এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মে মাসেই সম্ভবত পঞ্চায়েত নির্বাচন, চলতি মাসেই ভোটকর্মীর তালিকা

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের মে মাসেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) অনুষ্ঠিত হতে চলেছে, এমনটা ধরেই সেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে রাজ্য নির্বাচন কমিশনার(State Election Commission)। আর সেই কারণেই চলতি মাসের মধ্যেই চূড়ান্ত করে ফেলা হচ্ছে কাদের কাদের এবার পঞ্চায়েত নির্বাচনে ডিউটি(Election Duty) পড়তে চলেছে। মানে কারা কারা ভোটকর্মী হচ্ছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পঞ্চায়ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা না হলেও মে মাসেই সেই নির্বাচন হতে পারে এমনটা ধরে নিয়েই জেলাশাসকদের(DM) ভোটকর্মীর তালিকা ২৭ মার্চের মধ্যে সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছে কমিশন।

আরও পড়ুন ১০০ দিনের ধাক্কা লাগবে পঞ্চায়েতের ভোটে, মানছেন পদ্মনেতারা

এবারে এমন একটা সময় পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে যখন রাজ্যের সরকারি কর্মচারীরা তাঁদের বকেয়া মহার্ঘ্য ভাতা(DA) নিয়ে আন্দোলন করছেন। শুধু তাই নয়, আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন বকেয়া মহার্ঘ্য ভাতা না পেলে তাঁরা পঞ্চায়েত নির্বাচনে অংশ নেবেন না। ভোটকর্মী হিসাবে দায়িত্ব পালন করবেন না। এই সব দাবির জেরে এবার রাজ্য নির্বাচন কমিশনও একটু ভিন্ন পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে। এ বার প্রত্যেক অফিসকে লিখিত ভাবে তাদের কর্মীদের তালিকা পাঠাতে বারণ করে দেওয়া হয়েছে। বরং বলে দেওয়া হয়েছে, অফিসের ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার অনলাইনে তাঁর অফিসের কর্মীদের তালিকা জমা দেবেন। নামের পাশে কর্মীর পদমর্যাদা, অবসরের দিনক্ষণ, গুরুতর অসুস্থ থাকলে সেই ব্যাপারে সবিস্তার তথ্য অনলাইনে জানাতে বলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এপ্রিলের গোড়ায় রাজ্যের ২২টি জেলায় ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরুর প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোট পরিচালনায় তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করতে চলেছে কমিশন। কোনও ভোটকর্মী যে ব্লকে বসবাস করেন বা চাকরি করেন, সেই ব্লকের কোনও বুথে তিনি দায়িত্ব পাবেন না। কোন ভোটকর্মী কোন বুথে ভোটের ডিউটি করবেন, সেটা নির্ধারণ করার জন্য সফ্‌টওয়্যার ব্যবহার করা হচ্ছে। ভোটের ৪৮ ঘণ্টা আগেই জানা যাবে বুথ ভিত্তিক ডিউটির কথা। ইতিমধ্যেই কমিশন এই সফ্‌টওয়্যার সব জেলায় পাঠিয়েছে।

আরও পড়ুন কামারহাটি পুরসভায় ২২৭জনের নিয়োগই কী অবৈধ, উঠছে প্রশ্ন

কমিশন সূত্রের খবর, এ বার রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য ৬৩ হাজার ৩৩৯টি বুথ তৈরি হয়েছে। ভোটারের সংখ্যা ৫ কোটি ৬৬ লক্ষ ৭৪ হাজার। ভোট হবে ব্যালটে। প্রয়োজন প্রায় সাড়ে ৪ লক্ষ ব্যালট বক্স। সেই জন্য ভিন রাজ্যের অপেক্ষায় না-থেকে কমিশন দেড় লক্ষ ব্যালট বক্স কিনেছে। ব্যালট বক্স লুট করে ভোটে কারচুপি রুখতে প্রতিটি ব্যালট বক্সে থাকছে কিউআর কোড। যা দিয়ে কমিশন নিজস্ব অ্যাপের সাহায্যে ব্যালট বক্সের গতিবিধির ওপর নজরদারি করতে পারবে। কমিশনের হিসেবে, ভোটগ্রহণ ও গণনার জন্য মোট প্রায় সাড়ে ৪ লক্ষ ভোটকর্মী দরকার। কিন্তু এত সরকারি কর্মী পাওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে। কেননা একশ্রেনীর কর্মী এখন আন্দোলন করছেন এবং তাঁদের দাবি, মহার্ঘ্য ভাতা না দেওয়া হলে তাঁরা ভোটে অংশগ্রহণ করবেন না। ফলে তাঁদের মধ্যে ঠিক কতজনকে শেষ পর্যন্ত পাওয়া যাবে তা নিয়ে খটকা থাকছে। এর পাশাপাশি বহু পদ শূন্য। তাই কমিশন এবারের পঞ্চায়েত ভোটের জন্য শুধু সরকারি কর্মীর ওপর ভরসা রাখছে না। বরঞ্চ তাঁদের ভরসা থাকছে রাজ্যের পুরকর্মী, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের এবং কেন্দ্রীয় সরকারি অফিস ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীদের ওপর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

এবার আর Vote Boycot’র ডাক দিচ্ছে না Smart City Newtown

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর