28ºc, Haze
Friday, 24th March, 2023 8:25 pm
নিজস্ব প্রতিনিধি, লাহোর: টানটান উত্তেজনার অবসান। এবারেও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার না করেই ফিরল ইসলামাবাদ পুলিশ। টানা ২২ ঘন্টা ধরে একাধিক প্রচেষ্টা চালিয়েও নাগাল পেল না পিটিআই চেয়ারম্যানের। আর পুলিশ ফেরার পরেই উৎসবে মেতে উঠেছেন পিটিআইয়ের কর্মী-সমর্থকরা। কেন পর পর দু’বার চেষ্টা চালিয়েও প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা সম্ভব হলো না, তা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি ইসলামাবাদের শীর্ষ পুলিশ আধিকারিকরা।
তোষাখানা মামলায় গত সোমবার পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ইসলামাবাদের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল। ওই নির্দেশ কার্যকর করতে গতকাল মঙ্গলবার দুপুরেই লাহোরের জামান পার্কে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলে ইসলামাবাদ ও লাহোর পুলিশের বিশাল বাহিনী। কিন্তু পিটিআই কর্মী-সমর্থকদের বাধায় ইমরানের বাড়ির ভিতরে ঢুকতে পারেনি পুলিশ। উল্টে পিটিআই কর্মী-সমর্থকদের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষে ৫৪ জন পুলিশ আধিকারিক ও কর্মী জখম হন। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে এবং জল কামান ছুড়েও ইমরানের দলের কর্মীদের নিয়ন্ত্রণে আনতে পারেনি।
সারা রাত ধরে একাধিকবার ধরে ইমরানের বাড়িতে ঢোকার চেষ্টা করে পুলিশ। এমনকী দেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর সদস্যদের তলব করা হয়। কিন্তু নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে থাকেন পিটিআই কর্মী সমর্থকরা। এদিন সকালেও বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ ওঠে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে পুলিশ। আর তার পরেই ইমরান খান হুঙ্কার ছোড়েন, ‘পুলিশ সংযত না থাকলে দলীয় কর্মীদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। কোনও অঘটন ঘটলে তার দায় তিনি নেবেন না।’ ওই হুঙ্কারের পরেই সুড়সুড় করে ইমরানের বাড়ির সামনে থেকে চলে যায় পুলিশ।