এই মুহূর্তে




‘লরেন্স বিষ্ণোইকে পাঠাব…’, ছেলে দেশে নেই, কোপ পড়ল বাবার উপর, এবার সেলিম খানকে হত্যার হুমকি




নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রতিশ্রুতি দেওয়ার পরেও একই ঘটনা। ফের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে এলেন বলিউড সুপারস্টার সলমন খান এবং তাঁর পরিবার। বিগত ৩ বছর ধরে লাগাতার মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছেন সলমান খান, তাঁর পাশাপাশি নানাভাবে হত্যার হুমকি পাচ্ছেন অভিনেতার পরিবারও। গত ১৪ এপ্রিল অভিনেতার বান্দ্রার বাড়িতে কাকভোরে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়েছিল লরেন্স বিষ্ণোইয়ের দলবলেরা। অভিযুক্ত সকলকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনার পর মহারাষ্ট্র সরকার অভিনেতা এবং তাঁর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করে। কিন্তু এতকিছু করেও রেহাই নেই। আবারও সলমনের পরিবারকে হত্যার হুমকি হয়েছে। যদিও ঘটনাক্রমে অভিনেতা এখন দেশে নেই।

মুলত, হুমকি চিঠি পেয়েছেন সলমানের বাবা তথা চিত্রনাট্যকর সেলিম খান। জানা গিয়েছে, গতকাল ১৮ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের মতো মর্নিংওয়াক করতে বেরিয়েছিলেন সেলিম খান। এরপর যখন তিনি মর্নিং ওয়াক শেষে রাস্তায় রাখা একটি বেঞ্চে বসেন, তখনই গ্যালাক্সির দিক থেকে ব্যান্ডস্ট্যান্ডের দিকে একজন লোক স্কুটারে চেপে তাঁর সামনে দাঁড়ান এবং তার পিছনে বসে থাকা একজন মহিলা বোরকা পরেছিলেন। তাঁরা যখন সেলিমকে দেখে ইউ-টার্ন নেন, তখন সেলিম খানের কাছে তাঁরা জিজ্ঞেস করেন, আপনারা কি সতর্ক হবেন, নাকি লরেন্স বিষ্ণোইকে পাঠাব? স্কুটারটির নম্বর ছিল 7444 এবং পুলিশ সেই স্কুটারটি চালকের সন্ধান করছে। এই বিষয়টি একটি সংবাদ মাধ্যমকে নিজেই জানিয়েছেন অভিনেতার বাবা। এ নিয়ে প্রায় ১৫ বার হত্যার হুমকি পেলেন সলমান খান। তবে জানিয়ে রাখি, সলমান এই মুহূর্তে শহরে নেই। গতকাল বুধবার রাতে তাঁকে মুম্বই বিমানবন্দরে কড়া নিরাপত্তার মাঝে দেখা গিয়েছে। অভিনেতা যখন শহরে নেই তখনই অভিনেতার বাবা সেলিম খানকে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং ফের টার্গেট করল। যা ভাইজানের ভক্তদের বিরক্ত করছে। তবে ওই বোরকা পরা মহিলা টি, আদেউ কে, কোথা থেকে এসেছেন তা জানা যায়নি। ইতিমধ্যেই বান্দ্রা থানায় এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এবং দুজলকা ুন্রেফতার করা হয়েছে। তারা স্বীকারোক্তিতে জানিয়েছেন, তাঁরা অভিনেতার বাবার সঙ্গে মজা করছিলেন।

সলমান খানের পরিবারকে গ্যাংস্টারের হুমকি দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়।

বছরের পর বছর ধরে এই ধারা চলে আসছে। বিষ্ণোই গ্যাং বহু বছর ধরে সলমানকে আক্রমণের পরিকল্পনা করে আসছেন। লরেন্স বিষ্ণোই এবং ভারত ও কানাডার ওয়ান্টেড গ্যাংস্টার গোল্ডি ব্রার বহুবার সলমানকে হত্যার ঘোষণা করেছেন। তবে তার ষড়যন্ত্র এখনও সফল হয়নি। মুম্বাইয়ে সালমানকে আক্রমণ করতে তিনি তার শুটার পাঠিয়েছিলেন। লরেন্সের বিশেষ গ্যাংস্টার সম্পত নেহরা ২০১৮ সালে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হামলা করতে এসেছিলেন কিন্তু হামলার আগে হরিয়ানা পুলিশ নেহরাকে গ্রেফতার করেছিল। জিজ্ঞাসাবাদে তিনি সলমান খানের ওপর হামলার পুরো পরিকল্পনার কথা জানিয়েছিলেন। ২০২৪ সালের জানুয়ারীতে, দুই ব্যক্তি পানভেলে সলমানের ফার্ম হাউসে জোর করে প্রবেশের চেষ্টা করেছিল। দু’জনেই তারটি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এরপর নিরাপত্তাকর্মীরা তাকে ধরে ফেলে। দুজনের কাছ থেকে জাল আধার কার্ড পাওয়া গিয়েছিল।

তবে সলমানের সঙ্গে লরেন্স বিষ্ণয়ের বিরোধ কী নিয়ে?

ঘটনার সূত্রপাত ১৯৯৮ সাল থেকে। একই বছর কৃষ্ণসার হরিণ শিকার মামলায় উঠে এসেছিল অভিনেতার নাম। এরপর থেকে বিষ্ণোই সম্প্রদায়ের মধ্যে সলমানের বিরোধিতা অব্যাহত রয়েছে। লরেন্সের মতে, তাদের সমাজে প্রাণী বিশেষ করে হরিণকে ঈশ্বরের সমান মনে করা হয়। কালো হরিণের পূজা করা হয়। এমন পরিস্থিতিতে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমানের নাম উঠলেই সালমানকে প্রকাশ্যে হুমকি দিতে শুরু করে গ্যাংস্টার। সেদিন থেকেই তাদের রাডারে রয়েছেন সলমান। অভিনেতা গত বছরের ১৮ মার্চ একটি হুমকিমূলক ইমেলও পেয়েছিলেন যাতে লেখা ছিল যে গোল্ডি ব্রার সলমানের সঙ্গে মুখোমুখি কথা বলতে চান। ১০ এপ্রিল, আরেকটি হুমকি কল আসে। তাতে বলা হয়েছিল, ৩০ এপ্রিল সলমানকে মেরে ফেলা হবে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সাম্রাজ্য এখন সবরমতি কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি ওয়ার্ডে। কিন্তু সে তার জাল এমনভাবে বিছিয়েছে যে, সে জেলের ভিতরে থাকুক বা বাইরে থাকুক তাতে তার কিছু যায় আসে না। এর মানে হল, জেলে বসে তিনি খুব সহজেই যা খুশি করতে পারেন। জেলে বসেই শত্রুদের নামে চুক্তি করে এবং জেলে বসে কোটি কোটি টাকা আদায় করে। পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যা করেছিলেন বিষ্ণোই এবং তার সহযোগী গোল্ডি ব্রার। কিন্তু পরে জিজ্ঞাসাবাদে লরেন্স আরও জানান যে, এই কাজের জন্য তিনি হাওয়ালার মাধ্যমে পুরো ৫০ লাখ টাকা পাঠিয়েছিলেন তার সঙ্গী গোল্ডি ব্রারকে এবং এই টাকা দিয়েই হত্যার পুরো ষড়যন্ত্র চালানো হয়েছিল। গোল্ডি ব্রার ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছেলে নাগা চৈতন্যের ডিভোর্স নিয়ে মিথ্যা দাবি করায় মন্ত্রীর বিরুদ্ধে মামলা নাগার্জুনের

পুজোর আবহে ছাদনা তলায় রূপসা, পাত্র কে ?

Devara box office: ৪০০ কোটি টাকা আয়ের লক্ষ্যে বক্সঅফিসে ঝড় তুলছে জাহ্নবী অভিনীত ‘দেবরা পার্ট ১’

বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে ফিরলেন দেব

দ্বিতীয়বার মা হচ্ছেন কোয়েল, দেবীপক্ষের শুরুতেই দিলেন সুখবর

পুলিশের কাজে বাধাদানের জেরেই রূপাকে গ্রেফতার, নিয়ে যাওয়া হল লালবাজারে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর