এই মুহূর্তে




‘অবিস্মরণীয় কিছুর শুরু’, ‘রামায়ণ’-এ রণবীরের ফার্স্ট লুক দেখে মুগ্ধ আলিয়া




নিজস্ব প্রতিনিধি: অবশেষে প্রকাশ্যে এল নীতেশ তিওয়ারির বহু অপেক্ষাকৃত ‘রামায়ণ’-এর প্রথম ঝলক। ছবিটির ঘোষণার পর থেকেই ভক্তরা উত্তেজিত। এর আগে পৌরাণিক হিন্দু ধর্মগ্রন্থ ‘রামায়ণ’ নিয়ে একাধিক ছবি নির্মিত হলেও কিছু কিছু কারণে সে সমস্ত ছবি বিতর্কে জড়িয়েছে। তাই এবার নীতেশ তিওয়ারির উপর ভরসা। যদিও পরিচালক কথা দিয়েছেন যে, ছবিতে বিতর্কিত কোনও বিষয়বস্তু রাখবেন না। তবে ছবির কাহিনীর থেকেও বেশি আকর্ষণ হল, রাম-সীতার বেশে রণবীর এবং সাই পল্লবীকে দেখার। হ্যাঁ, এই ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। পাশাপাশি হনুমান হচ্ছেন সানি দেওল, দশরথ হচ্ছেন অরুণ গোভিল, কৈকেয়ী হচ্ছেন লারা দত্ত, সুর্পনখা হচ্ছেন রকুল প্রীত সিংহ এবং রাবণের স্ত্রী মন্দোদরী হচ্ছেন কাজল আগরওয়াল।

বড় তারকাদের নিয়ে তৈরি রামায়ণ দুটি ধাপে মুক্তি পাবে। প্রথমটি ২০২৬ সালে এবং দ্বিতীয়টি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে। যাই হোক, এখন রামায়ণের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে, যেখানে ভগবান রামের চরিত্রে রণবীরকে গাছ উঠতে দেখা গিয়েছে এবং রাবণের বেশে যশেরও এক ঝলক সামনে এসেছে। আর স্বামীকে রামের অবতারে দেখে উত্তেজিত হয়ে গিয়েছেন রণবীরের পত্নী আলিয়া ভাটও। তিনি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “কিছু জিনিসের জন্য শব্দের প্রয়োজন হয় না। এটি অবিস্মরণীয় কিছুর শুরু বলে মনে হচ্ছে। ২০২৬ সালের দীপাবলি – আমরা অপেক্ষা করছি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

রবি দুবের স্ত্রী তথা অভিনেত্রী- প্রযোজক, সারগুন মেহতাও ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “২০২৬ সালের দীপাবলির অপেক্ষা করছি। আমার হৃদয় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরে ওঠে। শুকর শুকর শুকর। জয় শ্রী রাম। ওম নমঃ শিবায়।” তবে, নির্মাতারা প্রথম ঝলকেই রবির লুক প্রকাশ করেননি। ভিডিওতে, রণবীরকে ঐশ্বরিক দেখালেও, যশকে ভয়ঙ্কর রূপে দেখা গিয়েছে। ভিডিওতে রাবণের মহানুভবতাকে পুরোপুরি মূর্ত করে তুলে ধরা হয়েছে। নেটিজেনরা তাদের লুকের প্রশংসা করছেন। তবে প্রথম ঝলকে রনবীর ও যশ ছাড়া আর কাউকে দেখা যায়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভেবেছিলাম মরেই যাব’, ক্যান্সারের কঠিন দিনগুলি কীভাবে পার করলেন মণীষা কৈরালা?

কুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল, মোনালিসার শুটিং দেখতে জনসমুদ্র, অবরুদ্ধ রাস্তা

‘কিংডম’ রিলিজের আগেই অসুস্থ বিজয় দেবেরাকোন্ডা, হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

মহারাষ্ট্র বিধানসভায় ধুন্ধুমার! ‘হাম হোঙ্গে কাঙ্গাল’ গেয়ে ফের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন কুণাল কামরা

ঐশ্বর্য, প্রিয়াঙ্কার মতো তিনিও বিশ্বসুন্দরী, কিন্তু বলিউডে কেন ঠাঁই হল না যুক্তার?

শুটিং শুরুর আগেই ‘ডন ৩’ থেকে বেরিয়ে গেলেন বিক্রান্ত ম্যাসি, খলনায়ক তবে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ