-273ºc,
Friday, 9th June, 2023 3:14 am
নিজস্ব প্রতিনিধি: বাংলাজুড়ে চলছে ষষ্ঠ দুয়ারে সরকার(Duyare Sarkar) কর্মসূচী। গতকাল থেকেই শুরু হয়েছে সেই কর্মসূচী। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন পরিষেবার জন্য আবেদন গ্রহণ করা হবে। ১১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে। এই অবস্থায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার এক বড় সিদ্ধান্ত নিল। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড(Sasthasathi Card) না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার(Lakhir Bhandar) প্রকল্পের জন্য আবেদন করা যাবে দুয়ারে সরকার কর্মসূচী থেকে। রীতিমত সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব(Chief Secratary) হরিকৃষ্ণ দ্বিবেদী(Harikrishna Diwadi)।
আরও পড়ুন খোদ মোদি-শাহের গুজরাতেই ৩২ হাজারেরও বেশি স্কুলশিক্ষকের পদ শূন্য
কী বলেছেন মুখ্যসচিব? তিনি জানিয়েছেন, ‘এতদিন স্বাস্থ্যসাথীর অন্তর্ভুক্তরাই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারতেন। সেই শর্ত তুলে নিচ্ছে রাজ্য সরকার। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করা যাবে।’ উল্লেখ্য গতকাল থেকে শুরু হওয়া ষষ্ঠ দফার দুয়ারে সরকার কর্মসূচী শুরু হয়েছে এবং প্রথম দিনেই প্রায় ৬ লক্ষ মানুষ এই কর্মসূচীতে যোগ দিয়ে নানা সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন। সব থেকে বেশি আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথীর জন্যই। মুখ্যসচিব জানিয়েছেন, ‘বিনামূল্যের সামাজিক সুরক্ষা যোজনায় ১ লক্ষ ৭০ হাজার এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১ লক্ষ ৩৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। প্রথম দিন ১৫,১৩২টি ক্যাম্পের আয়োজন করা হয়েছে গোটা রাজ্যজুড়ে। বিধবা পেনশনের জন্য ২১ হাজারের বেশি আবেদন, স্বাস্থ্যসাথীর জন্য ৬০ হাজার আবেদন প্রথম দিনই জমা পড়েছে। মোট ৪৮৭৫টি মোবাইল ক্যাম্প হয়েছে প্রথমদিনেই।’