এই মুহূর্তে




International Chess Day: জেনে নিন দাবা খেলার প্রাচীন ইতিহাস

Courtesy Google

নিজস্ব প্রতিনিধি :  রাজা থেকে শুরু করে মন্ত্রী, হাতি, ঘোড়া, সেনা সবই আছে। এই খেলা যেন এতিহ্য। তীক্ষ্ণ বুদ্ধির জেরে খেলতে হয় এই খেলা। এই খেলার মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে। হ্যাঁ দাবা খেলার কথাই বলছি।২০ জুলাই হল আন্তর্জাতিক দাবা খেলা দিবস। এই দিনে জেনে নিন দাবা খেলার প্রাচীন ইতিহাস।

আন্তর্জাতিক দাবা দিবসের ধারণাটি প্রথম প্রস্তাবিত হয়েছিল UNESCO দ্বারা। পরবর্তীকালে ১৯৬৬ সালে FIDE দ্বারা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল আন্তর্জাতিক দাবা দিবস উদযাপনের প্রস্তাবটি। অবশেষে ১৯৬৭ সাল থেকে প্রতিবছর ২০ জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয়ে থাকে।

ইতিহাস : আজ থেকে প্রায় প্রায় দেড় হাজার বছর আগে দাবা খেলা প্রথম শুরু হয়েছিল ভারতবর্ষে।ধীরে ধীরে তা বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে যেতে থাকে। তবে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে বেশি এই খেলা জনপ্রিয় হয়ে ওঠে রাশিয়ায়। ইউরোপের পাশাপাশি প্রায় ১,৩৫০ বছর আগেই এই দাবা খেলা পারস্যেও শুরু হয়েছিল।

রাবন :  তবে এই নিয়ে বহু লোককথা প্রচলিত আছে। এর মধ্যে একটি হল যে, লঙ্কেশ্বরী মন্দোদরী নাকি রাবণকে যুদ্ধ থেকে বিরত রাখার জন্য এই খেলার সূচনা করেন।

মিশর : যদিও দাবার মতই এমনই এক ধরনের খেলার সন্ধান পাওয়া যায় প্রাচীন মিশরে খ্রিস্টপূর্ব ৩,০০০ অব্দে,  তবে সেই খেলার নাম ছিল শতরঞ্জ।

ভারত : পাশাপাশি ভারতবর্ষে চতুরঙ্গ নামক একটি খেলার সন্ধান পাওয়া যায়, যা শুরু হয়েছিল ষষ্ঠ শতাব্দীর আগেই।এই খেলার নাম চতুরঙ্গ দেওয়ার কারণ ছিল খেলাটিতে হাতি, ঘোড়া, রথ ও সৈন্য এই চারটি অংশ ছিল। এই দাবা খেলাই সেসময় পরিচিত ছিল চতুরঙ্গ খেলা নামে।অনেকে মনে করেন,  ‘চতুর’ শব্দ থেকে এই ‘চতু’ শব্দটি এসেছে। যার অর্থ বুদ্ধিমান।

ইরান : পরবর্তী সময়ে ভারত থেকে খেলাটি ছড়িয়ে পড়ে ইরানে।

ইউরোপ :  এরপর দাবা খেলা আসে দক্ষিণ ইউরোপে। আধুনিক দাবা শুরু হয়েছিল সেখানেই। এই খেলাটি চিনেও জনপ্রিয় হয়ে ওঠে ।

চিন : চিন এই খেলার নামকরণ করে জিয়ানকি বা শিয়াংচি। যদিও তাঁরা এই খেলাকে নিজেদের আবিষ্কার বলে মনে করে।

স্পেন :  শতরঞ্জ(দাবা)পারস্য থেকে প্রচলিত হয়ে ওঠে স্পেনে! সে সময় স্পেনে ছিল মুসলিম শাসনামল, তবে নামটা বদলে যায়। সেটা পর্তুগীজ ভাষায় হয়ে যায় ‘Xadrez’, যাকে ইংরেজিতে ‘ অ্যাজেডরেজ’ বলে।

লন্ডন : উনিশ শতকের শেষ দিকে দাবার আধুনিক প্রতিযোগিতা শুরু হয়। যার জনক উইলহেম স্টেইনজ। লন্ডনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টটি আয়োজন করেন ব্রিটিশ দাবাড়ু হাওয়ার্ড স্ট্যাউনটন। টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হন জার্মানির অ্যাডলফ অ্যান্ডারসেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোলশূন্য কলকাতা ডার্বি, বাগানকে রুখে দিয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

হরমনপ্রীতরা পারলেও ব্যর্থ সূর্যরা, মেলবোর্নে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন মার্শরা

দেশকে গর্বিত করার পুরস্কার! সাকিবকে ‘চোর-চোট্টা’, ‘ডাকাত’ বলে আক্রমণ ইউনূসের প্রেস সচিবের

‘কুম্ভ’ হয়ে লড়লেন শুধু অভিষেক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

টসে হার, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T-20-ম্যাচে প্রথমে ব্যাট করছে ভারত

বাবার স্বপ্নপূরণ এবার সময়ের অপেক্ষা, রোনাল্ডো পুত্রের ঝুলিতে আরও এক সাফল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ