এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

IPL-2023: মনে করো আমি চোটের কারণে নেই, তা ধরে নিয়েই বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আর্জি সতীর্থদের দিলেন ধাওয়ান

নিজস্ব প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার রয়্যাল বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লড়াইয়ে নামার আগে শিখর ধাওয়ান তাঁর সতীর্থদের উদ্দেশে বলেন, মনে করো আমি চোটের কারণে এই ম্যাচ দলে নেই। সেইভাবে মানসিকভাবে নিজেদের প্রস্তুত করেই মাঠে নেমো।

উল্লেখ্য, পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান খেলবেন বলেই সূত্র মারফত জানা গিয়েছে। গত ১৫ এপ্রিল লকনউ-এর বিরুদ্ধে ম্যাচে কাঁধে চোটের জন্য খেলতে পারেননি পাঞ্জাব অধিনায়ক। কাজেই বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁকে দলে পাওয়াতে দলে স্বাভাবিকভাবেই উপকৃত হবে পাঞ্জাব দল।

লকনউ বিরুদ্ধে ম্যাচে ধাওয়ান না থাকাতে দলের পাঞ্জাব ব্যাটিং লাইন আপে অনেকটাই ক্ষতি হয়েছিল। তবে জিম্বাবোয়ের ক্রিকেটার সিকন্দর রাজা ৫৭, ম্যাথু শর্ট, হরপ্রীত সিং এবং তামিলনাড়ুর ক্রিকেটার শাহরুখ খান যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তার ফলেই ম্যাচটি জিততে সক্ষম হয় পাঞ্জাব দল।

দলের গুরুত্বপূর্ণ সদস্য সান কারেন একপ্রকার হুঁশিয়ারি দিয়েই বলেন, আমরা যদি এই মুহূর্তে লকনউ সুপার জায়ান্টসকে হারাতে পারি, তাহলে আমরা আরসিবিকেও হারানোর ক্ষমতা রাখি। আমি আশাবাদী ওই ম্যাচ থেকেও আমরা দু পয়েন্ট নিয়েই ফিরতে পারবো।

উল্লেখ্য, লকনউ ম্যাচে বল হাতে সফল হলেও ব্যাট হাতে সফল হননি কারেন। তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৬টি রান। যা নিয়েও যথেষ্ট চিন্তায় রয়েছেন কারেন।

দলের ব্যাটারদের ফিটনেশ নিয়ে একটা সময় প্রশ্ন তুলতে বাধ্য হয়েছিলেন শিখর ধাওয়ান নিজেই। তাঁর ওপেনিং সতীর্থ প্রবিশরণ সিং-বাকি ম্যাচগুলিতে মোটামুটি খেললেও লকনউ-এর ম্যাচে ও ব্যর্থ হয়েছে। আমি আশা করবো লকনউ ম্যাচের ভুল ও আর করবে না। শুধু প্রবিশরনই নন, আর এক ওপেনার টাইডের ফর্ম নিয়েও চিন্তায় রয়েছেন ধাওয়ান।

তবে দলের বোলিং লাইন আপে অর্শদীপ সিং এবং কারেন প্রধান মুখ হলেও রাবাডার ওপরও ভরসা রাখছেন পাঞ্জাব অধিনায়ক। বর্তমানে লিগ টেবিলে পাঞ্জাব দলটির অবস্থান ৫ নম্বরে। শিখর ধাওয়ানের দলটি ৫টি ম্যাচের মধ্যে তিনটি জয় পেয়েছে এবং ২টি ম্যাচে হেরেছে। হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে শিখর ধাওয়ান ৯৯ রানের ইনিংস খেললেও ম্যাচটিতে হারতে হয়েছে পাঞ্জাবকে।

তবে লকনউ-এর থেকে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ বিশেষ করে ওপেনিং ব্যাটাসম্যান বিরাট এবং ডুপ্লেসি জুটি এই মুহূর্তে টুর্নামেন্টের সেরা ওপেনিং জুটি এটা অবশ্যই মানতে হবে। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যশস্বী ও বাটলারও যথেষ্ট ছন্দে রয়েছেন। এছাড়াও ম্যাক্সওয়েল, সুরেশ প্রভুদেশাই-এর মতো খেলোয়াড়রা থাকায় আরসিবি-র ব্যাটিং লাইন আপ আমাদের থেকে যে যথেষ্ট শক্তিশালী তা মেনে নিতেই হবে।

তবে সব কিছু জেনেও লকনউ ম্যাচের মতো এই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতেই তাঁর দল মাঠে নামবে বলে জানান পাঞ্জাব অধিনায়ক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আইপিএলে নয়া ২ রেকর্ড গড়লেন বিরাট কোহলি

হায়দরাবাদকে গুঁড়িয়ে জয়ী চেন্নাই সুপার কিংস

হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্যমাত্রা চেন্নাইয়ের

ঘরের মাঠে ফের হার গুজরাতের, ৯ উইকেটে জিতল বেঙ্গালুরু

বেঙ্গালুরুকে জয়ের জন্য ২০১ রানের লক্ষ্যমাত্রা গুজরাতের

ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ পাকিস্তান দলের দায়িত্বে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর