27ºc, Haze
Friday, 24th March, 2023 9:49 pm
নিজস্ব প্রতিনিধি: তুরস্কের পরে এবার New Zealand। বৃহস্পতিবার সকালে কেঁপে ওঠে সেখানকার মাটি। United States Geological Survey বা USGS দেওয়া তথ্য অনুযায়ী, কম্পনের(Earthquake) উৎসস্থল ছিল রাজধানী Wellington থেকে বেশ কিছুটা দূরে থাকা কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকার ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। New Zealand’ র এই এলাকা ভূমিকম্প প্রবণ বলেই পরিচিত। কেননা দু’টি গুরুত্বপূর্ণ টেকটনিক প্লেটের সীমান্তে New Zealand’র অবস্থান। এই দুটি প্লেট হল প্রশান্ত মহাসাগরীয় প্লেট ও অস্ট্রেলিয় প্লেট। ভূবিজ্ঞানীদের দাবি, প্লেট সরে গেলে বা সংঘর্ষ হলে ভূমিকম্পের সম্ভাবনা থাকা। সেই কারণে এই এলাকায় প্রায়ই কম্পন অনুভূত হয় হলে জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন ৩৩ জনকে খুনের দায়ে গ্যাংস্টারের ১,৩১০ বছরের জেলের সাজা
USGS জানিয়েছে, বৃহস্পতিবার সকালে New Zealand-এ যে ভূমিকম্প হয়েছে রিখটার স্কেলে তার কম্পনের মাত্রা ছিল ৭.১। এই অতীব শক্তিশালী ভূমিকম্প জনবহুল এলাকায় হলে প্রভূত ক্ষয়ক্ষতি হত। ঠিক ১ মাস আগে তুরস্কের বুকে ভূমিকম্পের জেরে যেমন ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু মিছিল দেখা গিয়েছিল, এই ক্ষেত্রেও সেই ঘটনাই ঘটতে দেখা যেত। কিন্তু কম্পনের উৎসস্থল কার্যত জনশূন্য এলাকায় হওয়ায় New Zealand’ র মূল ভূখন্ডে সেভাবে প্রভাব পড়ার কোনও খবর এখনও মেলেনি। তবে এই শক্তিশালী ভূমিকম্পের জেরে কম্পনের উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামির সতর্কতা(Tsunami Alert) জারি করা হয়েছিল। কিন্তু পরে তা প্রত্যাহার করা হয়। New Zealand’র National Emergency Management Egency বা NEME জানিয়েছে যে, সুনামির আর কোনও আশঙ্কা নেই।