এই মুহূর্তে




হাতে লাঙ্গল টেনে চাষ! বৃদ্ধ কৃষকের ভাইরাল ভিডিও দেখে ‘বলদ’ পাঠাচ্ছেন সোনু সুদ




নিজস্ব প্রতিনিধি: সোনু সুদ, একজন স্বনামধন্য অভিনেতা। তবে অভিনেতার পাশাপাশি গোটা দেশের কাছে তিনি এখন ‘গরীবের মসিহা’ বলেই অভিহিত। করোনার সময়ে সোনু সুদের কারণেই জীবন বেঁচেছে অনেকের তখন থেকেই তিনি গরীবের মসিহা। যিনি মৃত্যু ঝুঁকি নিয়ে অসংখ্য পরিযায়ী শ্রমিকের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। অভিনেতা আটকে পড়া শিক্ষার্থী দেরও তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বাস এবং বিমানের ব্যবস্থা করেছিলেন। পাশাপাশি অনেক গরীব দুংখীদের উপযুক্ত চিকিৎসার জন্যে হাসপাতালের ব্যবস্থা করেছিলেন। তিনি সাহায্য চাওয়া প্রত্যেকের জন্য হাসপাতালের বিছানা, টিকা, ওষুধ, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থাও করেছিলেন। তাঁদের অর্থের সাহায্য করেছিলেন।

এমনকী এখনও অভিনেতা তারকা তকমা ঘুচিয়ে একেবারে সাধারন মানুষের সঙ্গে মিশে যেতে পারেন। অভিনেতার বাড়িতে প্রতিদিনই সাহায্যের জন্যে উপস্থিত হন হাজার হাজার মানুষ। সকলকেই সাধ্য মতো সাহায্য করেন অভিনেতা এবং তাঁর দল। এবার মহারাষ্ট্রের একটি কৃষকের সাহায্যে এগিয়ে এলেন সোনু সুদ। যিনি টাকার অভাবে জমিতে চাষ করার জন্যে বলদ কিনতে পারছিলেন না। নিজের জমিতে হাত দিয়েই লাঙ্গল চাষ করছিলেন তিনি। এবার সেই কৃষককে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে আবারও গরীবের মসিহা হয়ে উঠলেন সোনু সুদ। দিন কয়েক আগেই লাতুর জেলার হাদোলতি গ্রামের ওই কৃষকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেটি নজরে পড়ে অভিনেতারও। তিনি ভিডিওটি তাঁর X হ্যান্ডেলে শেয়ার করে লেখেন, “যথাসাধ্য তাঁকে সাহায্য করুন”।

এরপরেই অন্য একজন X ব্যবহারকারী অভিনেতার পোস্টে কমেন্ট করেন যে, কৃষককে একটি ট্র্যাক্টর পাঠিয়ে দিন আপনি। তখন অভিনেতা বলেন, “এই কৃষক ট্র্যাক্টর চালাতে জানে না, তাই তার জন্য বলদই ভালো হবে।” ভিডিওতে, ৭৬ বছর বয়সী কৃষক, আম্বাদাস পাওয়ারকে লাঙ্গল বেঁধে এবং তাঁর স্ত্রীর সাহায্যে ক্ষেত চাষ করতে দেখা যায়। কারণ তাঁরা খুবই অভাবী, তাই বৃদ্ধ দম্পতি ষাঁড় বা ট্র্যাক্টর কিনতে পারছিলেন না। গত ১০ বছর ধরে তিনি নিজের হাতের দ্বারাই ক্ষেত চাষ করছেন। পশুর রক্ষণাবেক্ষণের খরচ বহন করতে না পারার কারণে তাঁকে তার বলদ বিক্রি করতে হয়েছিল। তাঁর কথায়, ‘গত ১০ বছর ধরে কেউ আমাকে বাধা দেয়নি, কিন্তু কেউ একজন আমাকে জমিতে লাঙল চালাতে দেখে একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। এবার সেই ভিডিও দেখেই কৃষককে বলদ ষাঁড় পাঠালেন সোনু সুদ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর, আজ লাতুরের জেলা কর্মকর্তা এবং রাজ্যের মন্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করেছেন। এরপর সরকার আমরা ৪০,০০০ টাকার ঋণ মকুব করেছেন। আমার একটি ছেলে শহরে কাজ করে, সে আমাদের দেখে না।’ এই ঘটনায় সোনু সুদ ভিডিওটি নিজের X হ্যান্ডেলে পোস্ট করায় সরকারেরও নজরে আসে ভিডিওটি। সোনু সুদকে শেষ দেখা হয়েছিল তাঁর পরিচালিত ছবিতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভেবেছিলাম মরেই যাব’, ক্যান্সারের কঠিন দিনগুলি কীভাবে পার করলেন মণীষা কৈরালা?

কুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল, মোনালিসার শুটিং দেখতে জনসমুদ্র, অবরুদ্ধ রাস্তা

‘কিংডম’ রিলিজের আগেই অসুস্থ বিজয় দেবেরাকোন্ডা, হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

মহারাষ্ট্র বিধানসভায় ধুন্ধুমার! ‘হাম হোঙ্গে কাঙ্গাল’ গেয়ে ফের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন কুণাল কামরা

ঐশ্বর্য, প্রিয়াঙ্কার মতো তিনিও বিশ্বসুন্দরী, কিন্তু বলিউডে কেন ঠাঁই হল না যুক্তার?

শুটিং শুরুর আগেই ‘ডন ৩’ থেকে বেরিয়ে গেলেন বিক্রান্ত ম্যাসি, খলনায়ক তবে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ