এই মুহূর্তে




‘বাঁদরের তৈলাক্ত বাঁশ ধরে ওঠানামা চলছে’, স্বীকারোক্তি মানিকের

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: নিজের মুখে স্বীকার করে ফেললেন, তৈলাক্ত বাঁশ বেয়ে তিনি ২ ফুট করে উঠছেন আর ১ ফুট করে নেমে যাচ্ছেন। ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না। পৌঁছতে পারছেন না গন্তব্যে। রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায়(School Teachers Recruitment Scam Case) শনিবার আদালতে এমনটাই জানালেন ধৃত তৃণমূল বিধায়ক(TMC MLA) তথা রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি(Former Chairman of WBBPE) মানিক ভট্টাচার্য(Manik Bhattacharya)। এদিন মানিক ছাড়াও আদালতে এই মামলার জেরে হাজির করা হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্র আর কুন্তল ঘোষকে। একইসঙ্গে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও। এদিন আদালত থেকে বার হওয়ার সময় ED’র তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মানিক আর কুন্তল।

এদিন আদালতে নিজের বক্তব্য নিজেই জানিয়েছেন মানিক। ED’র তদন্তকে স্কুলে পড়াকালীন বাঁদরের তৈলাক্ত বাঁশের অঙ্কের সঙ্গে তুলনা করেন তিনি। মানিক জানান, ‘যে কোনও অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর আগে তাঁর বিরুদ্ধে কী কী তথ্য রয়েছে, তা জানাতে হয় তদন্তকারী সংস্থাকে। আগেও এই ধরনের নির্দেশের উদাহরণ রয়েছে। আদালত চাইলে এ বিষয়ে ED’র কাছে ব্যাখ্যা চাইতে পারে। কারণ, দিনের পর দিন ED দাবি করছে, তদন্ত চলছে। এটা তো সপ্তম-অষ্টম শ্রেণির সেই বাঁদরের তৈলাক্ত বাঁশ ধরে ওঠানামার অঙ্কের মতো ব্যাপার হচ্ছে। বার বার চার্জ গঠনের সময়ে ED দাবি করছে যে, তাদের তদন্ত চলছে।’ পরে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনেও একই কথা বলেন মানিক। তাঁর বক্তব্য, ‘তৈলাক্ত বাঁশে ২ ফুট করে উঠছি। ১ ফুট করে নামছি।’ তবে এদিন লক্ষ্যণীয় ভাবে পার্থ চট্টোপাধ্যায়ের নথি সংক্রান্ত প্রশ্নে ED-কে একহাত নেন বিচারক। পার্থর নথি সংক্রান্ত প্রশ্নে ED’র যুক্তিকে ‘দুর্বল’ বলে উল্লেখ করেছেন বিচারক।

এদিন শুনানি চলাকালীন পার্থের আইনজীবী আদালতে জানান, ED’র কাছ থেকে এই সংক্রান্ত কিছু নথি চাওয়া হয়েছিল যা ED দেয়নি। এ প্রসঙ্গে ED’র আইনজীবী জানান, পার্থের মামলায় আরও একটি রিপোর্ট তাঁরা প্রস্তুত করছেন। পরবর্তী তদন্তের জন্য সে সব নথি প্রয়োজন। তাই পার্থের আইনজীবীকে নথি দেওয়া হয়নি। ED’র এই যুক্তি শুনেই অসন্তোষ প্রকাশ করেন বিচারক। একে ‘দুর্বল যুক্তি’ বলেও উল্লেখ করেন তিনি। এর পর পার্থের তরফে তাঁর আইনজীবী আবেদন করেন, নথি সম্পর্কে নিজেদের বক্তব্য লিখিত আকারে জানাতে হবে ED-কে। বিচারক আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সংস্থাকে। কুন্তলের আইনজীবীও এদিন ED’র তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিচারককে জানান, বার বার ED দাবি করছে, তাঁদের তদন্ত চলছে। আবার সাপ্লিমেন্টারি চার্জশিটের কথাও বলা হচ্ছে। তদন্ত শেষ না হলে বিচার কবে হবে? জানতে চান কুন্তলের আইনজীবী। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ অগস্ট।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশের ইউনূস সরকারকে পরিচালনা করছে পাকিস্তান : শুভেন্দু অধিকারী

দার্জিলিঙে কুয়াশার দরুন হলুদ সর্তকতা জারি , বুধ ও বৃহস্পতিবার কলকাতায় হবে বৃষ্টি

বেআইনি নির্মাণের হোতারা সাবধান, নজরদারিতে কমিটি গড়ল রাজ্য সরকার

গরমের আগেই বৃষ্টির ছোঁয়া,দানা পাকাচ্ছে ঘূর্ণিঝড়!বজ্রপাতে কাঁপবে বাংলাও

এসএসকেএম হাসপাতালে পাঁচ দিনে ১৭৫ টি অস্ত্রোপচার, চিকিৎসকদের প্রশংসায় মুখ্যমন্ত্রী

প্রতুলকে চোখের জলে শেষ বিদায় মমতার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর