-273ºc,
Sunday, 4th June, 2023 8:39 am
নিজস্ব প্রতিনিধি: গতকালই মুম্বই এসেছে প্রিয়াঙ্কা চোপড়া। ‘বলিউডের জঘন্য রাজনীতি’-মন্তব্য করার পর বলিউড গ্লোবাল স্টারকে কীভাবে স্বাগত জানাবে, এখন সেটাই দেখার পালা! যদিও গতকালই ছিল মুকেশ আম্বানি ও নীতা আম্বানিদের এনএমএসিএচ উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে দেখা মিলল বলিউডের একঝাঁক তারকাদের। শুধু বলিউড নয়, হলিউডও ছিল এই অনুষ্ঠানে।
রনবীর-দীপিকা থেকে শুরু করে নীক-প্রিয়াঙ্কা, করণ জোহর, সিদ্ধার্থ-কিয়ারা, শাহরুখের গোটা পরিবার, সলমন খান, ঐশ্বর্য-আরাধ্যা, নীতু কাপুর, সোনি রাজদান, বরুন ধাওয়ান, কৃতি শ্যানন, জিন্ডায়া, টম হল্যান্ড-কেউ বাকি ছিলেন না। সবাই আমন্ত্রিত ছিলেন আম্বানিদের অনুষ্ঠানে। তবে গতকালের অনুষ্ঠানে ভক্তদের নজরে ছিলেন একমাত্র প্রিয়াঙ্কা ও করণ জোহরের সাক্ষাৎকারের জন্যে।কারণ সকলের ধারণা, প্রিয়াঙ্কা বলিউডের নোংরা রাজনীতির কথা করণকে খোঁচা দিয়ে বলেছেন। কিন্তু পার্টিতে তেমন কিছুই হয়নি। বরং প্রিয়াঙ্কা ও করণের আলিঙ্গনের ভিডিও এদিন ইন্টারনেটে একেবারে ঝড় তুলল।
যদিও প্রিয়াঙ্কা সাক্ষাৎকারে কারুর নাম নেননি। এদিন নিক জোনাস, রণবীর সিংকে একসঙ্গে আলিঙ্গন করতে দেখা গিয়েছে। একটি ভিডিওতে কারণ এবং প্রিয়াঙ্কাকে একে অপরের সঙ্গে কথোপকথন করতে দেখা যায়। যা দেখে একজন ফ্যান লিখেছিলেন, “নিককে পিসি:” হ্যাঁ। এই ব্যক্তিটি এমন একজন মানুষ যিনি মনে করতে সাহস করেছিলেন যে তিনি আমার ক্যারিয়ারকে ধ্বংস করতে পারেন “।” আরেকটি লিখেছেন, “নিক এবং প্রিয়াঙ্কা অঙ্গভঙ্গি এত মিষ্টি !! তাঁরা উভয়ই কেজে একটি উষ্ণ আলিঙ্গন দিতে প্রস্তুত ছিল।” প্রিয়াঙ্কা এদিন বেজে গাউনে অত্যাশ্চর্য চেহারা তৈরি করেছিলেন। নিক সেজেছিলেন একটি কালো শুটেডে। এদিকে দীপিকা, কিয়ারা সবাই অত্যাশ্চর্য পোশাকে সেজেছিলেন। তবে এদিন সমস্ত সারল্য দিয়ে কোন জয় করলেন অভিষেক, ঐশ্বর্য কন্যা আরাধ্য। এদিন শাস্ত্রীয় নৃত্যে একদল ডান্সার দের নিয়ে সুন্দর নৃত্য পরিবেশন করে সকলকে চমকে দিলেন নীতা আম্বানি।