুটে অভিনেতা। থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জযা আহসান, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য-সহ একাধিক টলিউডের প্রধান মুখ, এই ছবিতে প্রথমে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাজ করার কথা থাকলেও তিনি এই মূহুর্তে প্রেগন্যান্ট হওয়ার কারণে বাংলাদেশের অভিনেত্রী জযা আহসান কে তাঁর জায়গায় এসেছেন। যাই হোক, আজ বিশ্বকর্মা পুজোর শুভ মরসুমে টলিউড ইন্ডাস্ট্রি অর্থাৎ বুম্বা দা ঘুড়ি ওড়ানোয় মাতালেন তাঁর দশম অবতার টিমের সঙ্গে।
তবে তাঁকে শুধু সঙ্গ দিলেন, সৃজিত মুখোপাধ্যায়, জয়া আহসান এবং অনির্বাণ। আকাশী রঙা পাঞ্জাবী পরে বেশ খোশমেজাজে ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে লাটাই হাতে দেখা মিলল অনির্বাণ এবং জযার। ছবি গুলি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে বুম্বা দা বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানালে সবাইকে। ছবিগুলি দেখে ভক্তরা প্রশংসার বন্যা বইয়ে দিলেন তারকাদের। ছবিগুলি দেখে বোঝা যাচ্ছে, হয়তো নিজের বাড়ির ছাদেই ঘুড়ি ওড়াতে মত্ত তাঁরা।