এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১১ লক্ষ টাকার ফ্ল্যাট, নিম্ন ও মধ্যবিত্তদের জন্য গড়ছে মমতার সরকার

নিজস্ব প্রতিনিধি: ‘রোটি কাপড়া অউর মকান’, এই ৩টি জিনিসই মানুষের জীবনে সব থেকে বেশি কাম্য। কিন্তু দেশের সব মানুষের মাথার ওপর পাকা ছাদ কিন্তু এখনও নেই। কেন্দ্র ও রাজ্য সরকার আবাস প্রকল্পের মাধ্যমে কিছু মানুষের মাথার ওপর পাকা ছাদ গড়ে দিচ্ছে ঠিকই, কিন্তু তারপরেও মাথার ওপর পাকা ছাদের চাহিদা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের(Middle Class and Lower Middle Class) মধ্যে যারা এই সব প্রকল্পের আওতায় আসেন না। সেই সঙ্গে দেশে জনসংখ্যা বাড়ছে, পরিবার বড় হয়ে ভেঙে গিয়ে অনু পরিবারের চেহারা নিচ্ছে। সেই দিক থেকেও বাড়ির চাহিদা বাড়ছে। কিন্তু বেসরকারি ক্ষেত্রে ফ্ল্যাটের(Flat) দাম যেভাবে বেড়ে চলেছে তাতে করে সেই সব ফ্ল্যাট কেনা নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়ছে। এই অবস্থায় রাস্তা দেখাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। বাংলার বুকে বসবাসকারী নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের জন্য এবার কলকাতার কসবা এলাকায় এবং কলকাতা(Kolkata) লাগোয়া ব্যারাকপুর(Barracpur) ও কল্যাণীর(Kalyani) বুকে ফ্ল্যাট নির্মাণ করতে চলেছে মমতার সরকার। সেই কাজ করবে রাজ্যের অধীনে থাকা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা KMDA। তাঁরা তাঁদের নিজস্ব জমিতে সেই ফ্ল্যাট তৈরি করবে। ফ্ল্যাটগুলির দাম শুরুই হবে ১১ লক্ষ টাকা থেকে।

আরও পড়ুন চাকরি চলে গিয়েছে, ৫ কোটির লোনের কী হবে, চিন্তায় ব্যাঙ্ক

জানা গিয়েছে, কলকাতার বুকে কসবায় Acropolis Mall’র পাশে ২৭৪ নম্বর রাজডাঙা গোল্ড পার্কে ৪৮টি ফ্ল্যাট তৈরি করেছে KMDA। আবাসনের নাম দেওয়া হয়েছে ‘মধ্যাহ্ন’। এর মধ্যে রয়েছে ৩৩টি 2 BHK ফ্ল্যাট। প্রতিটির আয়তন ৬৭৮ বর্গফুট। মূল্য ৩৩ লক্ষ ১৪ হাজার ৫৭২ টাকা। এই ফ্ল্যাট কেনার আবেদনপত্রের সঙ্গে অনলাইনে জমা দিতে হবে এক লক্ষ টাকা। বাকি ফ্ল্যাটগুলি 1 BHK। ৩৮৮, ৩৮৩ এবং ৩৭০ বর্গফুটের এই ফ্ল্যাটগুলি মিলবে ১৮ লক্ষ ৯৬ হাজার ৮৩৪ টাকা থেকে ১৮ লক্ষ ৮ হাজার ৮৩৮ টাকার মধ্যে। এই তিন ধরনের ফ্ল্যাটের জন্য আবেদনপত্রের সঙ্গে ৫০ হাজার টাকা জমা দিতে হবে। আগামী ৪ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে সল্টলেক ও কসবার ওই বেসরকারি ব্যাঙ্কের শাখায়। আবার ব্যারাকপুরে Kalyani Expressway’র ধারে Wareless More’র কাছেও নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের ফ্ল্যাট তৈরি করেছে KMDA। এখানে দু’ধরনের ফ্ল্যাট রয়েছে। ৬৫০ বর্গফুট ফ্ল্যাটের দাম রাখা হয়েছে ১৯ লক্ষ ৭৭ হাজার ৭ টাকা। এর জন্য আবেদনের সঙ্গে ৫০ হাজার টাকা জমা দিতে হবে। ৩৭৫ বর্গফুটের ফ্ল্যাটের মূল্য ধরা হয়েছে ১১ লক্ষ ৮১ টাকা। এই আবেদনের সঙ্গে ৩০ হাজার টাকা জমা দিতে হবে। এই ফ্ল্যাট বিক্রির জন্য খুব শীঘ্রই বিজ্ঞাপন এবং হোর্ডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে KMDA।

আরও পড়ুন জবকার্ডের সঙ্গে আধার যোগে দেশের শীর্ষে বাংলাই

ফ্ল্যাট রয়েছে কল্যাণীতেও। সেখানে 3 BHK ফ্ল্যাট বিক্রি করা হবে। যার মূল্য ধরা হয়েছে ২৩ লক্ষ ৯৫ হাজার ৫৭৫ টাকা। এই ফ্ল্যাটগুলির Built Up Area হল ৮৪৫ বর্গফুট। কল্যাণী রেলওয়ে স্টেশনের সামনে পুরসভা এলাকার মধ্যে এহেন ৬৫টি ফ্ল্যাট তৈরি করেছে KMDA। এই ৩ জায়গাতেই ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে ১১ লক্ষ টাকা থেকে। সর্বোচ্চ দর ৩৫ লক্ষ টাকা। এইসব ফ্ল্যাট কেনার জন্য কীভাবে আবেদন করা যাবে, কোথায় তা জমা দিতে হবে, প্রাথমিকভাবে কত টাকা জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে, এহেন যাবতীয় তথ্যসমৃদ্ধ ‘ব্রোশিও’র ইতিমধ্যে বের করেছে KMDA। বাছাই করা একটি বেসরকারি ব্যাঙ্কের নির্দিষ্ট শাখার পাশাপাশি সংস্থার ওয়েবসাইট থেকেও আবেদনপত্র মিলবে। আবেদনগ্রহণ পর্ব শেষ হলে, লটারির মাধ্যমে ওই ফ্ল্যাট বণ্টন করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্যাব-ট্যাক্সির ভাড়া, সমস্যায় যাত্রীরা

মানিকতলা বিধানসভা কেন্দ্র নিয়ে মামলা প্রত্যাহার, ট্যুইট করে দাবি কুণালের

বাংলার মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে সুপ্রিম স্থগিতাদেশ

সন্দেশখালিকাণ্ডে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার সুপ্রিম শুনানি মুলতুবি

নাখোদা মসজিদের সামনে প্লাস্টিকের গুদামে আগুন

রাজ্যের মন্ত্রীদের PSO-দের ডিউটি পরিবর্তনের ভাবনা নবান্নের, নেপথ্যে কেষ্ট’র সায়গল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর