এই মুহূর্তে




২৬ হাজার চাকরি বাতিলের মামলার পরবর্তী সম্ভাব্য সুপ্রিম শুনানি ১০ সেপ্টেম্বর

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের এপ্রিল মাসে School Service Commission বা SSC’র মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষক-শিক্ষিকা নিয়েওগ এবং Group-C ও Group-D পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ প্রায় ২৬ হাজার মানুষের চাকরি(Service of 26 Thousand People) কেড়ে নিয়েছিল। রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে(Supreme Court)। দেশের শীর্ষ আদালত সেই মামলায় সাময়িক স্থগিতাদেশ দিয়ে রেখেছে। আগামী ১০ সেপ্টেম্বর এই মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সূত্রে তেমনটাই জানা গিয়েছে। এর আগে গত ১৬ জুলাই ও ৬ অগস্ট এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত পিছিয়ে যায়। এখন দেখার বিষয় ১০ তারিখ এই মামলা শুনানির জন্য ওঠে কিনা।

আরও পড়ুন, শিয়ালদা ডিভিশনের ২০৩টি স্টেশন থেকে মিলবে QR Code ভিত্তিক টিকিট কাটার সুবিধা

কলকাতা হাইকোর্টে যখন এই মামলা চলছিল তখন সেই মামলার রায় দিতে গিয়ে সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ উভয়েই SSC’র ২০১৬ সালের নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল। যার জেরে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি যায় এই নির্দেশের ফলে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলায় স্থগিতাদেশ দেয়। এই প্রসঙ্গে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বক্তব্য ছিল, ‘এখনই চাকরি বাতিল করা হচ্ছে না। যদি যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা সম্ভব হয় সেক্ষেত্রে গোটা প্যানেল বাতিল করা ঠিক হবে না।’ সেই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালত এটাও জানিয়েছিল, এই মামলায় যুক্ত রাজ্য, এসএসসি, মূল মামলাকারী, চাকরিহারা এবং সিবিআই-এর বক্তব্য শোনা হবে। তারপর থেকেই সুপ্রিম কোর্টেই ভাগ্য ঝুলে এই ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর।

আরও পড়ুন, কৃষ্ণনগরের ভীমপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, অভিযোগ গণধর্ষণের পরে খুন

সূত্রের খবর, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে আগামী ১০ সেপ্টেম্বর। আগেই স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা করেছে SSC। এই তালিকা অনুযায়ী, ৪টি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি ১৪৬১টি। এই ১৪৬১ চাকরির কোনওটাই সুপারিশ করেনি SSC। ১৪৬১ জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন জানিয়েছে SSC। এর পাশাপাশি OMR Sheet কারচুপি বা তা বিকৃতি করার তথ্যও আছে। আবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছে, নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল, তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা। পর্ষদ জানিয়েছিল, সঠিক শূন্যপদের তথ্য না থাকার জন্যই বিভ্রান্তি তৈরি হয়েছে। তাতেই একই ভ্যাকান্সিতে একাধিক নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে। একাধিক নিয়োগ হয়েছে। তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি ধোপে টেকে কিনা, সেটা দেখার বিষয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কুলতলির ঘটনাতে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার হোক, সেটাই চাই’, জানালেন মুখ্যমন্ত্রী

পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি

সরলেন বাবুন, এলেন সুজিত, পুজোর আবহেই বদল Hockey Bengal-এ

‘কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন’, ডাক্তারদের নিশানা কল্যাণের

অসুর হয়ে হাজির বৃষ্টি, হকার- ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

কোল্ড ড্রিঙ্কস অমলেট! পুজোর কলকাতা মাতাচ্ছে নতুন স্ট্রীট ফুড

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর