এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘তৃণমূলে এখন আমি Unwanted’, অভিমানী অর্জুন দল ছাড়ার পথে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কেউ কেউ তাঁকে ব্যারাকপুরের সিংহ বলেন। কেউ বা বলেন ‘ভাটপাড়ার Don’। দল তাঁকে লোকসভায় প্রার্থী না করায় উনিশের ভোটের আগে দল ছেড়েছিলেন তিনি। যোগ দিয়েছিলেন পদ্মশিবিরে। ভোটে লড়াই করার টিকিটও পেয়েছিলেন। মানুষের ভোটে জিতে হয়েছিলেন বিজেপি(BJP) সাংসদও। তবে কেন্দ্রের মন্ত্রী হওয়া হয়নি। উল্টে ভাটপাড়ার গোষ্ঠী সংঘর্ষের দায় চেপেছিল তাঁর ঘাড়ে। বছর দেড়েক আগে তিনি সেই দল ছেড়ে ফের তৃণমূলে(TMC) চলে আসেন। সবাই ভেবেছিল ২৪’র ভোটে(General Election 2024) ব্যারাকপুর থেকে তিনিই প্রার্থী হবেন। কিন্তু জোড়াফুল তাঁকে প্রার্থী করেনি। আর তারপর থেকেই লাগাতার দলের বিরুদ্ধে নিজের অভিমান আর ক্ষোভ প্রকট করে চলেছেন। এবার সরাসরি জানিয়ে দিলেন ‘তৃণমূলে এখন আমি Unwanted’। নজরে অর্জুন সিং(Arjun Singh)। সম্ভবত তিনি দল ছাড়তে চলেছেন। ফের হয়তো তাঁকে বিজেপিতেই যোগ দিতে দেখা যাবে।

এদিন অর্থাৎ ১২ মার্চ সকালে ভাটপাড়ায় মজদূর ভবনে নিজের কার্যালয়েই সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন। সেখানেই তিনি জানান, ‘দলে আমার প্রয়োজন ফুরিয়েছে, সেই জন্য আমাকে ছুঁড়ে ফেলা হয়েছে। দলে এখন আমি Unwanted। আমার কোনও চাহিদা ছিল না। কিন্তু আমার দেড়-দু বছর সময় আমার নষ্ট হয়ে গেল। কিছু দিনের মধ্যেই জানতে পারবেন আমি কী করতে চলেছি। আমার ডেথ ওয়ারেন্টে সই করে দেওয়া হয়েছে। মানুষকে আমাকে বোঝাতে হবে আমি কোনও ভুল করিনি। দলে এখন আমি অবাঞ্ছিত। পার্থ আমার ভাল বন্ধু। কোথাও না কোথাও কোনও না কোনও বন্ধুদের মধ্যেই লড়াই হয়। মোদীজি বলেছেন, কারও সঙ্গেই সম্পর্ক খারাপ করা উচিত নয়। ‘কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দলে ফেরার আগে লোকসভায় প্রার্থী করা হবে বলে জানানো হয়েছিল। বিজেপি থেকে তৃণমূলে আসা ভুল হয়েছে। কর্মীদের ক্ষোভ রয়েছে। ওদের শান্ত থাকতে বলেছি।’

এদিন অর্জুন আরও জানিয়েছেন, ‘আমার সঙ্গে কারও সম্পর্ক খারাপ নয়। এখনও দলেই আছি। তাই কারও বিরুদ্ধে কিছু বলতে চাই না। টিকিট পাইনি। আমার দুর্ভাগ্য! আমাকে সভায় (ব্রিগেডে) ডাকা হয়েছিল। তা-ও টিকিট দেওয়া হল না। দলই বলতে পারবে আমাকে প্রয়োজন আছে কি না। ব্যারাকপুরের ভোটে আমাকে ছাড়া জেতা যাবে কি না। ব্যারাকপুরের মাটি আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন আর আমি ব্যারাকপুরকে হৃদয়ে ধারণ করেছি। আমাকে ফিরহাদ ফোন করে ললিপপ দেওয়ার চেষ্টা করেছিল।’ সূত্রের খবর অর্জুন এদিনই আনুষ্ঠানিক ভাবে তৃণমূল ছাড়ছেন এবং ব্যারাকপুর লোকসভা(Barracpur Constituency) কেন্দ্র থেকেই প্রার্থী হচ্ছেন। তিনি নিজেই এদিন জানিয়ে দিচ্ছেন তাঁর লড়াই হতে চলেছে তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে। তবে এটা এখনও পরিষ্কার নয় যে, অর্জুন বিজেপির প্রার্থী হবেন নাকি নির্দল হয়ে লড়বেন। তাঁর অনুগামীদের দাবি, ‘দাদা দুটো রাস্তাই খোলা রাখছেন। বিজেপি তাঁকে টিকিট দিলে ভাল। না দিলে নির্দল হয়েই লড়বেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালিকাণ্ডে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার সুপ্রিম শুনানি মুলতুবি

নাখোদা মসজিদের সামনে প্লাস্টিকের গুদামে আগুন

রাজ্যের মন্ত্রীদের PSO-দের ডিউটি পরিবর্তনের ভাবনা নবান্নের, নেপথ্যে কেষ্ট’র সায়গল

মানিকতলায় বহুতলে রবিবার রাতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ফুসফুসের মধ্যে নাকছাবির অংশ, বের করতে সফল চিকিৎসক

ভাঙড়ে রবিবার দুপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংস আগুন, এলাকায় আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর