এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মোদির কোপে দুই কেন্দ্রীয় মন্ত্রী, জোর জল্পনা বঙ্গ বিজেপিতে

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বাংলায় পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ। আর ঠিক তার আগেই কিনা বিনা মেঘে বজ্রপাত নেমে এল বঙ্গ বিজেপিতে(Bengal BJP)। কেননা All is not Well in BJP। সূত্রের খবর, বঙ্গ বিজেপিতে জোর জল্পনা ছড়িয়েছে যে বাংলা থেকে বিজেপির সাংসদ হিসাবে নির্বাচিত ৪জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মধ্যে অন্তত ২জনের গদি যেতে বসেছে চলতি মাসেই। তবে সেই দুইজন কে তা এখনও স্পষ্ট নয়। ওই দুইজনকে সরিয়ে নতুন ২ মুখকে সেই জায়গায় নিয়ে আসা হবে। অর্থাৎ বঙ্গ বিজেপির আরও ২জন সাংসদের সামনে কেন্দ্রীয় মন্ত্রীত্বের দরজা খুলে যেতে চলেছে। লোকসভা নির্বাচনের প্রায় ৯ মাস আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু এবারেও সম্ভবত বাংলার কাউকে পূর্ণমন্ত্রী করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর স্ক্যানারে রয়েছে বাংলার ৪ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর পারফরম্যান্সও।

আরও পড়ুন প্রয়োজনে বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই হবে ভোটগ্রহণ

এখন বঙ্গ বিজেপির যে ৪জন কেন্দ্রে মোদি মন্ত্রিসভার সদস্য, তাঁরা হলেন কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক(Nishith Pramanik), বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর(Shantanu Thakur), আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জন বার্লা(John Barla) এবং বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডাঃ সুভাষ সরকার(Subhash Sarkar)। এই ৪জনের মধ্যে সব থেকে বেশি এগিয়ে রয়েছেন নিশীথ। কেননা তিনি একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক এবং যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রকের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর পদ সামলাচ্ছেন। আবার তিনি বাংলার রাজবংশী সম্প্রদায়ের মুখ যাদের সমর্থনে উত্তরবঙ্গে দাপট দেখাচ্ছে বিজেপি। এর ঠিক পরেই থাকছেন শান্তনু ঠাকুর। কেননা তিনি মতুয়াদের ঠাকুরবাড়ির বড় ছেলে। আর এই মতুয়াদের ভোটেই দক্ষিণবঙ্গে দাপট দেখাচ্ছে বিজেপি। বার্লা আদিবাসী মুখ হলেও তার প্রভাব ডুয়ার্সেই সীমাব্দধ। বিজেপির উপলব্ধি বার্লা কেন্দ্রীয় মন্ত্রী হলেও কিছু করে দেখাতে পারেননি। তাঁর হাত ধরে দলও সেভাবে পায়ের নীচে শক্ত জমি পায়নি। একই কথা সুভাষ সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি কোনও সম্প্রদায়ের মুখ না হলেও সেভাবে বাংলার রাজনীতিতে ছাপ ফেলতে পারেননি যেটা নিশীথ বা শান্তনু পেরেছেন। তাই ধরেই নেওয়া হচ্ছে গদি যেতে বসেছে বার্লা ও সুভাষেরই।

আরও পড়ুন ‘আদালতকে ধন্যবাদ দেব কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য’: অভিষেক

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ৩৫টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ(Amit Shah)। এহেন টার্গেট পূরণে বঙ্গ বিজেপির সাংসদ এবং বিধায়কদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তার থেকেও অনেক বেশি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীদের। আর এই পরিপ্রেক্ষিতেই বিজেপি সূত্র মনে করছে যে, সম্ভবত লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে মতুয়া ভোটব্যাঙ্ক কিংবা উত্তরবঙ্গের রাজবংশী আবেগ নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পথে যাবেন না মোদি। যদিও বিজেপির আর একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সম্ভাব্য রদবদলে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে শুধুমাত্র চলতি বছরের ভোট-রাজ্যগুলির ওপরই। বাংলা থেকে পূর্ণমন্ত্রী হবে না, এটা প্রায় নিশ্চিত ঠিকই। তবে ভোট-রাজ্য না হওয়ায় বাংলার চার কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীকে নিয়ে পরীক্ষানিরিক্ষা নাও করা হতে পারে। বিজেপির এক নেতার তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘সবটাই শুধু মোদিজির মাথায় রয়েছে!’ তবে নতুন কেউ মন্ত্রী হলে এগিয়ে থাকবেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) ও বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

এবার আর Vote Boycot’র ডাক দিচ্ছে না Smart City Newtown

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর